কক্সবাজার প্রতিনিধি
পবিত্র রমজান মাসে চাহিদা মেটানো ও বাজার নিয়ন্ত্রণ রাখতে মিয়ানমার থেকে ছোলা আমদানি করা হচ্ছে। ইতিমধ্যে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে প্রায় ৬৮১ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বন্দর কর্তৃপক্ষ বলছে, কোনো রাজস্ব ছাড়াই ছোলা আমদানির সুযোগ দিচ্ছে সরকার। এ জন্য আমদানি বাড়াতে স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।
গতকাল শুক্রবার পর্যন্ত মেসার্স ওয়াটার ওয়েজ এবং মেসার্স সেভেন স্টারসহ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ছোলা আমদানি করেছে বলে জানা গেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও অন্তত ৫০০ মেট্রিক টন ছোলা আমদানি করার কথা রয়েছে।
মেসার্স সেভেন স্টারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরাফাতুর রহিম বলেন, এক কেজি ছোলা আমদানিতে দাম পড়ছে ৬৪ টাকা। এতে শ্রমিক, বন্দর ও জাহাজভাড়া বাবদ খরচ হচ্ছে আরও সাড়ে তিন টাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে নিয়ে বিক্রি করতে খরচ পড়ছে দুই টাকা। আমদানি করা ছোলা স্থানীয় ব্যবসায়ীদের কাছে তাঁরা ৭১ টাকায় বিক্রি করছেন বলে জানান।
আমদানিকারকরা জানান, মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে এ সপ্তাহের মধ্যে আরও কয়েকটি ট্রলারে করে অন্তত ৫০০ মেট্রিক টন ছোলা পৌঁছার কথা রয়েছে।
ব্যবসায়ীরা বলেন, টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানিতে চট্টগ্রাম বন্দরের চেয়ে আমদানিতে সময় ও খরচ কম পড়ে। এতে তুলনামূলক কম দামে ছোলা বিক্রি করা যায়।
টেকনাফ স্থলবন্দর সূত্রে জানা যায়, গত বছর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে ১ হাজার ৪৯১ মেট্রিক টন ছোলা আমদানি করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৮৫৭ মেট্রিক টন ছোলা এসেছে।
টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আমিন বলেন, রমজান মাসে বাংলাদেশে ছোলার চাহিদা বেশি থাকায় মিয়ানমারের ব্যবসায়ীরা ছোলার দাম বাড়িয়ে দিয়েছেন। আগে যেসব ব্যবসায়ীর ছোলা কেনা ছিল, তাঁরা এখন সেগুলো নিয়ে আসছেন। অনেক ব্যবসায়ী লোকসান দিয়েও ছোলা বিক্রি করছেন।
টেকনাফ স্থলবন্দর পরিচালনা প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, আমদানি করা ছোলা মিয়ানমার থেকে ট্রলারে আনার পর তা দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দ্রুত সরবরাহ করা হচ্ছে।
স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা শাহীন আক্তার বলেন, সরকার ছোলা আমদানিতে কোনো ধরনের রাজস্ব আদায় করছে না। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। পবিত্র রমজান মাসের চাহিদা বিবেচনায় মিয়ানমার থেকে ছোলা আমদানি বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।
পবিত্র রমজান মাসে চাহিদা মেটানো ও বাজার নিয়ন্ত্রণ রাখতে মিয়ানমার থেকে ছোলা আমদানি করা হচ্ছে। ইতিমধ্যে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে প্রায় ৬৮১ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বন্দর কর্তৃপক্ষ বলছে, কোনো রাজস্ব ছাড়াই ছোলা আমদানির সুযোগ দিচ্ছে সরকার। এ জন্য আমদানি বাড়াতে স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।
গতকাল শুক্রবার পর্যন্ত মেসার্স ওয়াটার ওয়েজ এবং মেসার্স সেভেন স্টারসহ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ছোলা আমদানি করেছে বলে জানা গেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও অন্তত ৫০০ মেট্রিক টন ছোলা আমদানি করার কথা রয়েছে।
মেসার্স সেভেন স্টারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরাফাতুর রহিম বলেন, এক কেজি ছোলা আমদানিতে দাম পড়ছে ৬৪ টাকা। এতে শ্রমিক, বন্দর ও জাহাজভাড়া বাবদ খরচ হচ্ছে আরও সাড়ে তিন টাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে নিয়ে বিক্রি করতে খরচ পড়ছে দুই টাকা। আমদানি করা ছোলা স্থানীয় ব্যবসায়ীদের কাছে তাঁরা ৭১ টাকায় বিক্রি করছেন বলে জানান।
আমদানিকারকরা জানান, মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে এ সপ্তাহের মধ্যে আরও কয়েকটি ট্রলারে করে অন্তত ৫০০ মেট্রিক টন ছোলা পৌঁছার কথা রয়েছে।
ব্যবসায়ীরা বলেন, টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানিতে চট্টগ্রাম বন্দরের চেয়ে আমদানিতে সময় ও খরচ কম পড়ে। এতে তুলনামূলক কম দামে ছোলা বিক্রি করা যায়।
টেকনাফ স্থলবন্দর সূত্রে জানা যায়, গত বছর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে ১ হাজার ৪৯১ মেট্রিক টন ছোলা আমদানি করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৮৫৭ মেট্রিক টন ছোলা এসেছে।
টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আমিন বলেন, রমজান মাসে বাংলাদেশে ছোলার চাহিদা বেশি থাকায় মিয়ানমারের ব্যবসায়ীরা ছোলার দাম বাড়িয়ে দিয়েছেন। আগে যেসব ব্যবসায়ীর ছোলা কেনা ছিল, তাঁরা এখন সেগুলো নিয়ে আসছেন। অনেক ব্যবসায়ী লোকসান দিয়েও ছোলা বিক্রি করছেন।
টেকনাফ স্থলবন্দর পরিচালনা প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, আমদানি করা ছোলা মিয়ানমার থেকে ট্রলারে আনার পর তা দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দ্রুত সরবরাহ করা হচ্ছে।
স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা শাহীন আক্তার বলেন, সরকার ছোলা আমদানিতে কোনো ধরনের রাজস্ব আদায় করছে না। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। পবিত্র রমজান মাসের চাহিদা বিবেচনায় মিয়ানমার থেকে ছোলা আমদানি বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে