মনোনয়নপত্র জমা শেষ আজ

গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ০৭: ৩৩
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ২৪

গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। সময় ঘনিয়ে আসায় গত কয়েক দিন ধরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে উপজেলা পরিষদ চত্বরে প্রার্থী ও সমর্থকদের ভিড় থাকছে চোখে পড়ার মতো।

গতকাল বুধবারও সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থী ও সমর্থকেরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। প্রার্থীদের অনেকেই মোটরসাইকেল মহড়া আবার কেউবা গাড়ির বহর নিয়ে আসেন মনোনয়নপত্র জমা দিতে।

ঘোষিত তফসিল অনুযায়ী গত ১০ নভেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহ চলছে। ইতিমধ্যে অধিকাংশ প্রার্থী মনোনয়নপত্র জমা শেষ করেছেন। সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন আব্দুল্লাহ গতকাল মনোনয়নপত্র জমা দেন। কেউ কেউ আজ শেষ দিনে জমা দেবেন।

কথা হয় নোহালী ইউনিয়ন থেকে আসা সমছের আলীর সঙ্গে। তিনি জানান, তিনি এসেছেন মনোনয়নপত্র জমা দেওয়া দেখতে।

কোলকোন্দ ইউনিয়ন থেকে আসা আরজিনা বেগমের ছেলে অনিক বলেন, ‘আমার মায়ের জন্য সংরক্ষিত নারী সদস্য পদের মনোনয়ন ফরম কিনলাম। আগামীকাল (বৃহস্পতিবার) মনোনয়নপত্র দাখিল করব ইনশা আল্লাহ।’

উপজেলা পরিষদ চত্বরে লক্ষ্মীটারী ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল হাদীর সঙ্গে কথা হলে তিনি জানান, তিনিও বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৯ ইউপি নির্বাচনের জন্য চারজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন নোহালী ও আলমবিদিতর ইউনিয়নের জন্য উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, বেতগাড়ী ও লক্ষ্মীটারী ইউনিয়নের জন্য উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সোহাগ, গঙ্গাচড়া সদর ও মর্নেয়া ইউনিয়নের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম এবং বড়বিল, কোলকেন্দ ও গজঘণ্টা ইউনিয়নের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা আইনুল হক।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আইনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার ৯টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদের জন্য ৪৫, সংরক্ষিত সদস্য পদের জন্য ২৪৯ ও সাধারণ সদস্য পদের জন্য ৪৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত