শিপুল ইসলাম, তারাগঞ্জ
তারাগঞ্জ উপজেলার যমুনেশ্বরী ও চিকলী নদীর চারটি ঘাটে দীর্ঘদিনেও সেতু নির্মাণ হয়নি। আশ্বাসেই একমাত্র ভরসা ওই চার ঘাট দিয়ে পারাপার হওয়া ৪৯টি গ্রামের ৬১ হাজার মানুষের। সেতু নির্মাণ না হওয়ায় এ অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বিরূপ প্রভাব পড়ছে।
উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে চিকলী নদীর শাইলবাড়ী ঘাট। এ ঘাটের দুই পাড়ে দরজিপাড়া, খ্যানপাড়া, ডাঙ্গাপাড়া, মহেশখোলা, শাইলবাড়ী, নলুয়াডাঙ্গা, প্রামাণিকপাড়া, ভীমপুর, মৌলভীপাড়া, বানিয়াপাড়াসহ ১২টি গ্রাম। ঘাটে সেতু না থাকায় ১০ হাজারেরও বেশি মানুষকে অতিরিক্ত ১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হচ্ছে।
ঘাটপারে কথা হলে শাইলবাড়ী গ্রামের আতিয়ার রহমান বলেন, ‘এটে সেতু বানে দিবার চায়া লাঙল, নৌকায় ভোট দিনো। এমপি বানাইনো, সরকার হইল। তাও এটে সেতু হইল না। একনা সেতুর জন্যে আর কত অপেক্ষা করমো।’
যমুনেশ্বরী নদীর নারায়ণজন ঘাটে সেতু নেই। শুকনো মৌসুমে এখানে স্থানীয় লোকজন বাঁশের সাঁকো দিয়ে চলাচল করেন। বর্ষা মৌসুমে কলাগাছের ভেলাই তাঁদের একমাত্র ভরসা। বর্ষা মৌসুমে সবচেয়ে ঝুঁকিতে পড়তে হয় কোমলমতি শিক্ষার্থীদের।
উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে হাড়িয়াকুঠি ইউনিয়নে নারায়ণজন ঘাটের অবস্থান। এ খেয়াঘাটের দুই পাড়ে আছে ১৫টি গ্রাম। এর মধ্যে নারায়ণজন, কবিরাজপাড়া, খিয়ারপাড়া, হাজিপাড়া, কুঠিপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া, চাকলা, জলুবার, বানিয়াপাড়া, জেলেপাড়া, নদীপাড়, মহিমাপুর, পাঁচালিসহ ১৫টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে সাঁকো দিয়ে পারাপার হয়ে উপজেলা সদরে যেতে হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ঘাটে পাকা কোনো সেতু নেই। বাঁশের যে সাঁকোটি আছে, তা বেশ নড়বড়ে। সাঁকোটির অর্ধেক অংশের বাঁশের পাটাতন খসে পড়ে গেছে। বেশ কয়েকটি খুঁটি সরে গেছে। যাতায়াতের বিকল্প কোনো রাস্তা না থাকায় পথচারীরা ওই সাঁকো দিয়ে অতি কষ্টে পারাপার হচ্ছেন।
কথা হয় নারায়ণজন গ্রামের গৃহবধূ বুলি মাইয়ের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘এটে একনা সেতু বানে দাও। বর্ষার সময় হামার খুব কষ্ট হয়। টেলিভিশনেই, পেপারেই দেখাচ্ছে রাস্তা, নদী নাই তাও সেতু বানে থামছে। হামার এটে নদী-ঘাট সহগ আছে সেতু বানাইতে সমস্যা কোনটি?
যমুনেশ্বরী নদীর গুরুত্বপূর্ণ আরেকটি ঘাট হলো কালারঘাট। এ ঘাটের দুই পাড়ে ১২টি গ্রাম। দীর্ঘ দিন ধরে সেতু নির্মাণের আশ্বাস পেলেও সেতু হয়নি। ১৭ হাজারেরও বেশি মানুষকে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে এয়ার ইউনিয়নে যমুনেশ্বরী নদীর এ ঘাটটি পারাপারে একমাত্র অবলম্বন বাঁশের সাঁকো। এ খেয়াঘাটের দুই পাড়ে শাহপাড়া, কাংলাচড়া, উজিয়াল, চারআনী, দোলাপাড়া, বুড়িরহাট, চিলাপাকসহ রয়েছে ১২টি গ্রাম। এলাকাবাসী চাঁদা তুলে ঘাটে সাঁকো বানালেও বর্ষাকালে যমুনেশ্বরী নদীর পানি বেড়ে সেটি ডুবে যায়। তখন নৌকা বা কলার ভেলাই ভরসা।
স্থানীয়রা জানান, ওই সাঁকো পেরিয়ে চিলাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসে। বর্ষাকালে শিক্ষার্থীদের নিয়ে শঙ্কায় দিন কাটে শিক্ষক ও অভিভাবকদের। কালারঘাটে সেতু না থাকায় বর্ষাকালে নদীর ওপারের উজিয়াল, শাহপাড়া, চারআনী গ্রামের বেশির ভাগ শিশু ভয়ে স্কুলে যেতে চায় না। যমুনেশ্বরী নদীর চাকলা ঘাটের দুই পাড়ের ১০টি গ্রামের ১৪ হাজার মানুষও যাতায়াতে ভোগান্তিতে পড়েন সেতু না থাকায়।
মহিমাপুর খেয়াঘাটে কথা হয় চাকলা গ্রামের সাইবুল ইসলামের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘এমপি, উপজেলা চেয়ারম্যান ভোটের সময় বাড়ি আসি সেতু বানে দিবার চায়। কথা শুনি মনে হয় এইবার সেতু পামো। কিন্তু ভোট বেরাইলে (শেষ হলে) চেনে না। এটে সেতু না থাকায় হামার কষ্টের ফসল হাটোত নিগি বেচপার পাই না। ছাওয়া ছোটগুলা ঠিকমতো স্কুল যাবার পায় না।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘গুরুত্বপূর্ণ ওই চারটি ঘাটে সেতু নির্মাণের জন্য এলজিইডির জেলা ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে কয়েকবার কথা হয়েছে।’
উপজেলা প্রকৌশলী আহম্মেদ হায়দার বলেন, ‘ওই চার ঘাটে সেতু না থাকার বিষয়টি জানা আছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। বরাদ্দ পেলে সেতু নির্মাণ করা হবে।’
তারাগঞ্জ উপজেলার যমুনেশ্বরী ও চিকলী নদীর চারটি ঘাটে দীর্ঘদিনেও সেতু নির্মাণ হয়নি। আশ্বাসেই একমাত্র ভরসা ওই চার ঘাট দিয়ে পারাপার হওয়া ৪৯টি গ্রামের ৬১ হাজার মানুষের। সেতু নির্মাণ না হওয়ায় এ অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বিরূপ প্রভাব পড়ছে।
উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে চিকলী নদীর শাইলবাড়ী ঘাট। এ ঘাটের দুই পাড়ে দরজিপাড়া, খ্যানপাড়া, ডাঙ্গাপাড়া, মহেশখোলা, শাইলবাড়ী, নলুয়াডাঙ্গা, প্রামাণিকপাড়া, ভীমপুর, মৌলভীপাড়া, বানিয়াপাড়াসহ ১২টি গ্রাম। ঘাটে সেতু না থাকায় ১০ হাজারেরও বেশি মানুষকে অতিরিক্ত ১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হচ্ছে।
ঘাটপারে কথা হলে শাইলবাড়ী গ্রামের আতিয়ার রহমান বলেন, ‘এটে সেতু বানে দিবার চায়া লাঙল, নৌকায় ভোট দিনো। এমপি বানাইনো, সরকার হইল। তাও এটে সেতু হইল না। একনা সেতুর জন্যে আর কত অপেক্ষা করমো।’
যমুনেশ্বরী নদীর নারায়ণজন ঘাটে সেতু নেই। শুকনো মৌসুমে এখানে স্থানীয় লোকজন বাঁশের সাঁকো দিয়ে চলাচল করেন। বর্ষা মৌসুমে কলাগাছের ভেলাই তাঁদের একমাত্র ভরসা। বর্ষা মৌসুমে সবচেয়ে ঝুঁকিতে পড়তে হয় কোমলমতি শিক্ষার্থীদের।
উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে হাড়িয়াকুঠি ইউনিয়নে নারায়ণজন ঘাটের অবস্থান। এ খেয়াঘাটের দুই পাড়ে আছে ১৫টি গ্রাম। এর মধ্যে নারায়ণজন, কবিরাজপাড়া, খিয়ারপাড়া, হাজিপাড়া, কুঠিপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া, চাকলা, জলুবার, বানিয়াপাড়া, জেলেপাড়া, নদীপাড়, মহিমাপুর, পাঁচালিসহ ১৫টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে সাঁকো দিয়ে পারাপার হয়ে উপজেলা সদরে যেতে হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ঘাটে পাকা কোনো সেতু নেই। বাঁশের যে সাঁকোটি আছে, তা বেশ নড়বড়ে। সাঁকোটির অর্ধেক অংশের বাঁশের পাটাতন খসে পড়ে গেছে। বেশ কয়েকটি খুঁটি সরে গেছে। যাতায়াতের বিকল্প কোনো রাস্তা না থাকায় পথচারীরা ওই সাঁকো দিয়ে অতি কষ্টে পারাপার হচ্ছেন।
কথা হয় নারায়ণজন গ্রামের গৃহবধূ বুলি মাইয়ের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘এটে একনা সেতু বানে দাও। বর্ষার সময় হামার খুব কষ্ট হয়। টেলিভিশনেই, পেপারেই দেখাচ্ছে রাস্তা, নদী নাই তাও সেতু বানে থামছে। হামার এটে নদী-ঘাট সহগ আছে সেতু বানাইতে সমস্যা কোনটি?
যমুনেশ্বরী নদীর গুরুত্বপূর্ণ আরেকটি ঘাট হলো কালারঘাট। এ ঘাটের দুই পাড়ে ১২টি গ্রাম। দীর্ঘ দিন ধরে সেতু নির্মাণের আশ্বাস পেলেও সেতু হয়নি। ১৭ হাজারেরও বেশি মানুষকে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে এয়ার ইউনিয়নে যমুনেশ্বরী নদীর এ ঘাটটি পারাপারে একমাত্র অবলম্বন বাঁশের সাঁকো। এ খেয়াঘাটের দুই পাড়ে শাহপাড়া, কাংলাচড়া, উজিয়াল, চারআনী, দোলাপাড়া, বুড়িরহাট, চিলাপাকসহ রয়েছে ১২টি গ্রাম। এলাকাবাসী চাঁদা তুলে ঘাটে সাঁকো বানালেও বর্ষাকালে যমুনেশ্বরী নদীর পানি বেড়ে সেটি ডুবে যায়। তখন নৌকা বা কলার ভেলাই ভরসা।
স্থানীয়রা জানান, ওই সাঁকো পেরিয়ে চিলাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসে। বর্ষাকালে শিক্ষার্থীদের নিয়ে শঙ্কায় দিন কাটে শিক্ষক ও অভিভাবকদের। কালারঘাটে সেতু না থাকায় বর্ষাকালে নদীর ওপারের উজিয়াল, শাহপাড়া, চারআনী গ্রামের বেশির ভাগ শিশু ভয়ে স্কুলে যেতে চায় না। যমুনেশ্বরী নদীর চাকলা ঘাটের দুই পাড়ের ১০টি গ্রামের ১৪ হাজার মানুষও যাতায়াতে ভোগান্তিতে পড়েন সেতু না থাকায়।
মহিমাপুর খেয়াঘাটে কথা হয় চাকলা গ্রামের সাইবুল ইসলামের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘এমপি, উপজেলা চেয়ারম্যান ভোটের সময় বাড়ি আসি সেতু বানে দিবার চায়। কথা শুনি মনে হয় এইবার সেতু পামো। কিন্তু ভোট বেরাইলে (শেষ হলে) চেনে না। এটে সেতু না থাকায় হামার কষ্টের ফসল হাটোত নিগি বেচপার পাই না। ছাওয়া ছোটগুলা ঠিকমতো স্কুল যাবার পায় না।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘গুরুত্বপূর্ণ ওই চারটি ঘাটে সেতু নির্মাণের জন্য এলজিইডির জেলা ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে কয়েকবার কথা হয়েছে।’
উপজেলা প্রকৌশলী আহম্মেদ হায়দার বলেন, ‘ওই চার ঘাটে সেতু না থাকার বিষয়টি জানা আছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। বরাদ্দ পেলে সেতু নির্মাণ করা হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২০ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে