জাবি প্রতিনিধি
পঞ্চগড়ের সাকের মফিজউদ্দিন (৫৭)। নয় সদস্যের পরিবারে প্রধান উপার্জনকারী তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত আট বছর রিকশা চালাচ্ছে সাকের। তবে করোনা মহামারির দেড় বছর অর্থনৈতিক সংকটে দিনাতিপাত করতে হয়েছে তাঁকে। এর মধ্যে, ভর্তি পরীক্ষা তাঁর অর্থনৈতিক সংকটে আশীর্বাদরূপে হাজির হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক ও তাঁদের অভিভাবকদের পদচারণায় বাড়তি আয় হচ্ছে তাঁর।
শুধু সাকের নন তাঁর মতো অন্য রিকশাচালক, ভ্রাম্যমাণ দোকানি, ভ্রাম্যমাণ চা ওয়ালা ও বিভিন্ন ফেরিওয়ালার বাড়তি আয় হচ্ছে।
সাকের মফিজউদ্দিন বলেন, ‘এখন তাও দু-চার পয়সা হচছে। আগে তো পেটত জামিন বেঁধে রিকশা চালান লাগত। করোনার সময় দিন শেষে ৩০০ টাকা থাকত। এখন দৈনিক হাজার-বারো শো থেকে পনেরো শো টাকা থাকে। এতে আমার কিছু ঋণের কিস্তি পরিশোধ হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন জানায়, বিশ্ববিদ্যালয়ে ৯ দিন ভর্তি পরীক্ষা হবে। প্রতি দিন পাঁচটি শিফট অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ফলে দৈনিক প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক ক্যাম্পাসে আসে। এতে স্বাভাবিকভাবেই এখানকার মানুষের অর্থনীতিতে প্রাণ ফিরবে।
ভ্রাম্যমাণ চা-কফি বিক্রেতা মেরাজ মিয়া। তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা আমার জন্য আল্লাহর নেয়ামত। ভর্তি পরীক্ষা মানে পকেট গরম। এখন রোজগার পনেরো শ ছাড়িয়ে যায়। বিকেল হতে না হতেই দুই ফ্লাস্ক খালি হয়ে যায়। অন্যান্য দিনে সন্ধ্যা হয়ে গেলেও চা-কফি থেকে যায়।’
এদিকে, ভর্তি পরীক্ষাতে অনেক শিক্ষার্থী নিজেদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত রেখেছে। আবার কিছু শিক্ষার্থী আর্থিক সচ্ছলতা ও অভিজ্ঞতার জন্য দিয়েছে খাবার দোকান, বইয়ের দোকান ও বিভিন্ন প্রকার সেবা।
ফ্রেন্ডস ক্যাফে, জাহাঙ্গীরনগর বিরিয়ানি হাউস, নিশাতশ কুকি, শাউন ফুড কর্নার ইত্যাদি নামে চলছে খাবার দোকান। এ ছাড়া রয়েছে কাপড় ও প্রসাধনের দোকান।
পঞ্চগড়ের সাকের মফিজউদ্দিন (৫৭)। নয় সদস্যের পরিবারে প্রধান উপার্জনকারী তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত আট বছর রিকশা চালাচ্ছে সাকের। তবে করোনা মহামারির দেড় বছর অর্থনৈতিক সংকটে দিনাতিপাত করতে হয়েছে তাঁকে। এর মধ্যে, ভর্তি পরীক্ষা তাঁর অর্থনৈতিক সংকটে আশীর্বাদরূপে হাজির হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক ও তাঁদের অভিভাবকদের পদচারণায় বাড়তি আয় হচ্ছে তাঁর।
শুধু সাকের নন তাঁর মতো অন্য রিকশাচালক, ভ্রাম্যমাণ দোকানি, ভ্রাম্যমাণ চা ওয়ালা ও বিভিন্ন ফেরিওয়ালার বাড়তি আয় হচ্ছে।
সাকের মফিজউদ্দিন বলেন, ‘এখন তাও দু-চার পয়সা হচছে। আগে তো পেটত জামিন বেঁধে রিকশা চালান লাগত। করোনার সময় দিন শেষে ৩০০ টাকা থাকত। এখন দৈনিক হাজার-বারো শো থেকে পনেরো শো টাকা থাকে। এতে আমার কিছু ঋণের কিস্তি পরিশোধ হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন জানায়, বিশ্ববিদ্যালয়ে ৯ দিন ভর্তি পরীক্ষা হবে। প্রতি দিন পাঁচটি শিফট অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ফলে দৈনিক প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক ক্যাম্পাসে আসে। এতে স্বাভাবিকভাবেই এখানকার মানুষের অর্থনীতিতে প্রাণ ফিরবে।
ভ্রাম্যমাণ চা-কফি বিক্রেতা মেরাজ মিয়া। তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা আমার জন্য আল্লাহর নেয়ামত। ভর্তি পরীক্ষা মানে পকেট গরম। এখন রোজগার পনেরো শ ছাড়িয়ে যায়। বিকেল হতে না হতেই দুই ফ্লাস্ক খালি হয়ে যায়। অন্যান্য দিনে সন্ধ্যা হয়ে গেলেও চা-কফি থেকে যায়।’
এদিকে, ভর্তি পরীক্ষাতে অনেক শিক্ষার্থী নিজেদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত রেখেছে। আবার কিছু শিক্ষার্থী আর্থিক সচ্ছলতা ও অভিজ্ঞতার জন্য দিয়েছে খাবার দোকান, বইয়ের দোকান ও বিভিন্ন প্রকার সেবা।
ফ্রেন্ডস ক্যাফে, জাহাঙ্গীরনগর বিরিয়ানি হাউস, নিশাতশ কুকি, শাউন ফুড কর্নার ইত্যাদি নামে চলছে খাবার দোকান। এ ছাড়া রয়েছে কাপড় ও প্রসাধনের দোকান।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে