বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ পর্দা নামছে ৯ দিনব্যাপী দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা অডিটরিয়ামে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি নির্মাতা মাজিদ মাজিদি এবং ভারতের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র দেখানো হয়।
সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।
গতকাল উৎসবের অষ্টম দিনে আকর্ষণ ছিল মাস্টারক্লাস। জাতীয় জাদুঘরের মূল অডিটরিয়ামে বেলা ১১টায় প্রথম মাস্টারক্লাসে অংশ নেন চীনা প্রযোজক ড. শি চুয়ান। বেলা আড়াইটায় শুরু হয় ইরানি নির্মাতা মাজিদ মাজিদির ক্লাস। দুই ঘণ্টা ব্যাপ্তির এ সেশনে সিনেমা নিয়ে কথা বলেন তিনি। বিকেল ৫টায় শেষ মাস্টারক্লাসটি ছিল ভারতের গায়ক, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তের। মাস্টারক্লাসে অংশ নিতে দেখা গেছে দেশের সিনেমাপ্রেমী তরুণ-তরুণীসহ বিদেশি অতিথিদেরও। মাস্টারক্লাস শেষে সন্ধ্যায় গান গেয়ে শোনান অঞ্জন।
জাতীয় জাদুঘর
⊲ (বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তন)
বিকেল ৪টা: উৎসবের সমাপনী আয়োজন, সন্ধ্যা ৭টা: পুরস্কার প্রদান অনুষ্ঠান।
⊲ জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিট: কারাগান্দা (যুক্তরাষ্ট্র), ১টা: স্যাটারড (তুরস্ক), বেলা ৩টা: ড্রিম টাউন (ফিলিপাইন), দামিনী (যুক্তরাজ্য), টু আলমা (ইতালি), টক টু মি (জাপান), বিকেল ৫টা: আনসিন কানেকশন (কানাডা), সন্ধ্যা ৭টা: অন্তহীন পথে, মধুর মাধবী, আনএক্সপেকটেড কল, পেপার, লায়লা ও চেকমেট (বাংলাদেশ)
⊲ বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সংগীত ও নৃত্যকলা মিলনায়তন
সকাল ১০টা ৩০ মিনিট: মম ইন দুবাই (ভারত), বেলা ১টা: ফেড অ্যাওয়ে প্যাস্টোরাল (চীন), বেলা ৩টা: স্প্রেইং (ইরান), বিকেল ৫টা: মোজার্ট ফ্রম স্পেস (চীন)।
⊲ চিত্রশালা মিলনায়তন
সকাল ১০টা ৩০ মিনিট: মাই কান্ট্রি মাই প্যারেন্টস (চীন), বেলা ১টা: জাঙ্কস অ্যান্ড ডলস (ইরান), বেলা ৩টা: দ্য লিটল হর্সউইপ (চীন), বিকেল ৫টা: উইথ দিস লাইট (হন্ডুরাস)
⊲ চিত্রশালা, ৫ম তলা
সকাল ১০টা ৩০ মিনিট: দেয়ার অ্যান্ড ব্যাক (রাশিয়া), বেলা ১টা: জাপাটা (ইরান), বেলা ৩টা: বাটারফ্লাই ম্যান (ইরান), বিকেল ৫টা: ম্যাজিক ল্যাম্প (ভারত)
আজ পর্দা নামছে ৯ দিনব্যাপী দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা অডিটরিয়ামে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি নির্মাতা মাজিদ মাজিদি এবং ভারতের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র দেখানো হয়।
সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।
গতকাল উৎসবের অষ্টম দিনে আকর্ষণ ছিল মাস্টারক্লাস। জাতীয় জাদুঘরের মূল অডিটরিয়ামে বেলা ১১টায় প্রথম মাস্টারক্লাসে অংশ নেন চীনা প্রযোজক ড. শি চুয়ান। বেলা আড়াইটায় শুরু হয় ইরানি নির্মাতা মাজিদ মাজিদির ক্লাস। দুই ঘণ্টা ব্যাপ্তির এ সেশনে সিনেমা নিয়ে কথা বলেন তিনি। বিকেল ৫টায় শেষ মাস্টারক্লাসটি ছিল ভারতের গায়ক, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তের। মাস্টারক্লাসে অংশ নিতে দেখা গেছে দেশের সিনেমাপ্রেমী তরুণ-তরুণীসহ বিদেশি অতিথিদেরও। মাস্টারক্লাস শেষে সন্ধ্যায় গান গেয়ে শোনান অঞ্জন।
জাতীয় জাদুঘর
⊲ (বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তন)
বিকেল ৪টা: উৎসবের সমাপনী আয়োজন, সন্ধ্যা ৭টা: পুরস্কার প্রদান অনুষ্ঠান।
⊲ জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিট: কারাগান্দা (যুক্তরাষ্ট্র), ১টা: স্যাটারড (তুরস্ক), বেলা ৩টা: ড্রিম টাউন (ফিলিপাইন), দামিনী (যুক্তরাজ্য), টু আলমা (ইতালি), টক টু মি (জাপান), বিকেল ৫টা: আনসিন কানেকশন (কানাডা), সন্ধ্যা ৭টা: অন্তহীন পথে, মধুর মাধবী, আনএক্সপেকটেড কল, পেপার, লায়লা ও চেকমেট (বাংলাদেশ)
⊲ বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সংগীত ও নৃত্যকলা মিলনায়তন
সকাল ১০টা ৩০ মিনিট: মম ইন দুবাই (ভারত), বেলা ১টা: ফেড অ্যাওয়ে প্যাস্টোরাল (চীন), বেলা ৩টা: স্প্রেইং (ইরান), বিকেল ৫টা: মোজার্ট ফ্রম স্পেস (চীন)।
⊲ চিত্রশালা মিলনায়তন
সকাল ১০টা ৩০ মিনিট: মাই কান্ট্রি মাই প্যারেন্টস (চীন), বেলা ১টা: জাঙ্কস অ্যান্ড ডলস (ইরান), বেলা ৩টা: দ্য লিটল হর্সউইপ (চীন), বিকেল ৫টা: উইথ দিস লাইট (হন্ডুরাস)
⊲ চিত্রশালা, ৫ম তলা
সকাল ১০টা ৩০ মিনিট: দেয়ার অ্যান্ড ব্যাক (রাশিয়া), বেলা ১টা: জাপাটা (ইরান), বেলা ৩টা: বাটারফ্লাই ম্যান (ইরান), বিকেল ৫টা: ম্যাজিক ল্যাম্প (ভারত)
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪