বাসাইল প্রতিনিধি
বাসাইলে বোরো ধানের ভরা মৌসুমে উঠতি ফসল নষ্ট করে রাস্তার ধারের কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ উঠেছে পৌরসভার এক কমিশনারের বিরুদ্ধে। ধানখেতের থোর-ধান নষ্ট করে রাস্তার মাটি কেটে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
জানা গেছে, রাস্তা নির্মাণের ওই প্রকল্পের টেন্ডারের কাজে পিডির অনুমোদন, ওয়ার্ক অর্ডারসহ আনুষঙ্গিক কাজ এখনো প্রক্রিয়াধীন। প্রকল্পের অফিশিয়াল প্রক্রিয়া শেষে বাস্তবায়নের কার্যক্রম শুরু করলে তত দিনে কৃষকের ধান ঘরে উঠে যেত। তখন আর জমির ধান নষ্ট করে রাস্তার মাটি কাটা লাগত না। এতে কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হতেন না।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, তাঁদের জমি থেকে মাটি কাটতে নিষেধ করলে হামলা-মামলা, পুলিশি হয়রানিসহ নানা ভয়ভীতি দেখান ওই কমিশনার। মাটি কাটার বিষয়টি নিয়ে পৌরসভা অথবা অন্য কোথাও অভিযোগ দিলে তাঁদের দেখে নেওয়ারও হুমকি দেন বলে অভিযোগ করেন কৃষকেরা।
পৌরসভা এবং ওই ওয়ার্ডবাসী সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ তারিখে ‘টি-টেন’ প্রকল্পের আওতায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বর্ণীকিশোরী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সেতু থেকে আকতারের বাড়ি পর্যন্ত ৩০০ মিটার কাঁচা রাস্তায় মাটি ফেলে দুই পাশে ১০ ইঞ্চি গাইডওয়ালসহ ‘এইচবিবি’ কাজের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কাজটির ব্যয় ধরা হয় ৩১ লাখ ৪৫ হাজার টাকা।
৯ নম্বর ওয়ার্ড কমিশনার এরশাদের ভাতিজা মো. আরিফ মিয়ার মালিকানাধীন মেসার্স শারমিন এন্টারপ্রাইজ কাজটি পায়। আর কাজটি সম্পন্ন করার দায়িত্ব নেন কমিশনার নিজেই। মাটি না দিলে তাঁদের বিরুদ্ধে সরকার বাদী মামলা দেওয়া হবে। এর কয়েক দিন পর থেকেই রাস্তার পাশের খেতের ধান নষ্ট করে মাটি কাটার যন্ত্র (ভেকু) বসিয়ে মাটি কাটা শুরু করা হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রশিদ, আবুল হোসেন, শহীদ খান ও সাজু মিয়া বলেন, ‘আমরা দরিদ্র কৃষক। অনেক খরচ কইরা খেতে আবাদ করেছি। সেই খেতের ধানসহ মাটি কাইটা নিছে। এই জমির ধান থেকে আমাদের সারা বছরের খরচ চলে। কয়টা দিন পরে মাটি কাটলেই আমাদের এত বড় ক্ষতি হতো না। আমরা এর ক্ষতিপূরণ চাই।’
এ ব্যাপারে অভিযুক্ত ওয়ার্ড কমিশনার এরশাদ আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে কথা বলতে গেলে কৌশলে সরে যান তিনি। পরে তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে কলটি কেটে দেন।
তবে এ বিষয়ে বাসাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার বলেন, ‘আমরা ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা করতে পারব না। তবে ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করতে পারেন। ইউএনও নির্দেশ দিলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দেওয়া হবে।’
পৌরসভার প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোশারফ হোসেন বলেন, ‘বোরো ধানের জমি থেকে ধানসহ কে বা কারা মাটি কেটেছে, জানি না। মাটি কাটার সঙ্গে টেন্ডারের প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। টেন্ডারে শারমিন এন্টারপ্রাইজ লটারিতে উইনার হয়েছে। নিয়মানুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাগজপত্র পাঠানো হয়েছে। এর আগেই কেউ যদি মাটি কাটে, সেটা তার ব্যাপার। আমরা জানি না।’
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ বলেন, ‘বোরো ধানসহ জমির মাটি কেটে নেওয়ার বিষয়ে কোনো অভিযোগ এখনো পাইনি। তা ছাড়া আমরা কোনো ওয়ার্ক অর্ডারও দিইনি। কোনো রাস্তায় যদি কেউ অনুমতি ছাড়া মাটি ফেলে, এটা তার ব্যক্তিগত ব্যাপার।’
ইউএনও নাহিদা পারভীন বলেন, ‘এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। পৌর মেয়রের সঙ্গে কথা বলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।’
টাঙ্গাইলের ১০টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ওই প্রকল্পের কার্যাদেশই এখনো দেওয়া হয়নি।
বাসাইলে বোরো ধানের ভরা মৌসুমে উঠতি ফসল নষ্ট করে রাস্তার ধারের কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ উঠেছে পৌরসভার এক কমিশনারের বিরুদ্ধে। ধানখেতের থোর-ধান নষ্ট করে রাস্তার মাটি কেটে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
জানা গেছে, রাস্তা নির্মাণের ওই প্রকল্পের টেন্ডারের কাজে পিডির অনুমোদন, ওয়ার্ক অর্ডারসহ আনুষঙ্গিক কাজ এখনো প্রক্রিয়াধীন। প্রকল্পের অফিশিয়াল প্রক্রিয়া শেষে বাস্তবায়নের কার্যক্রম শুরু করলে তত দিনে কৃষকের ধান ঘরে উঠে যেত। তখন আর জমির ধান নষ্ট করে রাস্তার মাটি কাটা লাগত না। এতে কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হতেন না।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, তাঁদের জমি থেকে মাটি কাটতে নিষেধ করলে হামলা-মামলা, পুলিশি হয়রানিসহ নানা ভয়ভীতি দেখান ওই কমিশনার। মাটি কাটার বিষয়টি নিয়ে পৌরসভা অথবা অন্য কোথাও অভিযোগ দিলে তাঁদের দেখে নেওয়ারও হুমকি দেন বলে অভিযোগ করেন কৃষকেরা।
পৌরসভা এবং ওই ওয়ার্ডবাসী সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ তারিখে ‘টি-টেন’ প্রকল্পের আওতায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বর্ণীকিশোরী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সেতু থেকে আকতারের বাড়ি পর্যন্ত ৩০০ মিটার কাঁচা রাস্তায় মাটি ফেলে দুই পাশে ১০ ইঞ্চি গাইডওয়ালসহ ‘এইচবিবি’ কাজের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কাজটির ব্যয় ধরা হয় ৩১ লাখ ৪৫ হাজার টাকা।
৯ নম্বর ওয়ার্ড কমিশনার এরশাদের ভাতিজা মো. আরিফ মিয়ার মালিকানাধীন মেসার্স শারমিন এন্টারপ্রাইজ কাজটি পায়। আর কাজটি সম্পন্ন করার দায়িত্ব নেন কমিশনার নিজেই। মাটি না দিলে তাঁদের বিরুদ্ধে সরকার বাদী মামলা দেওয়া হবে। এর কয়েক দিন পর থেকেই রাস্তার পাশের খেতের ধান নষ্ট করে মাটি কাটার যন্ত্র (ভেকু) বসিয়ে মাটি কাটা শুরু করা হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রশিদ, আবুল হোসেন, শহীদ খান ও সাজু মিয়া বলেন, ‘আমরা দরিদ্র কৃষক। অনেক খরচ কইরা খেতে আবাদ করেছি। সেই খেতের ধানসহ মাটি কাইটা নিছে। এই জমির ধান থেকে আমাদের সারা বছরের খরচ চলে। কয়টা দিন পরে মাটি কাটলেই আমাদের এত বড় ক্ষতি হতো না। আমরা এর ক্ষতিপূরণ চাই।’
এ ব্যাপারে অভিযুক্ত ওয়ার্ড কমিশনার এরশাদ আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে কথা বলতে গেলে কৌশলে সরে যান তিনি। পরে তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে কলটি কেটে দেন।
তবে এ বিষয়ে বাসাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার বলেন, ‘আমরা ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা করতে পারব না। তবে ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করতে পারেন। ইউএনও নির্দেশ দিলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দেওয়া হবে।’
পৌরসভার প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোশারফ হোসেন বলেন, ‘বোরো ধানের জমি থেকে ধানসহ কে বা কারা মাটি কেটেছে, জানি না। মাটি কাটার সঙ্গে টেন্ডারের প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। টেন্ডারে শারমিন এন্টারপ্রাইজ লটারিতে উইনার হয়েছে। নিয়মানুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাগজপত্র পাঠানো হয়েছে। এর আগেই কেউ যদি মাটি কাটে, সেটা তার ব্যাপার। আমরা জানি না।’
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ বলেন, ‘বোরো ধানসহ জমির মাটি কেটে নেওয়ার বিষয়ে কোনো অভিযোগ এখনো পাইনি। তা ছাড়া আমরা কোনো ওয়ার্ক অর্ডারও দিইনি। কোনো রাস্তায় যদি কেউ অনুমতি ছাড়া মাটি ফেলে, এটা তার ব্যক্তিগত ব্যাপার।’
ইউএনও নাহিদা পারভীন বলেন, ‘এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। পৌর মেয়রের সঙ্গে কথা বলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।’
টাঙ্গাইলের ১০টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ওই প্রকল্পের কার্যাদেশই এখনো দেওয়া হয়নি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে