নৌকার অফিসে আগুন দেওয়ার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০৮: ৩৩
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৮: ০৯

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী আবদুর রব স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী হায়দার বকশির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে তাঁর নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে উল্টো আনারস প্রতীকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে মানববন্ধন করেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা।

গতকাল সোমবার ভোরে ইউনিয়নের চৌরাস্তা বাজারে নির্বাচনী অফিসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। এদিকে দুপুরে ঘটনার বিচারের দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ওই বাজারে পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন উভয় প্রার্থীর কর্মী-সমর্থকেরা।

আওয়ামী লীগের প্রার্থী আবদুর রব অভিযোগ করে বলেন, ‘আমি দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আসার পর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী হায়দার বকশির লোকজন আমার কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছেন। প্রতিনিয়ত ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁর ইশারায় চৌরাস্তা বাজারে নির্বাচনী অফিসের জন্য কেউ আমাকে একটি ঘর ভাড়া দেননি। কারণ চৌরাস্তা বাজারের মানুষ বকশি বাহিনীর কাছে জিম্মি। পরে আমি বাজারের খালি জায়গায় একটি অস্থায়ী ঘর করে নির্বাচনী কার্যক্রম চালাই। গতকাল ভোরে বকশির সন্ত্রাসীরা আমার ওই অফিসে আগুন দিয়েছেন। আমি ভোট গ্রহণের দিন ৭ ও ৪ নম্বর কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার দাবি জানাই।’

এদিকে স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার বকশি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী আবদুর রব জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে চৌরাস্তা বাজারে খোলা জায়গায় তাঁবু দিয়ে নৌকা প্রতীকের কয়েকটা পোস্টার লাগান। নিজের লোক দিয়ে পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে ওই তাঁবু, পোস্টারে আগুন লাগিয়ে আমি ও আমার কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি এ ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত