বেলা ১টা বাজলেই স্কুল ছুটি

শিমুল চৌধুরী, ভোলা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২২, ০৬: ৫৯
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১০: ২৫

ভোলার মনপুরা উপজেলার কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা একটা বাজলেই পড়ে ছুটির ঘণ্টা। বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, বর্ষা মৌসুমে দুপুরের পর নদীর পানিতে ডুবে যায় পথঘাট। তখন শিক্ষার্থীদের বাড়ি যেতে সমস্যা হয়। তাই সরকারের বেঁধে দেওয়া সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়া হচ্ছে। বেলা একটার পরে স্কুলে আর কোনো পাঠদান করা হয় না বলে জানান বিদ্যালয়ের শিক্ষকেরা। সরকারের নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটির ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, সরকারের বেঁধে দেওয়া সময়ের আগে কোনো বিদ্যালয় ছুটি দেওয়ার বিধান নেই।

গত ২৮ মার্চ সোমবার বেলা ১টার দিকে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম সাইক্লোন শেল্টারে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষে তালা ঝুলছে। তালা ঝুলছে বিদ্যালয়ের দোতলায় ওঠার প্রধান ফটকেও। স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তাঁরা জানান, স্কুল ছুটি হয়ে গেছে। নিয়মিতভাবে এ সময়েই ছুটি হয়ে থাকে।

পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে একই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা যে যার মতো করে দৌড়াদৌড়ি আর খেলাধুলা করছে। তখনো বিদ্যালয়ে কোনো শিক্ষক আসেননি। এ সময় কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তারা জানায়, সকাল ৯টার মধ্যে তারা স্কুলে আসে। কিন্তু স্যাররা আসেন ১০টার পর। এ সময় শিক্ষার্থীরা স্কুলের মাঠেই খেলাধুলা করে থাকে। আর জোহরের আজান দিলেই স্কুল ছুটি হয়ে যায় বলে জানায় শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে আসেন সহকারী শিক্ষক মো. শরিফসহ ২ জন সহকারী শিক্ষক।

সহকারী শিক্ষক মো. শরিফ বলেন, ‘বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে এ চরের অধিকাংশ এলাকা ডুবে যায়। তখন শিক্ষার্থীদের বাড়ি ফিরতে সমস্যা হয়। তাই, সরকার নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি হয়ে যায়।’

এ বিষয়ে একাধিক অভিভাবকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, সকাল ১০টায় ছেলে-মেয়েরা বিদ্যালয়ে গিয়ে আবার ১টা বাজতে না বাজতেই চলে আসে। এই তিন ঘণ্টায় কী ক্লাস হয় তা তাঁদের বোধগম্য নয়। শিক্ষকদের এ বিষয়ে জিজ্ঞেস করলে তাঁরা সেভাবে আমলে নেন না। বাধ্য হয়েই ছেলে-মেয়েরা কোচিং-নির্ভর হয়ে পড়েছে।

এ বিষয়ে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, আসলে জোহরের আজানের সঙ্গে সঙ্গে স্কুল ছুটির নিয়ম নেই। তবে ২৯ মার্চ একটি অনুষ্ঠান ছিল। হয়তো সে জন্য আগের দিন সহকারী শিক্ষকেরা আগেভাগে স্কুল ছুটি দিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার গতকাল শনিবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘মনপুরার কলাতলী চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কেন বেলা ১টায় ছুটি হয়ে যায়, সেটা খোঁজ নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত