সরকারি কাজে ‘সহযোগিতা’ করায় যুবকের ওপর হামলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২২, ০৬: ১৩
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৯: ১৩

চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি কাজে সহযোগিতা করার অভিযোগে হোসাইন নুর সিকদার নামের এক ব্যক্তির ওপর হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার আহতের ভাই আবু সালেহ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় মামলা করেছেন। আহত হোসেন নুর বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছ।

এজাহার সূত্রে জানা গেছে, বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় সরকারি বেড়িবাঁধের মাটি কেটে ট্রাকযোগে বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে একটি মাটির কাটার খননযন্ত্র ও একটি ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনার সংবাদদাতা সন্দেহ করা হয় হোসেন নুরকে।

অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত সদস্যরা তার ওপর ক্ষিপ্ত হয়ে গত সোমবার সন্ধ্যায় স্থানীয় বাংলা বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন লোহার রড দিয়ে তার ওপর হামলা চালালে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে স্বজনেরা তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় বুধবার আহতের ভাই আবু সালেহ বাদী হয়ে ৪ জন নাম উল্লেখ করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, সরকারি কাজে সহযোগিতা করায় এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত