তাড়াহুড়ো করে টিকাদানে ভোগান্তি পরীক্ষার্থীদের

ফয়সাল পারভেজ, মাগুরা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০৯: ০৩
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫: ৪৬

‘মেয়ের পরীক্ষার এক সপ্তাহ বাকি, বুধবার রাতে হঠাৎ ফেসবুকে জানলাম তাকে টিকা দিতে হবে। সঙ্গে করে আনার জন্য আজ ছুটি নিয়েছি। তারপর মেয়েকে নিয়ে টিকা কেন্দ্রে এসেছি। এসে দেখি লম্বা লাইন। মেয়েটাও একটু অসুস্থ। এভাবে তাড়াহুড়ো করে টিকা দেওয়ার দরকার ছিল না।’

টিকা দিতে এসে লাইনে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থী এক ছাত্রীর বাবা মোজাম্মেল হক এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার মাগুরা সরকারি কলেজে মেয়েকে করোনার টিকা দিতে নিয়ে আসেন তিনি।

শুধু মোজাম্মেল হকই নন, তাড়াহুড়ো করে টিকা দিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন জেলার আরও অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

তবিউর রহমান নামে অপর এক অভিভাবক বলেন, ‘মাধ্যমিকের পরীক্ষার্থীদের ঠিকই টিকা ছাড়া পরীক্ষা চলছে। তাদের কোনো সমস্যা হয়নি, তাহলে পরীক্ষার মাত্র কয়েক দিন আগে ছেলে-মেয়েদের ডেকে এত ভোগান্তিতে ফেলতে হবে কেন? সারা দিন এই টিকা নিতেই তার পড়াশোনার ক্ষতি হলো সেটা তো একটা বিষয়।’

জানা যায়, মাগুরার এইচএসসি পরীক্ষার্থীদের মোট ৬টি কেন্দ্রে ১১ হাজার ১৪ জনকে টিকা দেওয়া হবে। তবে এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার টিকা দেওয়ার ঘোষণা হয়েছে আকস্মিকভাবেই। বুধবার রাতে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক থেকে জানানো হয় পরের দিন সকাল সাড়ে ৮টায় টিকা দেওয়া হবে।এই ঘোষণায় অনেক শিক্ষার্থীই ওই সময়ে তাদের প্রতিষ্ঠানে গিয়ে দেখে টিকা দেওয়া শুরু হবে ৯টায়। এরপর আরেক দফায় পিছিয়ে তা শুরু হয় সকাল পৌনে দশটায়।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, মাগুরা জেলা সদরের কয়েকটি টিকা কেন্দ্রে ছিল এইচএসসি পরীক্ষার্থীদের উপচেপড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো পরীক্ষার্থীদের ক্ষোভও বাড়তে থাকে। রানা নামের এক পরীক্ষার্থী বলেন, ‘আজ না দিয়ে কাল (শুক্রবার) টিকা দিলে কোনো ক্ষতি হতো না। তাড়াহুড়ো করে এখন আবার দেরি করে টিকা দেওয়া শুরু হয়েছে। এ জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে কষ্ট হচ্ছে।

সার্বিক বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, ফাইজারের এই টিকা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ছাড়া দেওয়া যাবে না। মাত্র একটি কক্ষ থাকার কারণে লাইনে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের এক এক করে টিকা নিতে হবে। হঠাৎ করেই টিকা দেওয়ার বিষয় নিয়ে তিনি বলেন, এটা না করে আমাদের কোনো উপায় ছিল না। কারণ, পরীক্ষা কিছুদিন পরে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত