শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের রাস্তার পাশ থেকে ৫টি বস্তায় মোড়ানো ৩০ ব্যাগ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পরিত্যক্ত অবস্থায় বিজিবি উত্তর কৈখালী ক্যাম্পের সদস্যরা ওই চালান জব্দ করে।
এদিকে রায়নগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস পরিত্যক্ত বস্তাগুলোর ছবি নেওয়ার চেষ্টা করলে বিজিবির এফএস ইসমাইল হোসেন তাঁর মুঠোফোন ছিনিয়ে নিলে বাদানুবাদের সৃষ্টি হয়। পরবর্তীতে সকাল সাড়ে সাতটার দিকে জব্দকৃত চোরাচালানের পণ্য পরবর্তী বিজিবি সদস্যরা কৈখালী ক্যাম্পে নিয়ে যায়।
আব্দুস সাত্তার ও আবদুল কাদেরসহ গ্রামবাসীরা জানান, গত মঙ্গলবার সকালে সোরা এলাকায় রাস্তার পাশে কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখে তাঁরা। প্রায় একই সময়ে বিজিবি ও নৌপুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। তারপর উক্ত চোরাচালানের পণ্য আটক নিয়ে নৌ-পুলিশ ও বিজিবির এফএস অনাকাঙ্ক্ষিত বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে ইসমাইল হোসেন নৌ-পুলিশ ইনচার্জকে ডাকাত বললে সেখানে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন বিজিবি কর্মকর্তার নির্দেশে ওই পুলিশ কর্মকর্তার মুঠোফোন ফিরিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, উদ্ধারকৃত ৩০ পলিতে প্রায় ৬ লাখ গলদার রেণু রয়েছে। স্থানীয় চোরাচালান চক্র শ্যামনগরের বাইরে পাঠানোর জন্য সীমান্তবর্তী কৈখালী এলাকা দিয়ে আগের রাতে এসব রেণু নিয়ে আসে। উদ্ধারকৃত রেণুর বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলেও তাঁদের দাবি।
বিজিবি এফএসের সঙ্গে বাগ্বিতণ্ডার বিষয়ে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস বলেন, ‘রেণুভর্তি বস্তার ছবি ওঠাতে গেলে আমার ফোন ছিনিয়ে নেন ইসমাইল হোসেন। পরিচয়পত্র দেখানোর পরও আমাকে একপর্যায়ে ডাকাত বলেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন বিজিবি কর্মকর্তাকে জানিয়েছি।’
বিজিবির এফএস ইসমাইল হোসেন বলেন, ‘নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয়নি। আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে সব ভিত্তিহীন।’
এদিকে বিজিবি সূত্র নিশ্চিত করেছে, গতকাল মঙ্গলবার সোরা গ্রাম থেকে উদ্ধার হওয়া গলদার রেণুর বাজার মূল্য ১১ লাখ ২৫ হাজার টাকা। জব্দ তালিকা প্রস্তুতের পর তা কাস্টমস বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে।
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের রাস্তার পাশ থেকে ৫টি বস্তায় মোড়ানো ৩০ ব্যাগ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পরিত্যক্ত অবস্থায় বিজিবি উত্তর কৈখালী ক্যাম্পের সদস্যরা ওই চালান জব্দ করে।
এদিকে রায়নগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস পরিত্যক্ত বস্তাগুলোর ছবি নেওয়ার চেষ্টা করলে বিজিবির এফএস ইসমাইল হোসেন তাঁর মুঠোফোন ছিনিয়ে নিলে বাদানুবাদের সৃষ্টি হয়। পরবর্তীতে সকাল সাড়ে সাতটার দিকে জব্দকৃত চোরাচালানের পণ্য পরবর্তী বিজিবি সদস্যরা কৈখালী ক্যাম্পে নিয়ে যায়।
আব্দুস সাত্তার ও আবদুল কাদেরসহ গ্রামবাসীরা জানান, গত মঙ্গলবার সকালে সোরা এলাকায় রাস্তার পাশে কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখে তাঁরা। প্রায় একই সময়ে বিজিবি ও নৌপুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। তারপর উক্ত চোরাচালানের পণ্য আটক নিয়ে নৌ-পুলিশ ও বিজিবির এফএস অনাকাঙ্ক্ষিত বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে ইসমাইল হোসেন নৌ-পুলিশ ইনচার্জকে ডাকাত বললে সেখানে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন বিজিবি কর্মকর্তার নির্দেশে ওই পুলিশ কর্মকর্তার মুঠোফোন ফিরিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, উদ্ধারকৃত ৩০ পলিতে প্রায় ৬ লাখ গলদার রেণু রয়েছে। স্থানীয় চোরাচালান চক্র শ্যামনগরের বাইরে পাঠানোর জন্য সীমান্তবর্তী কৈখালী এলাকা দিয়ে আগের রাতে এসব রেণু নিয়ে আসে। উদ্ধারকৃত রেণুর বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলেও তাঁদের দাবি।
বিজিবি এফএসের সঙ্গে বাগ্বিতণ্ডার বিষয়ে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস বলেন, ‘রেণুভর্তি বস্তার ছবি ওঠাতে গেলে আমার ফোন ছিনিয়ে নেন ইসমাইল হোসেন। পরিচয়পত্র দেখানোর পরও আমাকে একপর্যায়ে ডাকাত বলেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন বিজিবি কর্মকর্তাকে জানিয়েছি।’
বিজিবির এফএস ইসমাইল হোসেন বলেন, ‘নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয়নি। আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে সব ভিত্তিহীন।’
এদিকে বিজিবি সূত্র নিশ্চিত করেছে, গতকাল মঙ্গলবার সোরা গ্রাম থেকে উদ্ধার হওয়া গলদার রেণুর বাজার মূল্য ১১ লাখ ২৫ হাজার টাকা। জব্দ তালিকা প্রস্তুতের পর তা কাস্টমস বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে