নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শেখ হাসিনা কঠোর অবস্থানে রয়েছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা পূজামণ্ডপে হামলা চালিয়েছে, হিন্দুদের ঘরবাড়িতে হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কারও রেহাই নেই, এর বিচার হবেই।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির উদ্যোগে ‘করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
গত ১২ বছরে দেশের কোনো পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি যারা একাত্তরে বাংলাদেশ চায়নি, আসন্ন নির্বাচন সামনে রেখে এবং আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে সেই সাম্প্রদায়িক অপশক্তিই আজ দেশে বিশৃঙ্খলা করার পাঁয়তারা করছে। এই সাম্প্রদায়িক অপশক্তির নির্বাক যুগের ঠিকানা হচ্ছে বিএনপি। তারা নীলনকশা করে দেশে বিশৃঙ্খলার মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করার কথা ভাবছে।’
আগামী বছর চারটি মেগা প্রকল্পের উদ্বোধন করা হবে জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু, স্বপ্নের মেট্রোরেল, বিআরটি এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেল আগামী বছর খুলে দেওয়া হবে। তবে বিআরটি প্রজেক্টের কাজ অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিছু সমস্যার কারণে সেটি এখনো শেষ হয়নি। এটি হয়ে গেলে গাজীপুরের মানুষের আর দুর্ভোগ থাকবে না।’
ব্যবসায়ীদের রাজনীতিতে আসা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি ব্যবসায়ীদের রাজনীতিতে আসার বিপক্ষে নই। তবে রাজনীতি নিয়ে যে ব্যবসা করে তাকে আমি ঘৃণা করি। রাজনীতি যদি ব্যবসার হাতিয়ার হয়, তখন রাজনীতিও থাকে না, ব্যবসাও নষ্ট হয়।’
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগের বিষয়ে কাদের বলেন, ‘যার সঙ্গে যার বনে না তাকে বলা হচ্ছে রাজাকার। একজন প্রতিপক্ষ আরেকজন প্রতিপক্ষের নামে এমন অভিযোগ পাঠাচ্ছেন আমাদের দলীয় কার্যালয়ে। অভিযোগের স্তূপ জমে গেছে। তবে আমরা প্রকৃত লোকদেরই মনোনয়ন দেওয়ার চেষ্টা করছি। আমরাও তো মানুষ, কিছু ভুল হতেই পারে। তবে আমাদের কিছু নেতা জনগণের লক্ষ্য বোঝেন না বোঝেন নিজের লক্ষ্য।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসীম উদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্যরা।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শেখ হাসিনা কঠোর অবস্থানে রয়েছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা পূজামণ্ডপে হামলা চালিয়েছে, হিন্দুদের ঘরবাড়িতে হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কারও রেহাই নেই, এর বিচার হবেই।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির উদ্যোগে ‘করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
গত ১২ বছরে দেশের কোনো পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি যারা একাত্তরে বাংলাদেশ চায়নি, আসন্ন নির্বাচন সামনে রেখে এবং আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে সেই সাম্প্রদায়িক অপশক্তিই আজ দেশে বিশৃঙ্খলা করার পাঁয়তারা করছে। এই সাম্প্রদায়িক অপশক্তির নির্বাক যুগের ঠিকানা হচ্ছে বিএনপি। তারা নীলনকশা করে দেশে বিশৃঙ্খলার মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করার কথা ভাবছে।’
আগামী বছর চারটি মেগা প্রকল্পের উদ্বোধন করা হবে জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু, স্বপ্নের মেট্রোরেল, বিআরটি এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেল আগামী বছর খুলে দেওয়া হবে। তবে বিআরটি প্রজেক্টের কাজ অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিছু সমস্যার কারণে সেটি এখনো শেষ হয়নি। এটি হয়ে গেলে গাজীপুরের মানুষের আর দুর্ভোগ থাকবে না।’
ব্যবসায়ীদের রাজনীতিতে আসা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি ব্যবসায়ীদের রাজনীতিতে আসার বিপক্ষে নই। তবে রাজনীতি নিয়ে যে ব্যবসা করে তাকে আমি ঘৃণা করি। রাজনীতি যদি ব্যবসার হাতিয়ার হয়, তখন রাজনীতিও থাকে না, ব্যবসাও নষ্ট হয়।’
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগের বিষয়ে কাদের বলেন, ‘যার সঙ্গে যার বনে না তাকে বলা হচ্ছে রাজাকার। একজন প্রতিপক্ষ আরেকজন প্রতিপক্ষের নামে এমন অভিযোগ পাঠাচ্ছেন আমাদের দলীয় কার্যালয়ে। অভিযোগের স্তূপ জমে গেছে। তবে আমরা প্রকৃত লোকদেরই মনোনয়ন দেওয়ার চেষ্টা করছি। আমরাও তো মানুষ, কিছু ভুল হতেই পারে। তবে আমাদের কিছু নেতা জনগণের লক্ষ্য বোঝেন না বোঝেন নিজের লক্ষ্য।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসীম উদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্যরা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে