সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চররশিদ গ্রামে বুধবার রাতে ইয়ানুর আক্তার ওরফে শাবনুর নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সন্তান না হওয়ায় স্বামীর দ্বিতীয় বিয়ে এবং শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে মৃত ইউনুস মিয়ার মেয়ে ইয়ানুর আক্তার (২০) সঙ্গে একই উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামের ইউছুফের ছেলে মো. রুবেল ওরফে রাসেলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দুই বছরে ইয়ানুরের গর্ভে কোনো সন্তান আসেনি। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। এ কারণে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ইয়ানুরকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। পরে দুই বছর আগে রুবেলও আরেকটি বিয়ে করেন। এরপর ইয়ানুর বাবার বাড়ি চলে যান।
ইয়ানুরের মা নাজমা বেগম বলেন, ‘রুবেল দ্বিতীয় বিয়ে করায় ইয়ানুর বাদী হয়ে রুবেলের নামে মামলা করে। গত বুধবার সে আদালতে হাজিরা দিতে যায়। সেখান থেকে এসে মন খারাপ করে বসে থাকে। একাধিকবার জিজ্ঞেস করেও মন খারাপের কারণ জানতে পারিনি। আমার মেয়েরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাঁচতে দেয় নাই। আমি এর বিচার চাই।’
নাজমা বেগম আরও বলেন, রুবেল প্রায়ই তাঁর মেয়েকে অন্যত্র বিয়ে দিতে দেবে না, অন্য কারো ঘর করতে দেবে না বলে হুমকিধমকি দিতেন।
এ ঘটনার পর থেকে ইয়ানুরের শ্বশুরবাড়ির লোকজন ও স্বামী রুবেল পলাতক রয়েছেন।
চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সরোজ চাকমা বলেন, খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ইয়ানুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চররশিদ গ্রামে বুধবার রাতে ইয়ানুর আক্তার ওরফে শাবনুর নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সন্তান না হওয়ায় স্বামীর দ্বিতীয় বিয়ে এবং শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে মৃত ইউনুস মিয়ার মেয়ে ইয়ানুর আক্তার (২০) সঙ্গে একই উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামের ইউছুফের ছেলে মো. রুবেল ওরফে রাসেলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দুই বছরে ইয়ানুরের গর্ভে কোনো সন্তান আসেনি। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। এ কারণে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ইয়ানুরকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন। পরে দুই বছর আগে রুবেলও আরেকটি বিয়ে করেন। এরপর ইয়ানুর বাবার বাড়ি চলে যান।
ইয়ানুরের মা নাজমা বেগম বলেন, ‘রুবেল দ্বিতীয় বিয়ে করায় ইয়ানুর বাদী হয়ে রুবেলের নামে মামলা করে। গত বুধবার সে আদালতে হাজিরা দিতে যায়। সেখান থেকে এসে মন খারাপ করে বসে থাকে। একাধিকবার জিজ্ঞেস করেও মন খারাপের কারণ জানতে পারিনি। আমার মেয়েরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাঁচতে দেয় নাই। আমি এর বিচার চাই।’
নাজমা বেগম আরও বলেন, রুবেল প্রায়ই তাঁর মেয়েকে অন্যত্র বিয়ে দিতে দেবে না, অন্য কারো ঘর করতে দেবে না বলে হুমকিধমকি দিতেন।
এ ঘটনার পর থেকে ইয়ানুরের শ্বশুরবাড়ির লোকজন ও স্বামী রুবেল পলাতক রয়েছেন।
চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সরোজ চাকমা বলেন, খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ইয়ানুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে