নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপজেলা পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় প্রতীক নৌকা দেবে না আওয়ামী লীগ। এই নির্বাচনে প্রভাব বিস্তার না করতে মন্ত্রী ও দলীয় এমপিদের নির্দেশনাও দেওয়া হয়েছে। দলটি বলেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এরপরও বিভিন্ন জায়গায় নিজেদের পছন্দের লোককে এমনকি স্বজনদের প্রার্থী করার ঘোষণা দিয়েছেন দলটির এমপিরা। কেউ কেউ মাঠেও নেমেছেন। প্রথম ধাপে ১১টি উপজেলায় এমপির স্বজনদের প্রার্থী হওয়ার কথা জানা গেছে।
প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে আগামী ৮ মে। এই ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। এসব উপজেলার মধ্যে ২৫ জেলার ৫৭টি উপজেলায় খোঁজ নিয়ে আজকের পত্রিকার প্রতিনিধিরা জানিয়েছেন, ১১টিতে সরকারদলীয় স্থানীয় এমপিরা পরিবারের সদস্য ও স্বজনদের প্রার্থী করার ঘোষণা দিয়েছেন। এই প্রার্থীদের মধ্যে রয়েছেন এমপির ছেলে, ভাই, শ্যালক, সম্বন্ধী, খালাতো ভাই, মামাতো ভাই, চাচা। মনোনয়নপত্র দাখিলের পর এই সংখ্যা আরও বাড়বে। এমপিদের পছন্দের প্রার্থী ঘোষণায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সম্প্রতি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে তাঁর খালাতো ভাই ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরাকে আবারও প্রার্থী করার ঘোষণা দেন। নেতা-কর্মীদের তাঁর পক্ষে কাজ করার জন্য শপথও করান। তাঁর এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগের একাংশ। তাঁরা বিষয়টি নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগও করেছেন। একই উপজেলায় প্রার্থিতা ঘোষণা করেছেন আব্দুর রাজ্জাকের মামাতো ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।
এ বিষয়ে জানতে আব্দুর রাজ্জাককে মোবাইলে ফোন করলেও ধরেননি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।
প্রার্থী ঘোষণা নিয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের অভিযোগ প্রসঙ্গে গতকাল রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমরা এগুলো জানি। খোঁজখবর নিচ্ছি।’
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে শেরকোল ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন লুৎফুল হাবিব রুবেল। তিনি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক। অবশ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিমন্ত্রী পলক একটি অনুষ্ঠানে ঘোষণা দেন, উপজেলা নির্বাচনে তিনি প্রার্থী দেবেন না। এ ঘোষণায় সিংড়ায় তাঁর অনুসারী হিসেবে পরিচিত ছয়জন প্রার্থী হতে আগাম প্রচার শুরু করেন। তবে রুবেল প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় পাঁচজনই প্রচার বন্ধ করে দিয়েছেন।
মাদারীপুরের সদর উপজেলায় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান। তাঁর পক্ষে দোয়া চেয়ে পোস্টারও লাগানো হয়েছে। আসিবুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য। এ বিষয়ে শাজাহান খান বলেন, ‘আমরা রাজনৈতিক পরিবার। কোনো না কোনো স্তরে আমাদের পরিবারের কেউ না কেউ প্রতিনিধিত্ব করেছেন। আমার ছেলে পড়াশোনা শেষ করে রাজনীতির সঙ্গে আছে। একটি রাজনৈতিক পরিবারের সন্তান হয়ে সে রাজনীতিতে আসতেই পারে।’
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদে একমাত্র ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরীকে প্রার্থী করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এ নিয়ে একরামুল করিম চৌধুরী সভাও করেছেন। এক কর্মসূচিতে তিনি বলেন, ‘আমার চেয়ে আমার ছেলের মন আরও বড়। আমার এখন বয়স হয়ে গেছে। আমার ছেলেকে আপনারা ভোট দিয়ে সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করলে আপনাদের সব দাবি সে পূরণ করবে।’
তবে নোয়াখালী জেলা ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ এমপির এই সিদ্ধান্তকে সমর্থন করছে না। তাঁর অনুসারীরাই শুধু এমপির ছেলের পক্ষে।
এই উপজেলা পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। গত বৃহস্পতিবার দলীয় এক কর্মসূচিতে তিনি বলেন, ‘আমাকে অপমান করার জন্য ছোট্ট একটা ছেলেকে আমার বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। আমি তো আছি, আমার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে; আমি নাকি ফেরাউন, আমি নাকি মানুষকে শোষণ করছি।’
একই জেলার হাতিয়া উপজেলায় প্রার্থী হচ্ছেন নোয়াখালী-৬ আসনের এমপি মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রার্থী হচ্ছেন স্থানীয় এমপি ও সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ভাগনে সোয়েব আহমদ। নরসিংদীর পলাশে স্বতন্ত্র এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপের স্ত্রীর বড় ভাই ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল হক প্রার্থী হচ্ছেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এমপি মাজহারুল ইসলাম সুজনের দুই চাচা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য সফিকুল ইসলাম প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নির্বাচন করবেন এমপি আলী আজগর টগরের ভাই আলী মুনসুর বাবু। বগুড়ার সারিয়াকান্দিতে ছেলে শাখাওয়াত হোসেন সজল ও সোনাতলা উপজেলায় ভাই মিনহাদুজ্জামান লিটনকে প্রার্থী করার ঘোষণা দিয়েছেন বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান।
আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থী ঘোষণা করা এমপিদের বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে–আজকের পত্রিকার এমন প্রশ্নের জবাবে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আগে নির্বাচন শুরু হোক। এ মুহূর্তে অনেকেই নির্বাচন করার কথা বলছেন। কিন্তু বাস্তবে দেখা গেল করছেন না। আগে নির্বাচনের প্রার্থিতা, মনোনয়নপত্র চূড়ান্ত হোক। তারপর এসব প্রশ্ন এলে আমরা অবশ্যই দলীয় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন আজকের পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা]
উপজেলা পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় প্রতীক নৌকা দেবে না আওয়ামী লীগ। এই নির্বাচনে প্রভাব বিস্তার না করতে মন্ত্রী ও দলীয় এমপিদের নির্দেশনাও দেওয়া হয়েছে। দলটি বলেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এরপরও বিভিন্ন জায়গায় নিজেদের পছন্দের লোককে এমনকি স্বজনদের প্রার্থী করার ঘোষণা দিয়েছেন দলটির এমপিরা। কেউ কেউ মাঠেও নেমেছেন। প্রথম ধাপে ১১টি উপজেলায় এমপির স্বজনদের প্রার্থী হওয়ার কথা জানা গেছে।
প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে আগামী ৮ মে। এই ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। এসব উপজেলার মধ্যে ২৫ জেলার ৫৭টি উপজেলায় খোঁজ নিয়ে আজকের পত্রিকার প্রতিনিধিরা জানিয়েছেন, ১১টিতে সরকারদলীয় স্থানীয় এমপিরা পরিবারের সদস্য ও স্বজনদের প্রার্থী করার ঘোষণা দিয়েছেন। এই প্রার্থীদের মধ্যে রয়েছেন এমপির ছেলে, ভাই, শ্যালক, সম্বন্ধী, খালাতো ভাই, মামাতো ভাই, চাচা। মনোনয়নপত্র দাখিলের পর এই সংখ্যা আরও বাড়বে। এমপিদের পছন্দের প্রার্থী ঘোষণায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সম্প্রতি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে তাঁর খালাতো ভাই ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরাকে আবারও প্রার্থী করার ঘোষণা দেন। নেতা-কর্মীদের তাঁর পক্ষে কাজ করার জন্য শপথও করান। তাঁর এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগের একাংশ। তাঁরা বিষয়টি নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগও করেছেন। একই উপজেলায় প্রার্থিতা ঘোষণা করেছেন আব্দুর রাজ্জাকের মামাতো ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।
এ বিষয়ে জানতে আব্দুর রাজ্জাককে মোবাইলে ফোন করলেও ধরেননি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।
প্রার্থী ঘোষণা নিয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের অভিযোগ প্রসঙ্গে গতকাল রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমরা এগুলো জানি। খোঁজখবর নিচ্ছি।’
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে শেরকোল ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন লুৎফুল হাবিব রুবেল। তিনি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক। অবশ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিমন্ত্রী পলক একটি অনুষ্ঠানে ঘোষণা দেন, উপজেলা নির্বাচনে তিনি প্রার্থী দেবেন না। এ ঘোষণায় সিংড়ায় তাঁর অনুসারী হিসেবে পরিচিত ছয়জন প্রার্থী হতে আগাম প্রচার শুরু করেন। তবে রুবেল প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় পাঁচজনই প্রচার বন্ধ করে দিয়েছেন।
মাদারীপুরের সদর উপজেলায় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান। তাঁর পক্ষে দোয়া চেয়ে পোস্টারও লাগানো হয়েছে। আসিবুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য। এ বিষয়ে শাজাহান খান বলেন, ‘আমরা রাজনৈতিক পরিবার। কোনো না কোনো স্তরে আমাদের পরিবারের কেউ না কেউ প্রতিনিধিত্ব করেছেন। আমার ছেলে পড়াশোনা শেষ করে রাজনীতির সঙ্গে আছে। একটি রাজনৈতিক পরিবারের সন্তান হয়ে সে রাজনীতিতে আসতেই পারে।’
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদে একমাত্র ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরীকে প্রার্থী করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এ নিয়ে একরামুল করিম চৌধুরী সভাও করেছেন। এক কর্মসূচিতে তিনি বলেন, ‘আমার চেয়ে আমার ছেলের মন আরও বড়। আমার এখন বয়স হয়ে গেছে। আমার ছেলেকে আপনারা ভোট দিয়ে সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করলে আপনাদের সব দাবি সে পূরণ করবে।’
তবে নোয়াখালী জেলা ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ এমপির এই সিদ্ধান্তকে সমর্থন করছে না। তাঁর অনুসারীরাই শুধু এমপির ছেলের পক্ষে।
এই উপজেলা পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। গত বৃহস্পতিবার দলীয় এক কর্মসূচিতে তিনি বলেন, ‘আমাকে অপমান করার জন্য ছোট্ট একটা ছেলেকে আমার বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। আমি তো আছি, আমার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে; আমি নাকি ফেরাউন, আমি নাকি মানুষকে শোষণ করছি।’
একই জেলার হাতিয়া উপজেলায় প্রার্থী হচ্ছেন নোয়াখালী-৬ আসনের এমপি মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রার্থী হচ্ছেন স্থানীয় এমপি ও সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ভাগনে সোয়েব আহমদ। নরসিংদীর পলাশে স্বতন্ত্র এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপের স্ত্রীর বড় ভাই ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল হক প্রার্থী হচ্ছেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এমপি মাজহারুল ইসলাম সুজনের দুই চাচা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য সফিকুল ইসলাম প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নির্বাচন করবেন এমপি আলী আজগর টগরের ভাই আলী মুনসুর বাবু। বগুড়ার সারিয়াকান্দিতে ছেলে শাখাওয়াত হোসেন সজল ও সোনাতলা উপজেলায় ভাই মিনহাদুজ্জামান লিটনকে প্রার্থী করার ঘোষণা দিয়েছেন বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান।
আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থী ঘোষণা করা এমপিদের বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে–আজকের পত্রিকার এমন প্রশ্নের জবাবে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আগে নির্বাচন শুরু হোক। এ মুহূর্তে অনেকেই নির্বাচন করার কথা বলছেন। কিন্তু বাস্তবে দেখা গেল করছেন না। আগে নির্বাচনের প্রার্থিতা, মনোনয়নপত্র চূড়ান্ত হোক। তারপর এসব প্রশ্ন এলে আমরা অবশ্যই দলীয় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন আজকের পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা]
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে