জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২২, ০৬: ৪৮
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৪: ০৩

নীলফামারীর সৈয়দপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে পরিদর্শন বাংলোর (আইবি) ভাড়া পরিশোধে অনিয়মের অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তা বদলি হয়ে চলে যাওয়ার প্রাক্কালে মাত্র ২৮ দিনের অবস্থান দেখিয়ে সরকারি কোষাগারে জমা দেন ২০০ টাকা হারে ৫ হাজার ৬০০ টাকা। গতকাল সোমবার তিনি সৈয়দপুর অফিসের দায়িত্ব হস্তান্তর করেন। আজ মঙ্গলবার তাঁর দিনাজপুরের কাহারোল উপজেলা জনস্বাস্থ্য অফিসের যোগদান করার কথা রয়েছে।

উপসহকারী প্রকৌশলী আবদুস সালাম আইবিতে অবস্থানের কথা স্বীকার করে আজকের পত্রিকাকে জানান, অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর মৌখিক নির্দেশে আইবি দেখভালের জন্য সেখানে থাকতেন তিনি। তারপরও যেহেতু অফিসের বিদ্যুৎ খরচ করেছেন সে জন্য ২৮ দিন অবস্থান বাবদ ২০০ টাকা হারে সরকারি কোষাগারে জমা দিয়েছেন বলে জানান তিনি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন আজকের পত্রিকা জানান, ওই কর্মকর্তা পরিদর্শন বাংলোতে অবস্থান করেছেন তা রেজিস্ট্রারে অবশ্যই উল্লেখ রয়েছে। তবে রাতযাপনের ভাড়ার পরিমাণ সঠিক জানা নেই। ১৩ মাস পর ২৮ দিনের ভাড়া পরিশোধের বিষয়ে জানতে চাইলে তিনি তা অবগত নন বলে জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, আবদুস সালাম নীলফামারীর সৈয়দপুরে উপসহকারী প্রকৌশলী পদে গত ২০১৯ সালের ১৯ জুন যোগ দেন। এরপর থেকে ওই ব্যাচেলর কর্মকর্তা নিজের ক্ষমতা দেখিয়ে সরকারি অফিসের আইবিতে থাকতেন। দুই বছর আট মাস অফিস ভবনের দ্বিতল পরিদর্শন বাংলোর (আইবি) একটি কক্ষে অবস্থান করেন। বিদ্যুৎ ও পানিসহ সব সুযোগ-সুবিধাও ব্যবহার করেন। এতে প্রতি মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। যার পুরোটাই পরিশোধ হতো সরকারি দপ্তরের বরাদ্দের অর্থে। অথচ ওই কর্মকর্তা বাড়ি ভাড়া বাবদ উত্তোলন করেছেন সোয়া দুই লাখ টাকার বেশি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত