Ajker Patrika

মির্জাপুরে যৌথ সভা ও কর্মশালা

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ৩৭
মির্জাপুরে যৌথ সভা ও কর্মশালা

মির্জাপুরে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির (সিভিডিপি) মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে দেওহাটা এজে উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সভায় ৩য় পর্যায়ের সমবায় সমিতির সদস্যরা অংশ নেন।

এ সময় জাতি গঠন ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম। বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদকদ্রব্য ও সামাজিক কার্যক্রম বিষয়ে আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আরা বেগম। এ ছাড়া বক্তব্য দেন দেওহাটা এজে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম।

উপজেলা সহকারী প্রকল্প পরিচালক ও উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মশালা করা হয়। এতে সভাপতিত্ব ও প্রশিক্ষণ পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সমবায় কর্মকর্তা আমিনা পারভীন। প্রতি মাসের কর্মশালায় উপজেলার ৭৫ জন অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত