৪ দফা দাবিতে গণ-অবস্থান

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৫: ১৪
Thumbnail image

টিসিবির গাড়ি ও দোকানের সংখ্যা বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ এবং গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চার দফা দাবিতে এ গণ-অবস্থান কর্মসূচি পালিত হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য নিরঞ্জন দাস খোকনের পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বিভাগীয় সমন্বয়ক আনোয়ার হোসেন সুমন, অ্যাডভোকেট মনির উদ্দিন, উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, আইনজীবী এ কে এম শিহাব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সহসভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, জেলা আহ্বায়ক মনীষা ওয়াহিদ প্রমুখ। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নেতা হুমায়ুন রশিদ সুয়েব।

এ ছাড়া উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার সভাপতি এনায়েত হাসান মানিক, খেলাঘর সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি বিধান দেব চয়ন, সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, বিশিষ্ট আইনজীবী নিতু কান্ত দাস, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য মতিউর রহমান, যুব নেতা আহমেদুর রশিদ রিপন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এখনো বাজারের পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের বাইরে। সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছে। এ সব ব্যবসায়ীকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বর্তমান সরকার। যার ফলে দেশের মানুষের অবস্থা সংকটাপন্ন হলেও সরকারের তাতে মাথাব্যথা নেই। কারণ তারা মানুষের ভোটে আর বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত