বিনোদন ডেস্ক
অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও সুনাম আছে পরিণীতি চোপড়ার। এত দিন তিনি গানটা করতেন শখের বশে। তবে এবার পেশাদার সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পরিণীতি। গান রেকর্ডের জন্য সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন এন্টারটেইনমেন্ট কনসালট্যান্ট নামের এক প্রতিষ্ঠানের সঙ্গে। এ প্রতিষ্ঠানের ব্যানারে নতুন গান প্রকাশ করবেন পরিণীতি, অংশ নেবেন কনসার্টেও।
নতুন এ যাত্রা শুরুর শুভক্ষণে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন পরিণীতি। তাতে দেখা যাচ্ছে, স্টুডিওতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘গান আমার কাছে সব সময়ই ভালো লাগার জায়গা। অগনিত মিউজিশিয়ানদের স্টেজে পারফর্ম করতে দেখেছি। এবার সেই সংগীত দুনিয়ায় আমিও পা রাখলাম। আমি যেমন উত্তেজিত, তেমনই চিন্তিত। তবে সব ভয় দূরে রেখে গানের পথে যাত্রা শুরু করলাম। বলে বোঝাতে পারব না, আমি কী পরিমাণ খুশি।’
তবে গানে মন দিলেও অভিনয় চালিয়ে যাবেন, সে কথাও জানিয়েছেন পরিণীতি। জানা গেছে, এন্টারটেইনমেন্ট কনসালট্যান্টের ব্যানারে এ বছর বেশ কয়েকটি নতুন গান প্রকাশ করবেন তিনি।
এর আগে অনেক অনুষ্ঠানে পরিণীতির গানে মুগ্ধ হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়ায়ও তাঁর গাওয়া গান প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন সময়। ২০১৭ সালে নিজের অভিনীত ‘মেরে পেয়ারি বিন্দু’ সিনেমায় ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানে কণ্ঠ দেন পরিণীতি। এরপর ২০১৯ সালে ‘কেশরি’ সিনেমার ‘তেরি মিট্টি’ গানেও মুগ্ধতা ছড়ান। ২০২১ সালে ‘গার্ল অন দ্য ট্রেন’ সিনেমার ‘মাতলাবি ইয়ারিয়া’ও তাঁর সংগীত ক্যারিয়ারের উল্লেখযোগ্য গান। এ ছাড়া গত বছর রাঘব চাড্ডার সঙ্গে তাঁর যে বিয়ের ভিডিওটি প্রকাশ পায়, তার নেপথ্যে বেজেছে পরিণীতির কণ্ঠে ‘ও পিয়া’। অভিনয়ের মতো গানেও সাফল্য পাবেন পরিণীতি, এ প্রত্যাশা সবার।
অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও সুনাম আছে পরিণীতি চোপড়ার। এত দিন তিনি গানটা করতেন শখের বশে। তবে এবার পেশাদার সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পরিণীতি। গান রেকর্ডের জন্য সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন এন্টারটেইনমেন্ট কনসালট্যান্ট নামের এক প্রতিষ্ঠানের সঙ্গে। এ প্রতিষ্ঠানের ব্যানারে নতুন গান প্রকাশ করবেন পরিণীতি, অংশ নেবেন কনসার্টেও।
নতুন এ যাত্রা শুরুর শুভক্ষণে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন পরিণীতি। তাতে দেখা যাচ্ছে, স্টুডিওতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘গান আমার কাছে সব সময়ই ভালো লাগার জায়গা। অগনিত মিউজিশিয়ানদের স্টেজে পারফর্ম করতে দেখেছি। এবার সেই সংগীত দুনিয়ায় আমিও পা রাখলাম। আমি যেমন উত্তেজিত, তেমনই চিন্তিত। তবে সব ভয় দূরে রেখে গানের পথে যাত্রা শুরু করলাম। বলে বোঝাতে পারব না, আমি কী পরিমাণ খুশি।’
তবে গানে মন দিলেও অভিনয় চালিয়ে যাবেন, সে কথাও জানিয়েছেন পরিণীতি। জানা গেছে, এন্টারটেইনমেন্ট কনসালট্যান্টের ব্যানারে এ বছর বেশ কয়েকটি নতুন গান প্রকাশ করবেন তিনি।
এর আগে অনেক অনুষ্ঠানে পরিণীতির গানে মুগ্ধ হয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়ায়ও তাঁর গাওয়া গান প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন সময়। ২০১৭ সালে নিজের অভিনীত ‘মেরে পেয়ারি বিন্দু’ সিনেমায় ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানে কণ্ঠ দেন পরিণীতি। এরপর ২০১৯ সালে ‘কেশরি’ সিনেমার ‘তেরি মিট্টি’ গানেও মুগ্ধতা ছড়ান। ২০২১ সালে ‘গার্ল অন দ্য ট্রেন’ সিনেমার ‘মাতলাবি ইয়ারিয়া’ও তাঁর সংগীত ক্যারিয়ারের উল্লেখযোগ্য গান। এ ছাড়া গত বছর রাঘব চাড্ডার সঙ্গে তাঁর যে বিয়ের ভিডিওটি প্রকাশ পায়, তার নেপথ্যে বেজেছে পরিণীতির কণ্ঠে ‘ও পিয়া’। অভিনয়ের মতো গানেও সাফল্য পাবেন পরিণীতি, এ প্রত্যাশা সবার।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে