রাজশাহী প্রতিনিধি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর বলেন, ‘আপনারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের মাঝে সেবা পৌঁছে দেন। দ্রুততম সময়ে দুর্ঘটনা স্থানে পৌঁছাতে হয়। এ মহৎ কাজক অর্থ দিয়ে মূল্যায়ন করা যায় না।’
গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করে বিভাগীয় কমিশনার এ মন্তব্য করেন।
সারা দেশের মতো রাজশাহীতেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হচ্ছে। রাজশাহী সদর স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর প্রধান অতিথি ছিলেন। এ বছরের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘আগের চেয়ে এখন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা অনেক বেড়েছে। ভবিষ্যতে যুগোপযোগী ও আধুনিক উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, জনবলও বাড়বে।’ রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এ বি এম মমতাজ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন। আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের অংশগ্রহণে মহড়া প্রদর্শিত হয়।
চারঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দেন চারঘাট ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক, সাব অফিসার আবুল কাসেম প্রমুখ।
বাগমারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন। সিনিয়র ফায়ার ফাইটার হায়দার আলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার নজরুল ইসলাম।
এবারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হবে আগামী বুধবার পর্যন্ত।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর বলেন, ‘আপনারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের মাঝে সেবা পৌঁছে দেন। দ্রুততম সময়ে দুর্ঘটনা স্থানে পৌঁছাতে হয়। এ মহৎ কাজক অর্থ দিয়ে মূল্যায়ন করা যায় না।’
গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করে বিভাগীয় কমিশনার এ মন্তব্য করেন।
সারা দেশের মতো রাজশাহীতেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হচ্ছে। রাজশাহী সদর স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর প্রধান অতিথি ছিলেন। এ বছরের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘আগের চেয়ে এখন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা অনেক বেড়েছে। ভবিষ্যতে যুগোপযোগী ও আধুনিক উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, জনবলও বাড়বে।’ রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এ বি এম মমতাজ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন। আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের অংশগ্রহণে মহড়া প্রদর্শিত হয়।
চারঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দেন চারঘাট ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক, সাব অফিসার আবুল কাসেম প্রমুখ।
বাগমারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন। সিনিয়র ফায়ার ফাইটার হায়দার আলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার নজরুল ইসলাম।
এবারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হবে আগামী বুধবার পর্যন্ত।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে