দোষীদের শাস্তি চেয়ে বরিশালে সমাবেশ

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৩৫
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১১

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদল নেতা আকবর আলী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা যুবদল। নগরীর সদর রোডের বিএনপির কার্যালয়ের সামনে গতকাল শনিবার বেলা ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতা–কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তা পুলিশি বাঁধায় পণ্ড হয়ে যায়।

এর আগে বিএনপির কার্যালয়ের সামনের সমাবেশে দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সালাউদ্দিন নাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহসভাপতি বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ সুজন ও আসলাম হোসেন বাচ্চু, উজিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দোহা আজাদ, সহসাধারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একের পর এক হত্যা, গুম ও খুনের শিকার হচ্ছে। আকবর হত্যা এরই একটি অংশ। যুবদল নেতা আকবর হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে।

পরে যুবদলের নেতা-কর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয় থেকে সদর রোড পৌঁছালে সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন। পুলিশি বাঁধায় আর এগোতে পারেনি মিছিল।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আকবর আলী সদর উপজেলার সারটিয়া গ্রামের বাসিন্দা ও সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। ওই ঘটনায় শুক্রবার আকবরের স্ত্রী হাসি বেগম বাদী হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত