Ajker Patrika

খাদ্যগুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম)
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৩: ৫৫
খাদ্যগুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে সরকারি খাদ্যগুদাম থেকে বজরা ইউনিয়ন পরিষদে (ইউপি) নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এসব চাল ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) কার্ডধারীদের মধ্যে বিতরণ করতে না পারায় ১৪ দিন ধরে ইউপির গুদামে পড়ে আছে।

বজরা ইউপি সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর ২৯০ জন ভিডব্লিউবি কার্ডধারী প্রতিজনের বিপরীতে ৩০ কেজি করে চাল উলিপুর সরকারি খাদ্যগুদাম থেকে সরবরাহ করা হয়। এসব চাল নিম্নমানের, দুর্গন্ধযুক্ত এবং খাবার অযোগ্য হওয়ায় উপকারভোগীরা তা নেননি। এরপর বজরা ইউপির চেয়ারম্যান খারাপ চালের বিষয়টি খাদ্যগুদাম কর্মকর্তা, ইউএনও এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানান। পরে চাল পরিবর্তন করে ভালো চাল দেওয়ার কথা বলে টালবাহানা করে আসছে খাদ্যগুদাম কর্তৃপক্ষ।

গতকাল রোববার বজরা ইউপির কার্যালয়ে গিয়ে দেখা গেছে, নিম্নমানের চালের বস্তা পরিষদের গুদামে রাখা হয়েছে। ১৪ দিন আগে এসব চাল তোলা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্যগুদামের কয়েকজন মিলার জানান, খাদ্যগুদাম কর্মকর্তার যোগসাজশে সরকারি খাদ্যগুদাম থেকে ভালো চাল বের করে নিয়ে একটি চক্র নিম্নমানের চাল বিতরণ করছে। ওই চক্র প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলেন না।

বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার বলেন, ডিসেম্বর মাসের ভিজিডির চাল নিম্নমানের ও খাবার অযোগ্য হওয়া তা বিতরণ করা হয়নি। বিষয়টি খাদ্যগুদাম কর্মকর্তা, ইউএনও এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। খাদ্যগুদামের কর্মকর্তা চাল পরিবর্তন করে দিতে চেয়েছেন। কয়েক দিন হয়ে গেল এখনো বিষয়টি সুরাহা হয়নি।

বজরা ইউপির ভিডব্লিউবির চাল নিম্নমানের হওয়ার কথা স্বীকার করেছেন খাদ্যগুদাম কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা চাল পরিবর্তন করে দিতে চেয়েছি।’ নিম্নমানের চাল সরকারি খাদ্যগুদাম থেকে কীভাবে সরবরাহ করা হলো জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে এক মাস আগে যোগদান করেছি। আগের কর্মকর্তা গুদামে খারাপ চাল নেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।’

উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মিসবাহুল হোসাইন জানান, খাদ্যগুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহ করার প্রশ্নই ওঠে না। বিষয়টি খতিয়ে দেখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, ‘বিষয়টি নিয়ে আমি খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলে ভালো চাল বিতরণের ব্যবস্থা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত