জামালপুর প্রতিনিধি
অতিরিক্ত অটোরিকশার চাপে যানজটে নাকাল জামালপুর শহরবাসী। উপজেলা থেকে জেলা শহরে আসতে সাধারণ মানুষকে শহরের প্রবেশ মুখে যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। শহরের প্রবেশ মুখে দিনের পর দিন যানজট লেগে থাকলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, শহরের যানজট নিরসনে কাজ করা হচ্ছে। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের রাস্তার উন্নয়নকাজ চলছে। শিগগিরই যানজট কমবে।
জানা গেছে, শহরের গেইটপাড় থেকে সকালবাজার, কালিঘাট পর্যন্ত রাস্তায় সকাল থেকে দুপুর পর্যন্ত সৃষ্টি হয় দীর্ঘ যানজট। শহর পেরিয়ে সরকারি অফিস আদালত এবং একমাত্র চিকিৎসা সেবার কেন্দ্র জামালপুর জেনারেল হাসপাতালে আসা রোগীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। ভোগান্তির যেন শেষ নেই সাধারণ মানুষের চলাচলে। ঘণ্টার পর ঘণ্টা অটোরিকশা, রিকশায় যাতায়াতকারীদের বসে থাকতে হচ্ছে।
শহরের ফুলবাড়িয়া এলাকার আশরাফ হোসেন বলেন, শহরে যানজটের কারণে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। সকাল ৯টায় গেইটপাড় থেকে জেলা প্রশাসক কার্যালয়ে যাবার জন্য অটোরিকশায় উঠেছি। গেইটপাড় থেকে কালিঘাট আসতে ৪০ মিনিট সময় লেগেছে। জরুরি কাজ করতে গেলে রাস্তার বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এতো অটোরিকশা শহরে চলাচল করছে প্রতিকারের জন্য কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
স্টেশন রোড এলাকার সামছুল হক বলেন, শহরের স্টেশন বাজার হয়ে নয়াপাড়া পাঁচরাস্তার মোড় হয়ে গেলেও সমস্যা। ক্ষণে ক্ষণে সিএনজি, অটোরিকশা এবং ভারী যানবাহনের কারণে লম্বা লাইনে জটলায় পড়ে থাকতে হয়। এ কারণে দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকেও দায়ি করছেন তিনি।
জামালপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তার উন্নয়নকাজ চলছে। এইসব রাস্তার উন্নয়নকাজের কারণে শহরের অলিগলির রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সকল যানবাহনের চাপ পড়ছে শহরের প্রধান সড়কে। এ ছাড়া অতিমাত্রায় ব্যাটারি চালিত অটোরিকশা বেশি থাকার কারণে এই যানজট বেড়ে গেছে। জামালপুর পৌরসভার হিসেব মতে জামালপুর শহরে অটোরিকশা চলাচল করছে ১২ থেকে ১৩ হাজার। শহরের স্টেশন রোড, দয়াময়ী মোড়, মেডিকেল রোড, তামালতলা, দৈনিক আনন্দগঞ্জ বাজার রোড, মাতৃসদন রোড, নয়াপাড়া পাঁচ রাস্তার মোড়ে দীর্ঘ যানজটের নাকাল হতে হয় পৌরবাসীর। নয়াপাড়া এলাকার ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, শহরের পাঁচ রাস্তা মোড় হয়ে ৫টি উপজেলার যানবাহন চলাচল করে।
দয়াময়ী এলাকার হোটেল ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, শহরের যানজট বেড়ে গেছে। দীর্ঘ যানজটে ব্যবসা করা মুশকিল হয়ে পড়েছে। কাস্টমার রাস্তার ওপাশ থেকে এপাশে আসতে পারে না। আমার হোটেলের সঙ্গে ২টি স্কুল। স্কুল ছুটি হলে ছাত্রীদের রাস্তা পারাপার হতে অনেক কষ্ট হয়।
জামালপুর পরিবেশ আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, ‘জামালপুর শহরের প্রধান সমস্যা এখন যানজট। এক রাস্তার শহর হওয়ায় সব ধরনের যানবাহনও এক রাস্তার ওপর দিয়ে চলাচল করছে। আর অটোরিকশা অতিরিক্ত চলাচল করায় কোনভাবেই এর সমাধান হচ্ছে না। জামালপুর রেলওয়ে স্টেশন থেকে গেইটপাড় হয়ে শহরে আসতে সাধারণ মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় অটোরিকশায়। শহরের যানজট নিয়ে পৌর কর্তৃপক্ষ বার বার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, শহরের যানজট নিরসনে কাজ করছি। পৌর এলাকার প্রতিটি ওযার্ডে রাস্তার উন্নয়নকাজ চলছে। বেশির ভাগ রাস্তায়ই এখন যানবাহন চলাচল করছে। আগের চেয়ে অনেক যানজট কমেছে।
অতিরিক্ত অটোরিকশার চাপে যানজটে নাকাল জামালপুর শহরবাসী। উপজেলা থেকে জেলা শহরে আসতে সাধারণ মানুষকে শহরের প্রবেশ মুখে যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। শহরের প্রবেশ মুখে দিনের পর দিন যানজট লেগে থাকলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, শহরের যানজট নিরসনে কাজ করা হচ্ছে। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের রাস্তার উন্নয়নকাজ চলছে। শিগগিরই যানজট কমবে।
জানা গেছে, শহরের গেইটপাড় থেকে সকালবাজার, কালিঘাট পর্যন্ত রাস্তায় সকাল থেকে দুপুর পর্যন্ত সৃষ্টি হয় দীর্ঘ যানজট। শহর পেরিয়ে সরকারি অফিস আদালত এবং একমাত্র চিকিৎসা সেবার কেন্দ্র জামালপুর জেনারেল হাসপাতালে আসা রোগীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। ভোগান্তির যেন শেষ নেই সাধারণ মানুষের চলাচলে। ঘণ্টার পর ঘণ্টা অটোরিকশা, রিকশায় যাতায়াতকারীদের বসে থাকতে হচ্ছে।
শহরের ফুলবাড়িয়া এলাকার আশরাফ হোসেন বলেন, শহরে যানজটের কারণে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। সকাল ৯টায় গেইটপাড় থেকে জেলা প্রশাসক কার্যালয়ে যাবার জন্য অটোরিকশায় উঠেছি। গেইটপাড় থেকে কালিঘাট আসতে ৪০ মিনিট সময় লেগেছে। জরুরি কাজ করতে গেলে রাস্তার বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এতো অটোরিকশা শহরে চলাচল করছে প্রতিকারের জন্য কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
স্টেশন রোড এলাকার সামছুল হক বলেন, শহরের স্টেশন বাজার হয়ে নয়াপাড়া পাঁচরাস্তার মোড় হয়ে গেলেও সমস্যা। ক্ষণে ক্ষণে সিএনজি, অটোরিকশা এবং ভারী যানবাহনের কারণে লম্বা লাইনে জটলায় পড়ে থাকতে হয়। এ কারণে দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকেও দায়ি করছেন তিনি।
জামালপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তার উন্নয়নকাজ চলছে। এইসব রাস্তার উন্নয়নকাজের কারণে শহরের অলিগলির রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সকল যানবাহনের চাপ পড়ছে শহরের প্রধান সড়কে। এ ছাড়া অতিমাত্রায় ব্যাটারি চালিত অটোরিকশা বেশি থাকার কারণে এই যানজট বেড়ে গেছে। জামালপুর পৌরসভার হিসেব মতে জামালপুর শহরে অটোরিকশা চলাচল করছে ১২ থেকে ১৩ হাজার। শহরের স্টেশন রোড, দয়াময়ী মোড়, মেডিকেল রোড, তামালতলা, দৈনিক আনন্দগঞ্জ বাজার রোড, মাতৃসদন রোড, নয়াপাড়া পাঁচ রাস্তার মোড়ে দীর্ঘ যানজটের নাকাল হতে হয় পৌরবাসীর। নয়াপাড়া এলাকার ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, শহরের পাঁচ রাস্তা মোড় হয়ে ৫টি উপজেলার যানবাহন চলাচল করে।
দয়াময়ী এলাকার হোটেল ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, শহরের যানজট বেড়ে গেছে। দীর্ঘ যানজটে ব্যবসা করা মুশকিল হয়ে পড়েছে। কাস্টমার রাস্তার ওপাশ থেকে এপাশে আসতে পারে না। আমার হোটেলের সঙ্গে ২টি স্কুল। স্কুল ছুটি হলে ছাত্রীদের রাস্তা পারাপার হতে অনেক কষ্ট হয়।
জামালপুর পরিবেশ আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, ‘জামালপুর শহরের প্রধান সমস্যা এখন যানজট। এক রাস্তার শহর হওয়ায় সব ধরনের যানবাহনও এক রাস্তার ওপর দিয়ে চলাচল করছে। আর অটোরিকশা অতিরিক্ত চলাচল করায় কোনভাবেই এর সমাধান হচ্ছে না। জামালপুর রেলওয়ে স্টেশন থেকে গেইটপাড় হয়ে শহরে আসতে সাধারণ মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় অটোরিকশায়। শহরের যানজট নিয়ে পৌর কর্তৃপক্ষ বার বার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, শহরের যানজট নিরসনে কাজ করছি। পৌর এলাকার প্রতিটি ওযার্ডে রাস্তার উন্নয়নকাজ চলছে। বেশির ভাগ রাস্তায়ই এখন যানবাহন চলাচল করছে। আগের চেয়ে অনেক যানজট কমেছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে