দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
যুদ্ধরত ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে হামলার ঘটনায় আটকে পড়া জীবিত ২৮ জনের একজন ফয়সাল আহমেদ সেতু। তাঁর মা-বাবা জানিয়েছেন, ফয়সাল ভালো আছে। তাঁদের সঙ্গে কথা বলেছে। ফয়সালকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সাহায্য করছে। তাঁদের এখন ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদের ছেলে ফয়সাল। তিনি খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করার পর চট্টগ্রামে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। চার মাস ধরে তিনি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে ইন্টার্নশিপ করছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে ফয়সাল সবার ছোট বলে জানা গেছে।
মোবাইল ফোনে খুদে বার্তায় পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন ফয়সাল। জানাচ্ছেন, অন্য সহকর্মীদের কথাও। তিনি জানান, তাঁদের (২৮ নাবিক) বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে জাহাজ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁরা ভালো আছেন। গতকাল বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিটে ফয়সাল তাঁর পরিবারের সদস্যদের জানিয়েছেন, সবাইকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত একজন নিহত ছাড়া ২৮ জন নিরাপদে আছেন এবং ভালো আছেন। আজকের পত্রিকাকে ফয়সালের চাচাতো ভাই রানা আহম্মেদ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘তবে কোথায় আছে এবং দেশে কবে ফিরবে এমন কোনো তথ্য তাঁদের দেয়নি ফয়সাল।’ ছেলের সঙ্গে কথা বলে কিছুটা স্বস্তি পেলেও তাঁর ফিরে আসা নিয়ে ভাবছেন মা-বাবা।
গতকাল দুপুরে ফয়সালের মা মাকসুদা আহমেদ আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলে এখন ভালো আছে। ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে ফয়সালের বাবা ফারুক বিশ্বাস বলেন, ‘ছেলে ভালো আছে, ছেলেকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সাহায্য করছে। আমার সঙ্গে বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তারা যোগাযোগ করেছেন। সরকারের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’ এর আগে বাঁচার আকুতি জানিয়ে জাহাজ থেকে ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফয়সাল তাঁর এক পরিচিতজনের কাছে পাঠিয়েছিলেন।
যুদ্ধরত ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে হামলার ঘটনায় আটকে পড়া জীবিত ২৮ জনের একজন ফয়সাল আহমেদ সেতু। তাঁর মা-বাবা জানিয়েছেন, ফয়সাল ভালো আছে। তাঁদের সঙ্গে কথা বলেছে। ফয়সালকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সাহায্য করছে। তাঁদের এখন ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদের ছেলে ফয়সাল। তিনি খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করার পর চট্টগ্রামে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। চার মাস ধরে তিনি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে ইন্টার্নশিপ করছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে ফয়সাল সবার ছোট বলে জানা গেছে।
মোবাইল ফোনে খুদে বার্তায় পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন ফয়সাল। জানাচ্ছেন, অন্য সহকর্মীদের কথাও। তিনি জানান, তাঁদের (২৮ নাবিক) বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে জাহাজ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁরা ভালো আছেন। গতকাল বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিটে ফয়সাল তাঁর পরিবারের সদস্যদের জানিয়েছেন, সবাইকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত একজন নিহত ছাড়া ২৮ জন নিরাপদে আছেন এবং ভালো আছেন। আজকের পত্রিকাকে ফয়সালের চাচাতো ভাই রানা আহম্মেদ এসব তথ্য জানান। তিনি বলেন, ‘তবে কোথায় আছে এবং দেশে কবে ফিরবে এমন কোনো তথ্য তাঁদের দেয়নি ফয়সাল।’ ছেলের সঙ্গে কথা বলে কিছুটা স্বস্তি পেলেও তাঁর ফিরে আসা নিয়ে ভাবছেন মা-বাবা।
গতকাল দুপুরে ফয়সালের মা মাকসুদা আহমেদ আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলে এখন ভালো আছে। ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে ফয়সালের বাবা ফারুক বিশ্বাস বলেন, ‘ছেলে ভালো আছে, ছেলেকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার সাহায্য করছে। আমার সঙ্গে বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তারা যোগাযোগ করেছেন। সরকারের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’ এর আগে বাঁচার আকুতি জানিয়ে জাহাজ থেকে ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফয়সাল তাঁর এক পরিচিতজনের কাছে পাঠিয়েছিলেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে