Ajker Patrika

কেন্দুয়ায় আ.লীগ থেকে ১৫ ‘বিদ্রোহী’ বহিষ্কার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৪০
কেন্দুয়ায় আ.লীগ থেকে ১৫ ‘বিদ্রোহী’ বহিষ্কার

নেত্রকোনার কেন্দুয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ১৫ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত রোববার উপজেলা আওয়ামী লীগ তাঁদের বহিষ্কার করে। একই সঙ্গে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের মাধ্যমে দলের কেন্দ্রীয়ে সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন আশুজিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের, চেয়ারম্যান প্রার্থী আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, রোয়াইলবাড়ি ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এসএম ইকবাল রুমী ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, গন্ডা ইউপির চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম এবং বলাইশিমুল ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুর রহমান। দলপা ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান খান পাঠান, গন্দা ইউপিতে চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম আকন্দ, বলাইশিমুল ইউপিতে ইয়ার খান, নওপাড়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম ও সারোয়ার জাহান কাওসার, কান্দিপাড়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মাহাবুব আলম, চিরাং ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহম্মদ এবং পাইকুড়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবীর চৌধুরী ও রফিকুল ইসলাম খান।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুল করিম মামুন দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউপি নির্বাচনে অংশ নেওয়া তাঁদের বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কারের সিদ্ধান্ত-সংক্রান্ত চিঠির অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি উপজেলার ১৩টি ইউপিতে ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত