যশোর প্রতিনিধি
বিচার পাই না, তাই বিচার চাই না বলে মন্তব্য করেছেন উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু। গতকাল রোববার বিকেলে যশোর টাউন হল মাঠে উদীচী হত্যাকাণ্ড দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্য এ কথা বলেন তিনি।
মাহবুবুর রহমান মজনু আরও বলেন, ‘২৩ বছর ধরে আমরা বিচার চেয়ে আসছি। ঘৃণিত এ হত্যাকাণ্ডটির বিচার প্রক্রিয়া এখন সরকারের কাছে ‘পছন্দসই বাছাই’ মামলায় পরিণত হয়েছে।’
এ সময় উপস্থিত বক্তারা বলেন, ‘কোনো সরকারই এখন পর্যন্ত উদীচী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। আমরা ভেবেছিলাম, এই সরকারের আমলে বর্বরোচিত ওই হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো বাস্তবায়ন দেখতে পাইনি।
স্মরণ সভায় আরও মধ্যে বক্তব্য দেন উদীচী যশোরের উপদেষ্টা একরাম-উদ-দ্দৌলা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জাসদের কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি যশোরের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, ডা. জিসি বোস, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী সাঈদ আহমেদ বুলবুল, যশোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, উদীচী যশোরের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, কাজী বর্ণ উত্তম প্রমুখ। স্মরণ সভা শেষে বিপ্লবী গণসংগীত ও নাচ পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
১৯৯৯ সালের ৬ মার্চ রাত ১টার দিকে যশোরের ঐতিহাসিক মুন্সী মেহেরুল্লাহ ময়দানে উদীচী আয়োজিত লোকজ উৎসবে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও অন্তত দেড় শতাধিক মানুষ। সেই থেকে বিচারের দাবিতে প্রতি বছরই এ দিবস পালন করে আসছে যশোরবাসী। উদীচী যশোর শিল্পীগোষ্ঠী এর আয়োজন করে আসছে।
বিচার পাই না, তাই বিচার চাই না বলে মন্তব্য করেছেন উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু। গতকাল রোববার বিকেলে যশোর টাউন হল মাঠে উদীচী হত্যাকাণ্ড দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্য এ কথা বলেন তিনি।
মাহবুবুর রহমান মজনু আরও বলেন, ‘২৩ বছর ধরে আমরা বিচার চেয়ে আসছি। ঘৃণিত এ হত্যাকাণ্ডটির বিচার প্রক্রিয়া এখন সরকারের কাছে ‘পছন্দসই বাছাই’ মামলায় পরিণত হয়েছে।’
এ সময় উপস্থিত বক্তারা বলেন, ‘কোনো সরকারই এখন পর্যন্ত উদীচী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। আমরা ভেবেছিলাম, এই সরকারের আমলে বর্বরোচিত ওই হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো বাস্তবায়ন দেখতে পাইনি।
স্মরণ সভায় আরও মধ্যে বক্তব্য দেন উদীচী যশোরের উপদেষ্টা একরাম-উদ-দ্দৌলা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জাসদের কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি যশোরের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, ডা. জিসি বোস, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী সাঈদ আহমেদ বুলবুল, যশোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, উদীচী যশোরের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, কাজী বর্ণ উত্তম প্রমুখ। স্মরণ সভা শেষে বিপ্লবী গণসংগীত ও নাচ পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
১৯৯৯ সালের ৬ মার্চ রাত ১টার দিকে যশোরের ঐতিহাসিক মুন্সী মেহেরুল্লাহ ময়দানে উদীচী আয়োজিত লোকজ উৎসবে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও অন্তত দেড় শতাধিক মানুষ। সেই থেকে বিচারের দাবিতে প্রতি বছরই এ দিবস পালন করে আসছে যশোরবাসী। উদীচী যশোর শিল্পীগোষ্ঠী এর আয়োজন করে আসছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে