রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছে ২৩৮ জন শিক্ষার্থী। রসায়ন প্রথম পত্রের পরীক্ষায় রাজশাহীর মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ১৯৯ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে সেট-২ এর ‘তারা’ নামের প্রশ্নপত্রে। শুধু রাজশাহীর মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে সেট-৪ এর ‘তিমি’ নামের প্রশ্নপত্রে।
পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কলেজ কর্তৃপক্ষ সেট ভুল হওয়ার বিষয়টি জানতে পারে। তখন শিক্ষা বোর্ডকেও বিষয়টি জানানো হয়। কিন্তু তখন আর কিছু করার ছিল না। তাই ভুল প্রশ্নপত্রেই ২৩৮ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়।
কেন্দ্রসচিব সালমা শাহাদাত বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রে দুটি করেই সেট পাঠানো হয়। কোন সেটে পরীক্ষা নেওয়া হবে, তা পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষা বোর্ড থেকে এসএমএস দিয়ে জানানো হয়। এই পরীক্ষার ক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে এসএমএস ঠিকই এসেছে, কিন্তু ট্যাগ অফিসার হিসেবে থাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা সেট-৪ এর প্রশ্নপত্র বের করে দিয়েছেন। তবে সালমা শাহাদাত দাবি করেন, তিনি ট্যাগ অফিসারকে সেট-২ জানিয়েছিলেন।
সালমা শাহাদাত জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই তাঁরা ভুল প্রশ্নপত্র দেওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর শিক্ষা বোর্ডে ফোন করে পরামর্শ চাওয়া হয়। বোর্ড ওই প্রশ্নেই পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেয়। এখন সেট-৪ এর প্রশ্নে এখানকার পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য তিনি শিক্ষা বোর্ডে লিখিতভাবে আবেদন করেছেন।
এদিকে পরীক্ষা গ্রহণের পর নাসির ওয়াহিদ নামের এক ব্যক্তি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে যান। তাঁদের সাক্ষাৎ না পেয়ে তিনি এই প্রতিবেদকের কাছে আসেন। নাসির ওয়াহিদ জানান, তাঁর বোন পরীক্ষা দিয়েছে ভুল সেটের প্রশ্নে। তিনি বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সব শিক্ষার্থীর পরীক্ষার মূল্যায়ন হবে সেট-২ এ। শুধু তাঁর বোনসহ ২৩৮ জনের মূল্যায়ন হবে সেট-৪ এ। নাসির বলেন, সেট-২ এ এবার অঙ্ক ছিল বেশি, আর সেট-৪ এ অঙ্ক ছিল কম। যাঁরা গণিতে ভালো, তাদের ফল ভালো হবে। গণিত মিলিয়ে দিতে পারলেই নম্বর পাওয়া যায়। আর লিখিত পরীক্ষা অনেক ভালো লিখলেও নম্বর কম পাওয়া যায়। ফলে সেট-৪ এর পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘একটা ভুল হয়ে গেছে। এর আর কোনো সমাধান নেই।’
শিক্ষা বোর্ড জানিয়েছে, বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় রসায়ন বিষয়ের পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ৮০৮ জন। তাদের মধ্যে ৩৭ হাজার ৬৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে। ৭৪২ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ১ দশমিক ৯৭ শতাংশ। রাজশাহী বোর্ডে এবার সব বিষয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন।
রাজশাহীতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছে ২৩৮ জন শিক্ষার্থী। রসায়ন প্রথম পত্রের পরীক্ষায় রাজশাহীর মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ১৯৯ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে সেট-২ এর ‘তারা’ নামের প্রশ্নপত্রে। শুধু রাজশাহীর মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে সেট-৪ এর ‘তিমি’ নামের প্রশ্নপত্রে।
পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কলেজ কর্তৃপক্ষ সেট ভুল হওয়ার বিষয়টি জানতে পারে। তখন শিক্ষা বোর্ডকেও বিষয়টি জানানো হয়। কিন্তু তখন আর কিছু করার ছিল না। তাই ভুল প্রশ্নপত্রেই ২৩৮ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়।
কেন্দ্রসচিব সালমা শাহাদাত বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রে দুটি করেই সেট পাঠানো হয়। কোন সেটে পরীক্ষা নেওয়া হবে, তা পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষা বোর্ড থেকে এসএমএস দিয়ে জানানো হয়। এই পরীক্ষার ক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে এসএমএস ঠিকই এসেছে, কিন্তু ট্যাগ অফিসার হিসেবে থাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা সেট-৪ এর প্রশ্নপত্র বের করে দিয়েছেন। তবে সালমা শাহাদাত দাবি করেন, তিনি ট্যাগ অফিসারকে সেট-২ জানিয়েছিলেন।
সালমা শাহাদাত জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই তাঁরা ভুল প্রশ্নপত্র দেওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর শিক্ষা বোর্ডে ফোন করে পরামর্শ চাওয়া হয়। বোর্ড ওই প্রশ্নেই পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেয়। এখন সেট-৪ এর প্রশ্নে এখানকার পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য তিনি শিক্ষা বোর্ডে লিখিতভাবে আবেদন করেছেন।
এদিকে পরীক্ষা গ্রহণের পর নাসির ওয়াহিদ নামের এক ব্যক্তি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে যান। তাঁদের সাক্ষাৎ না পেয়ে তিনি এই প্রতিবেদকের কাছে আসেন। নাসির ওয়াহিদ জানান, তাঁর বোন পরীক্ষা দিয়েছে ভুল সেটের প্রশ্নে। তিনি বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সব শিক্ষার্থীর পরীক্ষার মূল্যায়ন হবে সেট-২ এ। শুধু তাঁর বোনসহ ২৩৮ জনের মূল্যায়ন হবে সেট-৪ এ। নাসির বলেন, সেট-২ এ এবার অঙ্ক ছিল বেশি, আর সেট-৪ এ অঙ্ক ছিল কম। যাঁরা গণিতে ভালো, তাদের ফল ভালো হবে। গণিত মিলিয়ে দিতে পারলেই নম্বর পাওয়া যায়। আর লিখিত পরীক্ষা অনেক ভালো লিখলেও নম্বর কম পাওয়া যায়। ফলে সেট-৪ এর পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘একটা ভুল হয়ে গেছে। এর আর কোনো সমাধান নেই।’
শিক্ষা বোর্ড জানিয়েছে, বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় রসায়ন বিষয়ের পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ৮০৮ জন। তাদের মধ্যে ৩৭ হাজার ৬৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে। ৭৪২ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ১ দশমিক ৯৭ শতাংশ। রাজশাহী বোর্ডে এবার সব বিষয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে