গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে প্রধান ডাকঘরের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দরপত্রের দেওয়া নিয়ম না মেনে তড়িঘড়ি করে নির্মাণকাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট পোস্টমাস্টার জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আসার কারণে তড়িঘড়ি নির্মাণকাজ করতে চাপ রয়েছে। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। অনিয়ম হলে কাজে বাধা দেওয়া হবে বলে জানান তিনি।
সরেজমিন ঘুরে দেখা যায়, প্রধান ডাকঘরের নির্মাণকাজ শেষের পথে। জানা গেছে চলছে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ। জানা গেছে, ভবন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। ইটের গাঁথুনি দিয়ে সঙ্গে সঙ্গেই তার ওপর দেওয়া হয়েছে প্লাস্টার। ইটা গাঁথুনির এক সপ্তাহ পর্যন্ত দেয়ালে পানি দেওয়ার পর প্লাস্টার করার কথা। এদিকে সীমানাপ্রাচীর নির্মাণে ব্যবহার করা হচ্ছে না কোনো পিলার। এর ইটের গাঁথুনিতেও সঙ্গে সঙ্গেই দেওয়া হচ্ছে প্লাস্টার।
শ্রীপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার মো. ফায়জুদ্দিন বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) টেলিযোগাযোগ মন্ত্রী এই পোস্ট অফিস পরিদর্শনের কথা ছিল। এজন্য কাজ একটু তাড়াতাড়ি শেষ করতে বলা হয়েছে। তবে কাজ শেষ করতে অনিয়ম মেনে নেওয়া হবে না। অনিয়ম করলে কাজে বাধা দেওয়া হবে।’ আপনার সামনেই তো অনিয়ম হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার অফিসে অনেক কাজ, তাই বাইরে নজর দিতে পারছি না।’
নির্মাণকাজের দায়িত্বে থাকা মেসার্স মোস্তফা কামালের ঠিকাদার তাজুল ইসলাম বলেন, ‘দরপত্রে দেওয়া নিয়ম অনুযায়ী নির্মাণকাজ হচ্ছে।’ আপনি তো ইটের গাঁথুনি দেওয়ার সঙ্গে সঙ্গে প্লাস্টার করছেন? এটা কি নিয়মের মধ্যে পড়ে? এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ব্যস্ততার কথা বলে তিনি ফোন কেটে দেন।
গাজীপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার নূর কুতুবুল আলম বলেন, ‘আজ আমি একটু ব্যস্ত আছি, মন্ত্রী মহোদয় আসছেন; এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গাজীপুরের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী শাকিল আহমেদ বলেন, ‘মন্ত্রীর আসাকে কেন্দ্র করে কোনোভাবেই নির্মাণকাজে তড়িঘড়ি করে অনিয়মের সুযোগ নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী গতকাল গাজীপুর সদর ডাকঘর পরিদর্শন করেন। তবে তিনি শ্রীপুরে যাননি।
গাজীপুরের শ্রীপুরে প্রধান ডাকঘরের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দরপত্রের দেওয়া নিয়ম না মেনে তড়িঘড়ি করে নির্মাণকাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট পোস্টমাস্টার জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আসার কারণে তড়িঘড়ি নির্মাণকাজ করতে চাপ রয়েছে। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। অনিয়ম হলে কাজে বাধা দেওয়া হবে বলে জানান তিনি।
সরেজমিন ঘুরে দেখা যায়, প্রধান ডাকঘরের নির্মাণকাজ শেষের পথে। জানা গেছে চলছে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ। জানা গেছে, ভবন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। ইটের গাঁথুনি দিয়ে সঙ্গে সঙ্গেই তার ওপর দেওয়া হয়েছে প্লাস্টার। ইটা গাঁথুনির এক সপ্তাহ পর্যন্ত দেয়ালে পানি দেওয়ার পর প্লাস্টার করার কথা। এদিকে সীমানাপ্রাচীর নির্মাণে ব্যবহার করা হচ্ছে না কোনো পিলার। এর ইটের গাঁথুনিতেও সঙ্গে সঙ্গেই দেওয়া হচ্ছে প্লাস্টার।
শ্রীপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার মো. ফায়জুদ্দিন বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) টেলিযোগাযোগ মন্ত্রী এই পোস্ট অফিস পরিদর্শনের কথা ছিল। এজন্য কাজ একটু তাড়াতাড়ি শেষ করতে বলা হয়েছে। তবে কাজ শেষ করতে অনিয়ম মেনে নেওয়া হবে না। অনিয়ম করলে কাজে বাধা দেওয়া হবে।’ আপনার সামনেই তো অনিয়ম হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার অফিসে অনেক কাজ, তাই বাইরে নজর দিতে পারছি না।’
নির্মাণকাজের দায়িত্বে থাকা মেসার্স মোস্তফা কামালের ঠিকাদার তাজুল ইসলাম বলেন, ‘দরপত্রে দেওয়া নিয়ম অনুযায়ী নির্মাণকাজ হচ্ছে।’ আপনি তো ইটের গাঁথুনি দেওয়ার সঙ্গে সঙ্গে প্লাস্টার করছেন? এটা কি নিয়মের মধ্যে পড়ে? এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ব্যস্ততার কথা বলে তিনি ফোন কেটে দেন।
গাজীপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার নূর কুতুবুল আলম বলেন, ‘আজ আমি একটু ব্যস্ত আছি, মন্ত্রী মহোদয় আসছেন; এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গাজীপুরের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী শাকিল আহমেদ বলেন, ‘মন্ত্রীর আসাকে কেন্দ্র করে কোনোভাবেই নির্মাণকাজে তড়িঘড়ি করে অনিয়মের সুযোগ নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী গতকাল গাজীপুর সদর ডাকঘর পরিদর্শন করেন। তবে তিনি শ্রীপুরে যাননি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে