শিমুল চৌধুরী, ভোলা
ভোলার মনপুরা উপজেলার কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা একটা বাজলেই পড়ে ছুটির ঘণ্টা। বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, বর্ষা মৌসুমে দুপুরের পর নদীর পানিতে ডুবে যায় পথঘাট। তখন শিক্ষার্থীদের বাড়ি যেতে সমস্যা হয়। তাই সরকারের বেঁধে দেওয়া সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়া হচ্ছে। বেলা একটার পরে স্কুলে আর কোনো পাঠদান করা হয় না বলে জানান বিদ্যালয়ের শিক্ষকেরা। সরকারের নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটির ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, সরকারের বেঁধে দেওয়া সময়ের আগে কোনো বিদ্যালয় ছুটি দেওয়ার বিধান নেই।
গত ২৮ মার্চ সোমবার বেলা ১টার দিকে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম সাইক্লোন শেল্টারে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষে তালা ঝুলছে। তালা ঝুলছে বিদ্যালয়ের দোতলায় ওঠার প্রধান ফটকেও। স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তাঁরা জানান, স্কুল ছুটি হয়ে গেছে। নিয়মিতভাবে এ সময়েই ছুটি হয়ে থাকে।
পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে একই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা যে যার মতো করে দৌড়াদৌড়ি আর খেলাধুলা করছে। তখনো বিদ্যালয়ে কোনো শিক্ষক আসেননি। এ সময় কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তারা জানায়, সকাল ৯টার মধ্যে তারা স্কুলে আসে। কিন্তু স্যাররা আসেন ১০টার পর। এ সময় শিক্ষার্থীরা স্কুলের মাঠেই খেলাধুলা করে থাকে। আর জোহরের আজান দিলেই স্কুল ছুটি হয়ে যায় বলে জানায় শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে আসেন সহকারী শিক্ষক মো. শরিফসহ ২ জন সহকারী শিক্ষক।
সহকারী শিক্ষক মো. শরিফ বলেন, ‘বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে এ চরের অধিকাংশ এলাকা ডুবে যায়। তখন শিক্ষার্থীদের বাড়ি ফিরতে সমস্যা হয়। তাই, সরকার নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি হয়ে যায়।’
এ বিষয়ে একাধিক অভিভাবকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, সকাল ১০টায় ছেলে-মেয়েরা বিদ্যালয়ে গিয়ে আবার ১টা বাজতে না বাজতেই চলে আসে। এই তিন ঘণ্টায় কী ক্লাস হয় তা তাঁদের বোধগম্য নয়। শিক্ষকদের এ বিষয়ে জিজ্ঞেস করলে তাঁরা সেভাবে আমলে নেন না। বাধ্য হয়েই ছেলে-মেয়েরা কোচিং-নির্ভর হয়ে পড়েছে।
এ বিষয়ে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, আসলে জোহরের আজানের সঙ্গে সঙ্গে স্কুল ছুটির নিয়ম নেই। তবে ২৯ মার্চ একটি অনুষ্ঠান ছিল। হয়তো সে জন্য আগের দিন সহকারী শিক্ষকেরা আগেভাগে স্কুল ছুটি দিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার গতকাল শনিবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘মনপুরার কলাতলী চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কেন বেলা ১টায় ছুটি হয়ে যায়, সেটা খোঁজ নেওয়া হবে।’
ভোলার মনপুরা উপজেলার কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা একটা বাজলেই পড়ে ছুটির ঘণ্টা। বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, বর্ষা মৌসুমে দুপুরের পর নদীর পানিতে ডুবে যায় পথঘাট। তখন শিক্ষার্থীদের বাড়ি যেতে সমস্যা হয়। তাই সরকারের বেঁধে দেওয়া সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়া হচ্ছে। বেলা একটার পরে স্কুলে আর কোনো পাঠদান করা হয় না বলে জানান বিদ্যালয়ের শিক্ষকেরা। সরকারের নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটির ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, সরকারের বেঁধে দেওয়া সময়ের আগে কোনো বিদ্যালয় ছুটি দেওয়ার বিধান নেই।
গত ২৮ মার্চ সোমবার বেলা ১টার দিকে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম সাইক্লোন শেল্টারে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষে তালা ঝুলছে। তালা ঝুলছে বিদ্যালয়ের দোতলায় ওঠার প্রধান ফটকেও। স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তাঁরা জানান, স্কুল ছুটি হয়ে গেছে। নিয়মিতভাবে এ সময়েই ছুটি হয়ে থাকে।
পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে একই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা যে যার মতো করে দৌড়াদৌড়ি আর খেলাধুলা করছে। তখনো বিদ্যালয়ে কোনো শিক্ষক আসেননি। এ সময় কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তারা জানায়, সকাল ৯টার মধ্যে তারা স্কুলে আসে। কিন্তু স্যাররা আসেন ১০টার পর। এ সময় শিক্ষার্থীরা স্কুলের মাঠেই খেলাধুলা করে থাকে। আর জোহরের আজান দিলেই স্কুল ছুটি হয়ে যায় বলে জানায় শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে আসেন সহকারী শিক্ষক মো. শরিফসহ ২ জন সহকারী শিক্ষক।
সহকারী শিক্ষক মো. শরিফ বলেন, ‘বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে এ চরের অধিকাংশ এলাকা ডুবে যায়। তখন শিক্ষার্থীদের বাড়ি ফিরতে সমস্যা হয়। তাই, সরকার নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি হয়ে যায়।’
এ বিষয়ে একাধিক অভিভাবকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, সকাল ১০টায় ছেলে-মেয়েরা বিদ্যালয়ে গিয়ে আবার ১টা বাজতে না বাজতেই চলে আসে। এই তিন ঘণ্টায় কী ক্লাস হয় তা তাঁদের বোধগম্য নয়। শিক্ষকদের এ বিষয়ে জিজ্ঞেস করলে তাঁরা সেভাবে আমলে নেন না। বাধ্য হয়েই ছেলে-মেয়েরা কোচিং-নির্ভর হয়ে পড়েছে।
এ বিষয়ে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, আসলে জোহরের আজানের সঙ্গে সঙ্গে স্কুল ছুটির নিয়ম নেই। তবে ২৯ মার্চ একটি অনুষ্ঠান ছিল। হয়তো সে জন্য আগের দিন সহকারী শিক্ষকেরা আগেভাগে স্কুল ছুটি দিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার গতকাল শনিবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘মনপুরার কলাতলী চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কেন বেলা ১টায় ছুটি হয়ে যায়, সেটা খোঁজ নেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে