ফয়সাল পারভেজ, মাগুরা
‘মেয়ের পরীক্ষার এক সপ্তাহ বাকি, বুধবার রাতে হঠাৎ ফেসবুকে জানলাম তাকে টিকা দিতে হবে। সঙ্গে করে আনার জন্য আজ ছুটি নিয়েছি। তারপর মেয়েকে নিয়ে টিকা কেন্দ্রে এসেছি। এসে দেখি লম্বা লাইন। মেয়েটাও একটু অসুস্থ। এভাবে তাড়াহুড়ো করে টিকা দেওয়ার দরকার ছিল না।’
টিকা দিতে এসে লাইনে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থী এক ছাত্রীর বাবা মোজাম্মেল হক এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার মাগুরা সরকারি কলেজে মেয়েকে করোনার টিকা দিতে নিয়ে আসেন তিনি।
শুধু মোজাম্মেল হকই নন, তাড়াহুড়ো করে টিকা দিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন জেলার আরও অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
তবিউর রহমান নামে অপর এক অভিভাবক বলেন, ‘মাধ্যমিকের পরীক্ষার্থীদের ঠিকই টিকা ছাড়া পরীক্ষা চলছে। তাদের কোনো সমস্যা হয়নি, তাহলে পরীক্ষার মাত্র কয়েক দিন আগে ছেলে-মেয়েদের ডেকে এত ভোগান্তিতে ফেলতে হবে কেন? সারা দিন এই টিকা নিতেই তার পড়াশোনার ক্ষতি হলো সেটা তো একটা বিষয়।’
জানা যায়, মাগুরার এইচএসসি পরীক্ষার্থীদের মোট ৬টি কেন্দ্রে ১১ হাজার ১৪ জনকে টিকা দেওয়া হবে। তবে এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার টিকা দেওয়ার ঘোষণা হয়েছে আকস্মিকভাবেই। বুধবার রাতে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক থেকে জানানো হয় পরের দিন সকাল সাড়ে ৮টায় টিকা দেওয়া হবে।এই ঘোষণায় অনেক শিক্ষার্থীই ওই সময়ে তাদের প্রতিষ্ঠানে গিয়ে দেখে টিকা দেওয়া শুরু হবে ৯টায়। এরপর আরেক দফায় পিছিয়ে তা শুরু হয় সকাল পৌনে দশটায়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, মাগুরা জেলা সদরের কয়েকটি টিকা কেন্দ্রে ছিল এইচএসসি পরীক্ষার্থীদের উপচেপড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো পরীক্ষার্থীদের ক্ষোভও বাড়তে থাকে। রানা নামের এক পরীক্ষার্থী বলেন, ‘আজ না দিয়ে কাল (শুক্রবার) টিকা দিলে কোনো ক্ষতি হতো না। তাড়াহুড়ো করে এখন আবার দেরি করে টিকা দেওয়া শুরু হয়েছে। এ জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে কষ্ট হচ্ছে।
সার্বিক বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, ফাইজারের এই টিকা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ছাড়া দেওয়া যাবে না। মাত্র একটি কক্ষ থাকার কারণে লাইনে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের এক এক করে টিকা নিতে হবে। হঠাৎ করেই টিকা দেওয়ার বিষয় নিয়ে তিনি বলেন, এটা না করে আমাদের কোনো উপায় ছিল না। কারণ, পরীক্ষা কিছুদিন পরে।’
‘মেয়ের পরীক্ষার এক সপ্তাহ বাকি, বুধবার রাতে হঠাৎ ফেসবুকে জানলাম তাকে টিকা দিতে হবে। সঙ্গে করে আনার জন্য আজ ছুটি নিয়েছি। তারপর মেয়েকে নিয়ে টিকা কেন্দ্রে এসেছি। এসে দেখি লম্বা লাইন। মেয়েটাও একটু অসুস্থ। এভাবে তাড়াহুড়ো করে টিকা দেওয়ার দরকার ছিল না।’
টিকা দিতে এসে লাইনে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থী এক ছাত্রীর বাবা মোজাম্মেল হক এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার মাগুরা সরকারি কলেজে মেয়েকে করোনার টিকা দিতে নিয়ে আসেন তিনি।
শুধু মোজাম্মেল হকই নন, তাড়াহুড়ো করে টিকা দিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন জেলার আরও অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
তবিউর রহমান নামে অপর এক অভিভাবক বলেন, ‘মাধ্যমিকের পরীক্ষার্থীদের ঠিকই টিকা ছাড়া পরীক্ষা চলছে। তাদের কোনো সমস্যা হয়নি, তাহলে পরীক্ষার মাত্র কয়েক দিন আগে ছেলে-মেয়েদের ডেকে এত ভোগান্তিতে ফেলতে হবে কেন? সারা দিন এই টিকা নিতেই তার পড়াশোনার ক্ষতি হলো সেটা তো একটা বিষয়।’
জানা যায়, মাগুরার এইচএসসি পরীক্ষার্থীদের মোট ৬টি কেন্দ্রে ১১ হাজার ১৪ জনকে টিকা দেওয়া হবে। তবে এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার টিকা দেওয়ার ঘোষণা হয়েছে আকস্মিকভাবেই। বুধবার রাতে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক থেকে জানানো হয় পরের দিন সকাল সাড়ে ৮টায় টিকা দেওয়া হবে।এই ঘোষণায় অনেক শিক্ষার্থীই ওই সময়ে তাদের প্রতিষ্ঠানে গিয়ে দেখে টিকা দেওয়া শুরু হবে ৯টায়। এরপর আরেক দফায় পিছিয়ে তা শুরু হয় সকাল পৌনে দশটায়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, মাগুরা জেলা সদরের কয়েকটি টিকা কেন্দ্রে ছিল এইচএসসি পরীক্ষার্থীদের উপচেপড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো পরীক্ষার্থীদের ক্ষোভও বাড়তে থাকে। রানা নামের এক পরীক্ষার্থী বলেন, ‘আজ না দিয়ে কাল (শুক্রবার) টিকা দিলে কোনো ক্ষতি হতো না। তাড়াহুড়ো করে এখন আবার দেরি করে টিকা দেওয়া শুরু হয়েছে। এ জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে কষ্ট হচ্ছে।
সার্বিক বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, ফাইজারের এই টিকা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ছাড়া দেওয়া যাবে না। মাত্র একটি কক্ষ থাকার কারণে লাইনে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের এক এক করে টিকা নিতে হবে। হঠাৎ করেই টিকা দেওয়ার বিষয় নিয়ে তিনি বলেন, এটা না করে আমাদের কোনো উপায় ছিল না। কারণ, পরীক্ষা কিছুদিন পরে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে