মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ০৬: ৫৬
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২২: ৩০

তৃতীয় ধাপের দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে নিজ নিজ এলাকায় প্রচারে নেমে পড়েছেন। আর কয়েক দিন বাদেই নির্বাচন, তাই দম ফেলানোর ফুরসত নেই তাঁদের। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে উঠান বৈঠকসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন তাঁরা। এ ছাড়া পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা।

নির্বাচন কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৮৬ জন এবং সাধারণ সদস্য পদে ২১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ নম্বর এলুয়ারী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুস সালাম প্রামাণিক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো. নবিউল ইসলাম (আনারস) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মমতাজুল ইসলাম (মোটরসাইকেল)।

২ নম্বর আলাদীপুর ইউনিয়নে আওয়ামী লীগের সুকান্ত সরকার শুভ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. মোজাফ্ফর হোসেন সরকার (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান (মোটরসাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুস সাকিব বাবলু (চশমা)।

৩ নম্বর কাজীহাল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. মানিক রতন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান মিজু (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম (মোটরসাইকেল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান (ঘোড়া)।

৪ নম্বর বেতদীঘি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দস (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. আখেরুজ্জামান (আনারস) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মেজবাউল ইসলাম (ঘোড়া)।

৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. এনামুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের মণ্ডল (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মো. মোজাফ্ফর হোসেন চৌধুরী (মোটরসাইকেল),

৬ নম্বর দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল আজিজ মণ্ডল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম (ঘোড়া) এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. শফিকুল ইসলাম (হাতপাখা)।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত