৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ২০
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩১

৫ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিড়ি শ্রমিকেরা। জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে চেম্বার অব কমার্স সংলগ্ন নাজির মহল্লার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি লোকমান হাকিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিড়ি শ্রমিক নেতা শাহিন হাওলাদার, সুমন সাহা, ফারহাদ হোসেন, সোহাগ মিয়া প্রমুখ।

বিড়িশ্রমিকদের দাবিগুলো হচ্ছে, বাজেটে বিড়ির ওপর শুল্ক কমানো, অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, পরিদর্শন ছাড়া বিড়ি কারখানার লাইসেন্স না দেওয়া, আইনি প্রক্রিয়ায় নকল বিড়ি বন্ধে পদক্ষেপ নেওয়া এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিক ও মালিকদের সুরক্ষা আইন প্রণয়ন করা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশীয় প্রযুক্তি নির্ভর শিল্প হচ্ছে বিড়ি। অথচ বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে বৈষম্যমূলকভাবে এ শিল্প ধ্বংস করা হচ্ছে। এ শিল্প রক্ষায় ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শ্রমিকেরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত