জামালপুর প্রতিনিধি
জামালপুর শহরের নয়াপাড়া পাঁচরাস্তা মোড়কে যানজটমুক্ত করতে এগিয়ে এসেছে পৌর কর্তৃপক্ষ। সে জন্য শেখেরভিটা এলাকায় অটো রিকশার স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এখন নির্ধারিত স্থান থেকে সিএনজিতে উঠতে হবে যাত্রীদের। শহরে যত্রতত্র দেখা যাবে না সিএনজি। জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু যানজট নিরসনে সিএনজি স্ট্যান্ড তৈরির এই উদ্যোগ নেন।
জানা গেছে, পৌর শহরের জনগুরুত্বপূর্ণ পাঁচরাস্তা মোড়ের দুই পাশে যত্রতত্রভাবে অসংখ্য সিএনজি গাড়ি পার্কিং করে রাখা হয়। ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীসহ ৪টি উপজেলা থেকে জামালপুর জেলা শহরে আসা সাধারণ মানুষকে। দীর্ঘ সময় যানজটে অতিষ্ঠ হয়ে ঘণ্টার পর ঘণ্টা চরম দুর্ভোগের শিকার হতে হয় তাদেরকে।
এলাকার প্রভাবশালী একটি চক্র শহরের গুরুত্বপূর্ণ পাঁচরাস্তার মোড়ে সিএনজি স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি করে আসছিল।
বিষয়টি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও রহস্যজনক কারণে বার বার পদক্ষেপ গ্রহণ করা হলেও রাস্তার মোড়ে স্ট্যান্ড সরানো পদক্ষেপ কোনোভাবেই বাস্তবায়ন করা যায়নি। এতে সবচেয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র-ছাত্রীদের।
জামালপুর শহরের পাঁচটি সংযোগ সড়কের মোড়ে সিএনজি স্ট্যান্ড থাকায় প্রতিটি রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। যার ফলে এই সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়।
জামালপুর পৌরসভা জনদুর্ভোগ নিরসনে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে সিএনজি স্ট্যান্ড সরানোর উদ্যোগ নেওয়ায় যানজট থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ। এ ছাড়া সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র-ছাত্রীরা যানজট মুক্ত হবে।
শহরের নয়াপাড়া এলাকার সাল্লাউদ্দিন বলেন, গত ১০-১২ বছর ধরে এই এলাকাটিতে যানজট হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড গরমে আটকে থাকতে হয় তাদেরকে। এর আগে পাঁচ রাস্তার মোড়কে যানজট নিরসনে প্রশাসনসহ পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি।
মোড়ের চারপাশে সিএনজি স্ট্যান্ড বসিয়ে জন সাধারণের চলাচলে দুর্ভোগ তৈরি করা হয়েছিল। এখান থেকে সিএনজি স্ট্যান্ড সরিয়ে নেওয়ার উদ্যোগ পৌর কর্তৃপক্ষের একটি দৃষ্টান্ত স্থাপন বলে মনে করছেন। আশেক মাহমুদ কলেজের ছাত্র আলী নূর বলেন, আমরা কলেজে যেতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতাম। এখন অনেক সুবিধা হবে।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, দীর্ঘ দিন পর পৌরসভার মেয়রের পাঁচরাস্তার মোড় থেকে অবৈধ সিএনজি স্ট্যান্ডটি সরিয়ে নেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। শহরের এই গুরুত্বপূর্ণ মোড় দিয়ে চলাচল করা যেত না। রোগী নিয়ে এই সড়ক ব্যবহার করলেই মহাবিপদে পড়তে হয়েছে। জেলার ৪টি উপজেলার মানুষের শহরে প্রবেশে মুখ এই মোড়। এখানে একটি মহলের ছত্রচ্ছায়ায় সিএনজি স্ট্যান্ডটি করা হয়েছিল। এ নিয়ে জেলার সর্বোচ্চ ফোরামে দাবি করা হলেও কোনো কাজ হয়নি।
জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, পৌরসভার নাগরিক সুবিধা দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শুধু পাঁচরাস্তার মোড় নয় শহরের কয়েকটি স্থানে অবৈধ সিএনজি স্ট্যান্ড আমার নজরে এসেছে।
এদের কারণে শহরে যানজটে নাকাল হতে হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার মোড়ে মোড়ে সব স্ট্যান্ড সরিয়ে দেওয়া হবে। এখন থেকে বিভিন্ন লাইনের সকল সিএনজি স্ট্যান্ডে অবস্থান করবে এবং বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। কোনোভাবেই সিএনজি শহরে আসতে পারবে না। পৌরবাসী এবং শহরে আসা সাধারণ মানুষ এখন যানজট থেকে অনেকটা মুক্ত থাকবেন বলে তিনি জানিয়েছেন।
জামালপুর শহরের নয়াপাড়া পাঁচরাস্তা মোড়কে যানজটমুক্ত করতে এগিয়ে এসেছে পৌর কর্তৃপক্ষ। সে জন্য শেখেরভিটা এলাকায় অটো রিকশার স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এখন নির্ধারিত স্থান থেকে সিএনজিতে উঠতে হবে যাত্রীদের। শহরে যত্রতত্র দেখা যাবে না সিএনজি। জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু যানজট নিরসনে সিএনজি স্ট্যান্ড তৈরির এই উদ্যোগ নেন।
জানা গেছে, পৌর শহরের জনগুরুত্বপূর্ণ পাঁচরাস্তা মোড়ের দুই পাশে যত্রতত্রভাবে অসংখ্য সিএনজি গাড়ি পার্কিং করে রাখা হয়। ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীসহ ৪টি উপজেলা থেকে জামালপুর জেলা শহরে আসা সাধারণ মানুষকে। দীর্ঘ সময় যানজটে অতিষ্ঠ হয়ে ঘণ্টার পর ঘণ্টা চরম দুর্ভোগের শিকার হতে হয় তাদেরকে।
এলাকার প্রভাবশালী একটি চক্র শহরের গুরুত্বপূর্ণ পাঁচরাস্তার মোড়ে সিএনজি স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি করে আসছিল।
বিষয়টি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও রহস্যজনক কারণে বার বার পদক্ষেপ গ্রহণ করা হলেও রাস্তার মোড়ে স্ট্যান্ড সরানো পদক্ষেপ কোনোভাবেই বাস্তবায়ন করা যায়নি। এতে সবচেয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র-ছাত্রীদের।
জামালপুর শহরের পাঁচটি সংযোগ সড়কের মোড়ে সিএনজি স্ট্যান্ড থাকায় প্রতিটি রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। যার ফলে এই সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়।
জামালপুর পৌরসভা জনদুর্ভোগ নিরসনে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে সিএনজি স্ট্যান্ড সরানোর উদ্যোগ নেওয়ায় যানজট থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ। এ ছাড়া সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র-ছাত্রীরা যানজট মুক্ত হবে।
শহরের নয়াপাড়া এলাকার সাল্লাউদ্দিন বলেন, গত ১০-১২ বছর ধরে এই এলাকাটিতে যানজট হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড গরমে আটকে থাকতে হয় তাদেরকে। এর আগে পাঁচ রাস্তার মোড়কে যানজট নিরসনে প্রশাসনসহ পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি।
মোড়ের চারপাশে সিএনজি স্ট্যান্ড বসিয়ে জন সাধারণের চলাচলে দুর্ভোগ তৈরি করা হয়েছিল। এখান থেকে সিএনজি স্ট্যান্ড সরিয়ে নেওয়ার উদ্যোগ পৌর কর্তৃপক্ষের একটি দৃষ্টান্ত স্থাপন বলে মনে করছেন। আশেক মাহমুদ কলেজের ছাত্র আলী নূর বলেন, আমরা কলেজে যেতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতাম। এখন অনেক সুবিধা হবে।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, দীর্ঘ দিন পর পৌরসভার মেয়রের পাঁচরাস্তার মোড় থেকে অবৈধ সিএনজি স্ট্যান্ডটি সরিয়ে নেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। শহরের এই গুরুত্বপূর্ণ মোড় দিয়ে চলাচল করা যেত না। রোগী নিয়ে এই সড়ক ব্যবহার করলেই মহাবিপদে পড়তে হয়েছে। জেলার ৪টি উপজেলার মানুষের শহরে প্রবেশে মুখ এই মোড়। এখানে একটি মহলের ছত্রচ্ছায়ায় সিএনজি স্ট্যান্ডটি করা হয়েছিল। এ নিয়ে জেলার সর্বোচ্চ ফোরামে দাবি করা হলেও কোনো কাজ হয়নি।
জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, পৌরসভার নাগরিক সুবিধা দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শুধু পাঁচরাস্তার মোড় নয় শহরের কয়েকটি স্থানে অবৈধ সিএনজি স্ট্যান্ড আমার নজরে এসেছে।
এদের কারণে শহরে যানজটে নাকাল হতে হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার মোড়ে মোড়ে সব স্ট্যান্ড সরিয়ে দেওয়া হবে। এখন থেকে বিভিন্ন লাইনের সকল সিএনজি স্ট্যান্ডে অবস্থান করবে এবং বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। কোনোভাবেই সিএনজি শহরে আসতে পারবে না। পৌরবাসী এবং শহরে আসা সাধারণ মানুষ এখন যানজট থেকে অনেকটা মুক্ত থাকবেন বলে তিনি জানিয়েছেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে