নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের পাহাড়তলীতে মেলায় ধাক্কাধাক্কির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকস্মিক উত্তেজনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয় কিশোর শাহরিয়ার নাজিম জয় ওরফে ফাহিম (১৫)।
এ ঘটনায় পুলিশ ছুরিকাঘাতকারী ১৪ বছরের এক কিশোরকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানায়।
গ্রেপ্তার কিশোর কিশোরগঞ্জের নিকলী থানার শাহপুর গ্রামের বাসিন্দা। সে নগরীর পাহাড়তলী থানার বারকোয়ার্টার এলাকায় থাকে।
সংবাদ সম্মেলনে সিএমপির উপকমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারিশ বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, গত শুক্রবার রাতে ফাহিম তার বন্ধু অভির সঙ্গে হালিশহরে ঈদ বস্ত্রমেলায় যায়। এ সময় অভির সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করে অজ্ঞাতপরিচয় কিশোরেরা। তখন অভি ফোন করে তার বন্ধুদের বিষয়টি জানায়। পরে রাত সাড়ে ১০টার দিকে পাহাড়তলী থানার ঈদগাঁও কাঁচা রাস্তার মোড়ে মীমাংসার জন্য দুই পক্ষ জড়ো হয়। প্রতিপক্ষের অন্তত ১০-১২ জন সেখানে উপস্থিত ছিল।
উভয় পক্ষের কথাবার্তার একপর্যায়ে উত্তেজনা থেকে ছুরি বের করে ফাহিম ও তার বন্ধু জয়নাল আবেদীন ইমনকে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
গত রোববার নিহত কিশোরের বাবা মো. জহির বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে গত সোমবার ভোরে পুলিশ ওই কিশোরকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে। পরে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় তার বন্ধুর বাসা থেকে রক্তমাখা ছুরিসহ দুটি ছুরি জব্দ করা হয়।
চট্টগ্রামের পাহাড়তলীতে মেলায় ধাক্কাধাক্কির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকস্মিক উত্তেজনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয় কিশোর শাহরিয়ার নাজিম জয় ওরফে ফাহিম (১৫)।
এ ঘটনায় পুলিশ ছুরিকাঘাতকারী ১৪ বছরের এক কিশোরকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানায়।
গ্রেপ্তার কিশোর কিশোরগঞ্জের নিকলী থানার শাহপুর গ্রামের বাসিন্দা। সে নগরীর পাহাড়তলী থানার বারকোয়ার্টার এলাকায় থাকে।
সংবাদ সম্মেলনে সিএমপির উপকমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারিশ বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, গত শুক্রবার রাতে ফাহিম তার বন্ধু অভির সঙ্গে হালিশহরে ঈদ বস্ত্রমেলায় যায়। এ সময় অভির সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করে অজ্ঞাতপরিচয় কিশোরেরা। তখন অভি ফোন করে তার বন্ধুদের বিষয়টি জানায়। পরে রাত সাড়ে ১০টার দিকে পাহাড়তলী থানার ঈদগাঁও কাঁচা রাস্তার মোড়ে মীমাংসার জন্য দুই পক্ষ জড়ো হয়। প্রতিপক্ষের অন্তত ১০-১২ জন সেখানে উপস্থিত ছিল।
উভয় পক্ষের কথাবার্তার একপর্যায়ে উত্তেজনা থেকে ছুরি বের করে ফাহিম ও তার বন্ধু জয়নাল আবেদীন ইমনকে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
গত রোববার নিহত কিশোরের বাবা মো. জহির বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে গত সোমবার ভোরে পুলিশ ওই কিশোরকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে। পরে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় তার বন্ধুর বাসা থেকে রক্তমাখা ছুরিসহ দুটি ছুরি জব্দ করা হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে