সুমেল সারাফাত, মোংলা (বাগেরহাট)
সার্ভে সনদ নেই, তারপরও মোংলা বন্দরের পশুর চ্যানেল দিয়ে অবৈধভাবে পণ্য পরিবহন করে চলেছে বিভিন্ন নৌযান। হচ্ছে দুর্ঘটনার শিকারও। সর্বশেষ গত ১৫ নভেম্বর রাতে এ চ্যানেলের হারবাড়িয়া এলাকায় বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে কয়লা বোঝাই একটি বাল্কহেড। চলতি বছরের ১১ মাসেই মোংলা বন্দরের পশুর চ্যানেলে পাঁচটি নৌযান ডুবির ঘটনা ঘটেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ৭৫০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি বিবি-১১৪৮, ৩০ মার্চ ৫১০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি ইফসিয়া মাহিন, ৮ অক্টোবর ১ হাজার ২০০ মেট্রিকটন পাথর নিয়ে এম ভি বিউটি অব লোহাগড়া-২ এবং একই দিনে ৮৫২ মেট্রিকটন ডিওপি সার নিয়ে এম ভি দেশবন্ধু ডুবে যায়।
সর্বশেষ গত ১৫ নভেম্বর রাতে ৩৭০ মেট্রিকটন কয়লা নিয়ে হারবাড়িয়া এলাকায় ডুবে যায় ফারদিন-১ নামে একটি বাল্কহেড। এতে এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন দুজন। দুর্ঘটনার শিকার এসব নৌযান চলাচলের জন্য নৌপরিবহন অধিদপ্তরের কোনো সার্ভে সনদ ছিল না।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, মোংলা বন্দর চ্যানেলে চলতি বছরে মোট পাঁচটি নৌ যান ডুবির ঘটনা ঘটেছে। ১৫ নভেম্বর ডুবে যাওয়া ফারদিন নামে বাল্কহেডটির কোনো সার্ভে সনদসহ আমদানি হওয়া পণ্য পরিবহনের অনুমতি ছিল না। বেআইনিভাবে চলা দুর্ঘটনার শিকার এই বাল্কহেডটিকে বন্দরের পশুর চ্যানেল থেকে ১৫ দিনের মধ্যে ওঠাতে এর মালিককে চিঠি দেওয়া হয়েছে। বন্দরের নিরাপদ নৌ চ্যানেলের স্বার্থে জরুরি ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয় বলেও জানান তিনি।
পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার বাসিন্দা এম ভি ফারদিন-১-এর মালিক ফজলুল হক খোকন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যে নৌযানটি উত্তোলন করতে কাজ শুরু করেছেন তিনি। ১৫ দিন সময় লাগবে না দাবি করে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যেই এটি ওঠানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই বাল্কহেডটি মানিক নামে এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিলেন। কিন্তু এটি বালু পরিবহনের জন্য, কীভাবে কয়লা পরিবহন হচ্ছিল সেটি তিনি বুঝতে পারছে না বলেও জানান তিনি।
নৌপরিবহন অধিদপ্তরের (ডিজি শিপিং) পরিচালক বদরুল হাসান লিটন বলেন, পণ্য পরিবহনের জন্য বিভিন্ন নৌযানের সার্ভে ও রেজিস্ট্রেশন তাঁরা দিয়ে থাকেন, কিন্তু যেসব নৌযান সার্ভে সনদ না নিয়ে নদীতে চলাচল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়া দায়িত্ব শুধু তাঁদের একার নয়। তিনি দাবি করেন, পুলিশ, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ অবৈধভাবে চলা নৌযানের বিরুদ্ধে অভিযান চালিয়ে মেরিন কোর্টে মামলা দেবে। আর সার্ভে সনদ না থাকা নৌযানের বিরুদ্ধে ৩৩ ধারায় ব্যবস্থা নেওয়ার কথা আছে বলেও জানান তিনি। কিন্তু এসব সংস্থার দায়িত্বে অবহেলা আছে কি না সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে মোংলা বন্দরের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় বাণিজ্যিক জাহাজের ধাক্কায় কয়লাবাহী বাল্কহেড জাহাজডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার আমিনুর রহমানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের জ্যেষ্ঠ পাইলট রিয়াজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (নৌ নির্মাণ) অনুপ চক্রবর্তী। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সার্ভে সনদ নেই, তারপরও মোংলা বন্দরের পশুর চ্যানেল দিয়ে অবৈধভাবে পণ্য পরিবহন করে চলেছে বিভিন্ন নৌযান। হচ্ছে দুর্ঘটনার শিকারও। সর্বশেষ গত ১৫ নভেম্বর রাতে এ চ্যানেলের হারবাড়িয়া এলাকায় বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে কয়লা বোঝাই একটি বাল্কহেড। চলতি বছরের ১১ মাসেই মোংলা বন্দরের পশুর চ্যানেলে পাঁচটি নৌযান ডুবির ঘটনা ঘটেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ৭৫০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি বিবি-১১৪৮, ৩০ মার্চ ৫১০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি ইফসিয়া মাহিন, ৮ অক্টোবর ১ হাজার ২০০ মেট্রিকটন পাথর নিয়ে এম ভি বিউটি অব লোহাগড়া-২ এবং একই দিনে ৮৫২ মেট্রিকটন ডিওপি সার নিয়ে এম ভি দেশবন্ধু ডুবে যায়।
সর্বশেষ গত ১৫ নভেম্বর রাতে ৩৭০ মেট্রিকটন কয়লা নিয়ে হারবাড়িয়া এলাকায় ডুবে যায় ফারদিন-১ নামে একটি বাল্কহেড। এতে এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন দুজন। দুর্ঘটনার শিকার এসব নৌযান চলাচলের জন্য নৌপরিবহন অধিদপ্তরের কোনো সার্ভে সনদ ছিল না।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, মোংলা বন্দর চ্যানেলে চলতি বছরে মোট পাঁচটি নৌ যান ডুবির ঘটনা ঘটেছে। ১৫ নভেম্বর ডুবে যাওয়া ফারদিন নামে বাল্কহেডটির কোনো সার্ভে সনদসহ আমদানি হওয়া পণ্য পরিবহনের অনুমতি ছিল না। বেআইনিভাবে চলা দুর্ঘটনার শিকার এই বাল্কহেডটিকে বন্দরের পশুর চ্যানেল থেকে ১৫ দিনের মধ্যে ওঠাতে এর মালিককে চিঠি দেওয়া হয়েছে। বন্দরের নিরাপদ নৌ চ্যানেলের স্বার্থে জরুরি ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয় বলেও জানান তিনি।
পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার বাসিন্দা এম ভি ফারদিন-১-এর মালিক ফজলুল হক খোকন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতিমধ্যে নৌযানটি উত্তোলন করতে কাজ শুরু করেছেন তিনি। ১৫ দিন সময় লাগবে না দাবি করে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যেই এটি ওঠানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই বাল্কহেডটি মানিক নামে এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিলেন। কিন্তু এটি বালু পরিবহনের জন্য, কীভাবে কয়লা পরিবহন হচ্ছিল সেটি তিনি বুঝতে পারছে না বলেও জানান তিনি।
নৌপরিবহন অধিদপ্তরের (ডিজি শিপিং) পরিচালক বদরুল হাসান লিটন বলেন, পণ্য পরিবহনের জন্য বিভিন্ন নৌযানের সার্ভে ও রেজিস্ট্রেশন তাঁরা দিয়ে থাকেন, কিন্তু যেসব নৌযান সার্ভে সনদ না নিয়ে নদীতে চলাচল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়া দায়িত্ব শুধু তাঁদের একার নয়। তিনি দাবি করেন, পুলিশ, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ অবৈধভাবে চলা নৌযানের বিরুদ্ধে অভিযান চালিয়ে মেরিন কোর্টে মামলা দেবে। আর সার্ভে সনদ না থাকা নৌযানের বিরুদ্ধে ৩৩ ধারায় ব্যবস্থা নেওয়ার কথা আছে বলেও জানান তিনি। কিন্তু এসব সংস্থার দায়িত্বে অবহেলা আছে কি না সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে মোংলা বন্দরের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় বাণিজ্যিক জাহাজের ধাক্কায় কয়লাবাহী বাল্কহেড জাহাজডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার আমিনুর রহমানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের জ্যেষ্ঠ পাইলট রিয়াজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (নৌ নির্মাণ) অনুপ চক্রবর্তী। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে