বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০১৮ সালের কথা। ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলছিল ‘পোড়ামন টু’। জীবনে প্রথম সিনেমা দেখতে হলে গিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমা শেষে হলের সামনের সিঁড়িতে একা দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবি তুললেন তিনি। ঠিক চার বছর পর সেই স্টার সিনেপ্লেক্সের সামনে আবারও ছবি তুললেন। তবে এবার আর একা নন, পেছনে ছিলেন শখানেক দর্শক। সিনেমা শেষে নায়িকা ঐশীর সঙ্গে ছবি তুললেন তাঁরা।
এ বছর মুক্তি পেয়েছে ঐশীর প্রথম সিনেমা ‘মিশন এক্সট্রিম’। তাঁর শৈশবের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। ঐশী বলেন, ‘টিভিতে সিনেমা দেখে দেখে ছোটবেলায় স্বপ্ন দেখতাম নায়িকা হব। মনে মনে এও ভাবতাম, পর্দায় নিজেকে দেখার স্বপ্ন কি কখনো পূরণ হবে? সেই স্বপ্নটাই এবার পূরণ হলো আমার।’
এর জন্য অপেক্ষাও কম করতে হয়নি। করোনার জন্য ঐশীর তৈরি হওয়া তিন সিনেমা মুক্তি পেতে বিলম্ব হচ্ছিল। পরিচিতজনদের এক প্রশ্ন, কবে বড় পর্দায় পাওয়া যাবে তাঁকে? ঐশী উত্তর দিতে পারেননি। অপেক্ষা করেছেন। ছোট পর্দায় অভিনয়ের প্রস্তাব এসেছে কিন্তু অভিনয় করেননি। নিজেকে নায়িকা হিসেবেই বড় পর্দায় দেখতে চেয়েছেন বরাবর। গত বছর ডিসেম্বরে মুক্তি পায় ঐশী অভিনীত দুই সিনেমা। ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’, দুই সিনেমাতেই ঐশীর অভিনয় প্রশংসিত হয়েছে। ঐশী বলেন, ‘সিনেমা দুটি পরপর মুক্তি পেয়েছে, ভালো সাড়া পেয়েছি। “মিশন এক্সট্রিম” সিনেমা বেশ আলোচিত হয়েছে। “রাত জাগা ফুল” সিনেমাটিও খুব প্রশংসিত হয়েছে। অভিনয়টা আরও শিখতে চাই, অভিনয় নিয়েই থাকতে চাই।’
গত আট মাসে মুক্তির তালিকায় জমেছে ঐশীর আরও তিন সিনেমা। আগামী মাসে ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি। ‘নূর’ ও ‘আদম’ নামের আরও দুটি সিনেমা মুক্তির তারিখ নির্ধারণের অপেক্ষায় আছে। ঐশী বলেন, ‘সিনেমা তিনটি আমার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে। তিনটি সিনেমাই ভালো হয়েছে।’
এখন পর্যন্ত আরিফিন শুভর বিপরীতে সর্বাধিক তিনটি সিনেমায় অভিনয় করেছেন ঐশী। সহশিল্পী হিসেবে শুভকে নিয়ে ঐশী বলেন, ‘অসম্ভব রকমের ভালো একজন মানুষ ও অভিনেতা তিনি। শুটিং স্পটে অবসর পেলেই মজা করেন, গল্প করেন। কিন্তু, ক্যামেরার সামনে একেবারেই অন্য মানুষ। ওই সময় অভিনয়টাই তাঁর কাছে সব। কাজের সময় শতভাগ সিরিয়াস।’
২০১৮ সালের কথা। ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলছিল ‘পোড়ামন টু’। জীবনে প্রথম সিনেমা দেখতে হলে গিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমা শেষে হলের সামনের সিঁড়িতে একা দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবি তুললেন তিনি। ঠিক চার বছর পর সেই স্টার সিনেপ্লেক্সের সামনে আবারও ছবি তুললেন। তবে এবার আর একা নন, পেছনে ছিলেন শখানেক দর্শক। সিনেমা শেষে নায়িকা ঐশীর সঙ্গে ছবি তুললেন তাঁরা।
এ বছর মুক্তি পেয়েছে ঐশীর প্রথম সিনেমা ‘মিশন এক্সট্রিম’। তাঁর শৈশবের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। ঐশী বলেন, ‘টিভিতে সিনেমা দেখে দেখে ছোটবেলায় স্বপ্ন দেখতাম নায়িকা হব। মনে মনে এও ভাবতাম, পর্দায় নিজেকে দেখার স্বপ্ন কি কখনো পূরণ হবে? সেই স্বপ্নটাই এবার পূরণ হলো আমার।’
এর জন্য অপেক্ষাও কম করতে হয়নি। করোনার জন্য ঐশীর তৈরি হওয়া তিন সিনেমা মুক্তি পেতে বিলম্ব হচ্ছিল। পরিচিতজনদের এক প্রশ্ন, কবে বড় পর্দায় পাওয়া যাবে তাঁকে? ঐশী উত্তর দিতে পারেননি। অপেক্ষা করেছেন। ছোট পর্দায় অভিনয়ের প্রস্তাব এসেছে কিন্তু অভিনয় করেননি। নিজেকে নায়িকা হিসেবেই বড় পর্দায় দেখতে চেয়েছেন বরাবর। গত বছর ডিসেম্বরে মুক্তি পায় ঐশী অভিনীত দুই সিনেমা। ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’, দুই সিনেমাতেই ঐশীর অভিনয় প্রশংসিত হয়েছে। ঐশী বলেন, ‘সিনেমা দুটি পরপর মুক্তি পেয়েছে, ভালো সাড়া পেয়েছি। “মিশন এক্সট্রিম” সিনেমা বেশ আলোচিত হয়েছে। “রাত জাগা ফুল” সিনেমাটিও খুব প্রশংসিত হয়েছে। অভিনয়টা আরও শিখতে চাই, অভিনয় নিয়েই থাকতে চাই।’
গত আট মাসে মুক্তির তালিকায় জমেছে ঐশীর আরও তিন সিনেমা। আগামী মাসে ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি। ‘নূর’ ও ‘আদম’ নামের আরও দুটি সিনেমা মুক্তির তারিখ নির্ধারণের অপেক্ষায় আছে। ঐশী বলেন, ‘সিনেমা তিনটি আমার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে। তিনটি সিনেমাই ভালো হয়েছে।’
এখন পর্যন্ত আরিফিন শুভর বিপরীতে সর্বাধিক তিনটি সিনেমায় অভিনয় করেছেন ঐশী। সহশিল্পী হিসেবে শুভকে নিয়ে ঐশী বলেন, ‘অসম্ভব রকমের ভালো একজন মানুষ ও অভিনেতা তিনি। শুটিং স্পটে অবসর পেলেই মজা করেন, গল্প করেন। কিন্তু, ক্যামেরার সামনে একেবারেই অন্য মানুষ। ওই সময় অভিনয়টাই তাঁর কাছে সব। কাজের সময় শতভাগ সিরিয়াস।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে