ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসনে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে এ অভিযান শুরু হয়।
জেলা শহরের প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট। লাইসেন্সবিহীন কোনো পরিবহন জেলা শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না পেলে সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে মামলা। জেলা পুলিশ বলছে তাদের এ অভিযান চলবে।
এতে প্রথম দিনই ৩৮টি মামলা দেয় পুলিশ। এ ছাড়া যত্রতত্র অবৈধ পার্কিংয়ের দায়ে ১২টি গাড়ি রেকার দিয়ে অপসারণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশও একযোগে কাজ করছে এ অভিযানে।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অধীনে ১ ও ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ি সড়কের পাশে ফুটপাতের অবৈধ দখল অপসারণে কাজ শুরু করেছে। ফলে বুধবার দুপুরের পর থেকে অনেকটা কমই যানজট দেখা গেছে জেলা শহরে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা থেকে কাউতুলি পর্যন্ত প্রতিদিন তীব্র যানজট হয়। ফলে নির্ধারিত সময়ে শহরবাসী গন্তব্যস্থলে পৌঁছতে পারেন না। এ ছাড়া জেলা শহরের প্রধান সড়কগুলোর দুই পাশ ও ফুটপাত দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে সড়কে যানজট আরও তীব্র হয় প্রতিদিন। এ ছাড়া দিনের বেলা বিভিন্ন জেলা শহরের যানবাহন প্রবেশ করে আরও যানজট সৃষ্টি করে। এ সব কারণে জেলা শহরে দীর্ঘ সময় জুড়ে যানজট লেগেই থাকে। এ ব্যাপারে শহরের বাসিন্দারা নানান অভিযোগ তোলেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে।
তবে গতকাল নতুন অভিজ্ঞতা হওয়ার কথা বলে আবু হানিফ নামে একজন বলেন, যানজট ছাড়াই কুমারশীল মোড় থেকে কাউতুলি চলে আসলাম।
আয়েশা খানম নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, প্রতিদিন মেয়েকে নিয়ে স্কুলে যেতে যানজটে কবলে পড়তে হয়। তবে আজ পড়তে হয়নি।
বারেক মিয়া নামে এক ব্যবসায়ী অবশ্য মন্তব্য করেন, এই অভিযান যত দিন আছে, তত দিন যানজট কম থাকবে। শেষ হলে আবার যানজট থাকবে।
শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. রহুল আমিন বলেন, ‘যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। জেলা শহরে সড়কে যানজটের অন্যতম কারণ ফুটপাত দখল। কোনো ভাবেই সড়ক ও ফুটপাত দখল করা যাবে না।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ বলেন, ‘যানজট নিরসনে জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। আমরা কাজ করে যাচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে।’
ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসনে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে এ অভিযান শুরু হয়।
জেলা শহরের প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট। লাইসেন্সবিহীন কোনো পরিবহন জেলা শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না পেলে সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে মামলা। জেলা পুলিশ বলছে তাদের এ অভিযান চলবে।
এতে প্রথম দিনই ৩৮টি মামলা দেয় পুলিশ। এ ছাড়া যত্রতত্র অবৈধ পার্কিংয়ের দায়ে ১২টি গাড়ি রেকার দিয়ে অপসারণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশও একযোগে কাজ করছে এ অভিযানে।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অধীনে ১ ও ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ি সড়কের পাশে ফুটপাতের অবৈধ দখল অপসারণে কাজ শুরু করেছে। ফলে বুধবার দুপুরের পর থেকে অনেকটা কমই যানজট দেখা গেছে জেলা শহরে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা থেকে কাউতুলি পর্যন্ত প্রতিদিন তীব্র যানজট হয়। ফলে নির্ধারিত সময়ে শহরবাসী গন্তব্যস্থলে পৌঁছতে পারেন না। এ ছাড়া জেলা শহরের প্রধান সড়কগুলোর দুই পাশ ও ফুটপাত দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে সড়কে যানজট আরও তীব্র হয় প্রতিদিন। এ ছাড়া দিনের বেলা বিভিন্ন জেলা শহরের যানবাহন প্রবেশ করে আরও যানজট সৃষ্টি করে। এ সব কারণে জেলা শহরে দীর্ঘ সময় জুড়ে যানজট লেগেই থাকে। এ ব্যাপারে শহরের বাসিন্দারা নানান অভিযোগ তোলেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে।
তবে গতকাল নতুন অভিজ্ঞতা হওয়ার কথা বলে আবু হানিফ নামে একজন বলেন, যানজট ছাড়াই কুমারশীল মোড় থেকে কাউতুলি চলে আসলাম।
আয়েশা খানম নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, প্রতিদিন মেয়েকে নিয়ে স্কুলে যেতে যানজটে কবলে পড়তে হয়। তবে আজ পড়তে হয়নি।
বারেক মিয়া নামে এক ব্যবসায়ী অবশ্য মন্তব্য করেন, এই অভিযান যত দিন আছে, তত দিন যানজট কম থাকবে। শেষ হলে আবার যানজট থাকবে।
শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. রহুল আমিন বলেন, ‘যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। জেলা শহরে সড়কে যানজটের অন্যতম কারণ ফুটপাত দখল। কোনো ভাবেই সড়ক ও ফুটপাত দখল করা যাবে না।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ বলেন, ‘যানজট নিরসনে জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। আমরা কাজ করে যাচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে