মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরে পূর্ণিমা তিথিতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। তিথি অনুযায়ী ৬ থেকে ৮ নভেম্বর দুবলার চরের আলোর কোলে তিন দিনব্যাপী এই উৎসব হবে।
তবে জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও পুণ্যার্থী ছাড়া অন্যদের এ সময় সুন্দরবনে ভ্রমণ বন্ধ থাকবে। ঐতিহ্যবাহী এই উৎসব ঘিরে সুন্দরবনের উপকূলজুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। তীর্থযাত্রীর ছদ্মবেশে হরিণ শিকার বন্ধে বন বিভাগসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবারও বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, রাসপূর্ণিমায় তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য বন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। নির্ধারিত পাঁচটি পথ হলো মোংলা বন্দরের পশুর নদ হয়ে দুবলার চর; শরণখোলার বগি-বলেশ্বর-কচিখালী হয়ে দুবলার চর; বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলা নদী-পাটকোস্টা হয়ে দুবলার চর; কয়রা ও আড়ুয়া হয়ে দুবলার চর এবং নলিয়ান স্টেশন থেকে মরজান ও শিবসা নদী হয়ে দুবলার চর।
সুন্দরবনের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে আজকের পত্রিকাকে বলেন, প্রতিবছরের মতো এ বছরও তীর্থযাত্রীদের সুন্দরবন থেকে জ্বালানি কাঠ সংগ্রহের অনুমতি দেওয়া হবে না। নিজেদের জ্বালানি সংগ্রহ করে নিয়ে যেতে হবে। কোনো রকম মাংস বহনও নিষিদ্ধ করা হয়েছে।
তীর্থযাত্রীরা কোনো রকম বনজ সম্পদ যাতে বিনষ্ট না করেন সে জন্যও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। মেলাকে কেন্দ্র করে কেউ যাতে বন থেকে হরিণ শিকার করতে না পারে, সে জন্য এবারও কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। হরিণ শিকার রোধে সুন্দরবনের গুরুত্বপূর্ণ জায়গায় বন বিভাগের বিশেষ দল কাজ শুরু করেছে।
এ ছাড়া বন বিভাগের স্মার্ট প্যাট্রল টিমও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। দুবলার চরে মেলার তিন দিন বন বিভাগের আরও তিনটি টহল দল সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
রাস উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, ‘করোনা সংক্রমণ এড়াতে এবারও খুবই স্বল্প পরিসরে রাস উৎসবের আয়োজন করা হয়েছে। আশা করছি, এ বছর সবার সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে এই উৎসব সম্পন্ন করব।’
সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরে পূর্ণিমা তিথিতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। তিথি অনুযায়ী ৬ থেকে ৮ নভেম্বর দুবলার চরের আলোর কোলে তিন দিনব্যাপী এই উৎসব হবে।
তবে জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও পুণ্যার্থী ছাড়া অন্যদের এ সময় সুন্দরবনে ভ্রমণ বন্ধ থাকবে। ঐতিহ্যবাহী এই উৎসব ঘিরে সুন্দরবনের উপকূলজুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। তীর্থযাত্রীর ছদ্মবেশে হরিণ শিকার বন্ধে বন বিভাগসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবারও বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, রাসপূর্ণিমায় তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য বন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। নির্ধারিত পাঁচটি পথ হলো মোংলা বন্দরের পশুর নদ হয়ে দুবলার চর; শরণখোলার বগি-বলেশ্বর-কচিখালী হয়ে দুবলার চর; বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলা নদী-পাটকোস্টা হয়ে দুবলার চর; কয়রা ও আড়ুয়া হয়ে দুবলার চর এবং নলিয়ান স্টেশন থেকে মরজান ও শিবসা নদী হয়ে দুবলার চর।
সুন্দরবনের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে আজকের পত্রিকাকে বলেন, প্রতিবছরের মতো এ বছরও তীর্থযাত্রীদের সুন্দরবন থেকে জ্বালানি কাঠ সংগ্রহের অনুমতি দেওয়া হবে না। নিজেদের জ্বালানি সংগ্রহ করে নিয়ে যেতে হবে। কোনো রকম মাংস বহনও নিষিদ্ধ করা হয়েছে।
তীর্থযাত্রীরা কোনো রকম বনজ সম্পদ যাতে বিনষ্ট না করেন সে জন্যও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। মেলাকে কেন্দ্র করে কেউ যাতে বন থেকে হরিণ শিকার করতে না পারে, সে জন্য এবারও কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। হরিণ শিকার রোধে সুন্দরবনের গুরুত্বপূর্ণ জায়গায় বন বিভাগের বিশেষ দল কাজ শুরু করেছে।
এ ছাড়া বন বিভাগের স্মার্ট প্যাট্রল টিমও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। দুবলার চরে মেলার তিন দিন বন বিভাগের আরও তিনটি টহল দল সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
রাস উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, ‘করোনা সংক্রমণ এড়াতে এবারও খুবই স্বল্প পরিসরে রাস উৎসবের আয়োজন করা হয়েছে। আশা করছি, এ বছর সবার সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে এই উৎসব সম্পন্ন করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে