উপল বড়ুয়া, ঢাকা
কাতার বিশ্বকাপ কতভাবে যে ব্যতিক্রম হতে যাচ্ছে, সেটি এরই মধ্যে ভালোভাবেই বোঝা যাচ্ছে। গতকাল ঘটেছে আরেক ঘটনা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ইরানের খেলোয়াড়েরা জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়েছেন। কেন ইরান দল জাতীয় সংগীত গায়নি, সেটি তাৎক্ষণিকভাবে না জানা গেলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এটি তাঁদের দেশে চলমান আন্দোলনের প্রতিবাদ।
ইরান ফুটবলে এই প্রতিবাদের গল্প আরও বিস্তারিত জানতে যেতে হবে একটু পেছনে। যারা নিয়মিত ইউরোপের ফুটবলের দর্শক, সর্দার আজমুনকে তাদের না চেনার কথা নয়। দীর্ঘ ১০ বছর রাশিয়ার ফুটবল লিগে খেলেছেন। এখন তিনি জার্মান ক্লাব বেয়ার লেভারকুজেনের আক্রমণভাগের অন্যতম অস্ত্রও। তবে এই ইরানিয়ান ফরোয়ার্ড সাম্প্রতিক সময়ে আলোচনায় আসেন ইরানের নারী অধিকারের স্বপক্ষে কথা বলে।
হিজাব না পরার অভিযোগে তেহরানে গত সেপ্টেম্বরে ইরানের নৈতিক পুলিশের হাতে আটক হন মাসা আমিনি। পুলিশি হেফাজতের মধ্যেই মারা যান এই কুর্দি তরুণী। এর জের ধরে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমে আসে দেশটির নারীরা। শহরে-নগরে চলতে থাকে বিক্ষোভ। হিজাব পুড়িয়ে বিক্ষোভে অংশ নেয় লাখ লাখ নারী। ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কম চেষ্টা করেননি পরিস্থিতি স্বাভাবিক করতে। আন্দোলনকারীদের দমাতে সরকার বিভিন্ন পদক্ষেপও নেয়।
এই ঘটনায় যখন ইরান জাতীয় ফুটবল দল মুখে কুলুপ এঁটে বসেছিল, তখন নারীদের স্বপক্ষে কথা বলেন আজমুন। আন্দোলনকারীদের ওপর সরকারের পেটোয়া বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানান ২৭ বছর বয়সী এই তারকা। অথচ তাঁর সামনে ছিল বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। সরকারের বিপক্ষে যাওয়ায় দল থেকে বাদ পড়ার মতো শঙ্কাও তৈরি হয়েছিল। কিন্তু তাতেও দমে যাননি ইরানের হয়ে ৬৫ ম্যাচে ৪১ গোল করা আজমুন।
ইরানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে সাংবাদিকেরা আজমুনকে জিজ্ঞেস করেছিলেন, আন্দোলনকারীদের পক্ষ নেওয়ায় দল থেকে বাদ পড়ার ঝুঁকিতে আছেন কি না। আজমুন উত্তর দিয়েছিলেন, ‘ইরানের নারী অধিকার আদায়ের তুলনায় দল থেকে বাদ পড়া এমন কিছুই নয়।’ রুবেন কাজান ও জেনিথ সেন্ট পিটার্সবার্গের হয়ে খেলা এই ফরোয়ার্ডকে অবশ্য বাদ পড়তে হয়নি। ইরানের পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজও জানেন, বিশ্বকাপের মতো মঞ্চে আজমুনকে দলে কেমন প্রয়োজন।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
ইরানের ২৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের অনেকে ইউরোপে খেলেন। তাঁদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ তিনি। গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ইরান। সেবার সমর্থকদের সমালোচনা সইতে হয়েছিল আজমুনকেও। কিন্তু এবার তারা পার্সিয়ান উপসাগরের বিপরীত কূলের দেশ কাতারে সাফল্যের জন্য উন্মুখ থাকবে নিশ্চিত। তার জন্য কুইরোজের বড় ভরসা ‘প্রতিবাদী’ আজমুন। যদিও তাঁর জায়গা হয়নি গতকাল ইংল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে। পরে অবশ্য দ্বিতীয়ার্ধে মাঠে নামেনি তিনি। ইতিমধ্যে তাঁর ছড়িয়ে দেওয়া প্রতিবাদের আগুনের মশাল তো ঠিকই সতীর্থরা দেখিয়ে দিল পুরো বিশ্বকে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
কাতার বিশ্বকাপ কতভাবে যে ব্যতিক্রম হতে যাচ্ছে, সেটি এরই মধ্যে ভালোভাবেই বোঝা যাচ্ছে। গতকাল ঘটেছে আরেক ঘটনা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ইরানের খেলোয়াড়েরা জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়েছেন। কেন ইরান দল জাতীয় সংগীত গায়নি, সেটি তাৎক্ষণিকভাবে না জানা গেলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এটি তাঁদের দেশে চলমান আন্দোলনের প্রতিবাদ।
ইরান ফুটবলে এই প্রতিবাদের গল্প আরও বিস্তারিত জানতে যেতে হবে একটু পেছনে। যারা নিয়মিত ইউরোপের ফুটবলের দর্শক, সর্দার আজমুনকে তাদের না চেনার কথা নয়। দীর্ঘ ১০ বছর রাশিয়ার ফুটবল লিগে খেলেছেন। এখন তিনি জার্মান ক্লাব বেয়ার লেভারকুজেনের আক্রমণভাগের অন্যতম অস্ত্রও। তবে এই ইরানিয়ান ফরোয়ার্ড সাম্প্রতিক সময়ে আলোচনায় আসেন ইরানের নারী অধিকারের স্বপক্ষে কথা বলে।
হিজাব না পরার অভিযোগে তেহরানে গত সেপ্টেম্বরে ইরানের নৈতিক পুলিশের হাতে আটক হন মাসা আমিনি। পুলিশি হেফাজতের মধ্যেই মারা যান এই কুর্দি তরুণী। এর জের ধরে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমে আসে দেশটির নারীরা। শহরে-নগরে চলতে থাকে বিক্ষোভ। হিজাব পুড়িয়ে বিক্ষোভে অংশ নেয় লাখ লাখ নারী। ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কম চেষ্টা করেননি পরিস্থিতি স্বাভাবিক করতে। আন্দোলনকারীদের দমাতে সরকার বিভিন্ন পদক্ষেপও নেয়।
এই ঘটনায় যখন ইরান জাতীয় ফুটবল দল মুখে কুলুপ এঁটে বসেছিল, তখন নারীদের স্বপক্ষে কথা বলেন আজমুন। আন্দোলনকারীদের ওপর সরকারের পেটোয়া বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানান ২৭ বছর বয়সী এই তারকা। অথচ তাঁর সামনে ছিল বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। সরকারের বিপক্ষে যাওয়ায় দল থেকে বাদ পড়ার মতো শঙ্কাও তৈরি হয়েছিল। কিন্তু তাতেও দমে যাননি ইরানের হয়ে ৬৫ ম্যাচে ৪১ গোল করা আজমুন।
ইরানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে সাংবাদিকেরা আজমুনকে জিজ্ঞেস করেছিলেন, আন্দোলনকারীদের পক্ষ নেওয়ায় দল থেকে বাদ পড়ার ঝুঁকিতে আছেন কি না। আজমুন উত্তর দিয়েছিলেন, ‘ইরানের নারী অধিকার আদায়ের তুলনায় দল থেকে বাদ পড়া এমন কিছুই নয়।’ রুবেন কাজান ও জেনিথ সেন্ট পিটার্সবার্গের হয়ে খেলা এই ফরোয়ার্ডকে অবশ্য বাদ পড়তে হয়নি। ইরানের পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজও জানেন, বিশ্বকাপের মতো মঞ্চে আজমুনকে দলে কেমন প্রয়োজন।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
ইরানের ২৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের অনেকে ইউরোপে খেলেন। তাঁদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ তিনি। গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ইরান। সেবার সমর্থকদের সমালোচনা সইতে হয়েছিল আজমুনকেও। কিন্তু এবার তারা পার্সিয়ান উপসাগরের বিপরীত কূলের দেশ কাতারে সাফল্যের জন্য উন্মুখ থাকবে নিশ্চিত। তার জন্য কুইরোজের বড় ভরসা ‘প্রতিবাদী’ আজমুন। যদিও তাঁর জায়গা হয়নি গতকাল ইংল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে। পরে অবশ্য দ্বিতীয়ার্ধে মাঠে নামেনি তিনি। ইতিমধ্যে তাঁর ছড়িয়ে দেওয়া প্রতিবাদের আগুনের মশাল তো ঠিকই সতীর্থরা দেখিয়ে দিল পুরো বিশ্বকে।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে