নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রথমে ইঙ্গিত মিলেছিল চলতি বছরের জুনে হতে পারে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন। তবে তিন মাস আগে এক সাংগঠনিক সভায় কেন্দ্রীয় নেতারা ঘোষণা দেন—জুনে নয়, ১ অক্টোবরেই হবে সম্মেলন।
কিন্তু নানা জটিলতায় সে ঘোষণাও বাস্তবায়ন হচ্ছে না।নগর আওয়ামী লীগের দুই ধারার অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব, সব ওয়ার্ড ও থানা ইউনিটের সম্মেলন শেষ না হওয়া এবং দুর্গাপূজা—মোটা দাগে এ তিন কারণেই ঘোষিত সময়ে সম্মেলন করা যাচ্ছে না বলে দলীয় সূত্রে জানা গেছে। এমনকি সব ইউনিটের সম্মেলন অনুষ্ঠান নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে, তাতে কবে নাগাদ নগর আওয়ামী লীগের সম্মেলন হবে, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
জানা গেছে, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগে সারা দেশের সব ইউনিটের সম্মেলন সম্পন্ন করার সাংগঠনিক বাধ্যবাধকতা রয়েছে। এ লক্ষ্যে গত ২৫ মে চট্টগ্রামে সাংগঠনিক সভায় এসে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ঘোষণা দিয়েছিলেন, চলতি বছরের ১ অক্টোবর নগর আওয়ামী লীগের সম্মেলন হবে।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই কেন্দ্রীয় নেতা সেপ্টেম্বরের মধ্যে সব ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন সম্পন্ন করতে বলেছিলেন। কিন্তু নানা অভিযোগ ও দ্বন্দ্বের কারণে এখনো অনেক ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলন শেষ করা যায়নি। সময়স্বল্পতার কারণে চলতি মাসের মধ্যে সব সম্মেলন শেষ করা সম্ভবও হবে না। আবার ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা। সে কারণে ১ অক্টোবর সম্মেলন হচ্ছে না।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগে প্রায় চার দশক ধরে দুটি ধারা বিদ্যমান রয়েছে। এর একটি ধারা প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর এবং আরেকটি ধারা সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের। মহিউদ্দিনের মৃত্যুর পর অনুসারীরা তাঁর ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের হয়ে রাজনীতি করছেন।
২০২১ সালের ১৬ নভেম্বর থেকে চট্টগ্রাম নগরীর ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে ইউনিট সম্মেলন শুরু হলে দুটি ধারার মধ্যে বিরোধ আরও জোরালো হয়। আ জ ম নাছিরের সঙ্গে ভেড়েন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীও। অন্যদিকে ইউনিট সম্মেলনের শুরু থেকেই নওফেলের অনুসারীরা অভিযোগ করতে থাকেন মাহতাব-নাছিরের ইচ্ছায় তৃণমূলে সম্মেলন হচ্ছে।
সম্মেলন নিয়ে সংঘাত ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর কেন্দ্র থেকে গত ২৩ ডিসেম্বর ওয়ার্ড সম্মেলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।পরে বিরোধ নিরসনে গত জানুয়ারিতে কেন্দ্র থেকে পাঁচ সদস্যের একটি ‘রিভিউ কমিটি’ গঠন করে দেওয়া হয়। রিভিউ কমিটি কেন্দ্রের অনুমতি নিয়ে ১৫ সাংগঠনিক থানার জন্য নগর আওয়ামী লীগের একজন করে নেতাকে দায়িত্ব দিয়ে ১৫টি কমিটি গঠন করে। তাদের ইউনিট সম্মেলন নিয়ে অভিযোগ যাচাই-বাছাই ও দ্বন্দ্ব-সংঘাত নিরসন করে সম্মেলন করার দায়িত্ব দেওয়া হয়। এরপর নতুন করে সম্মেলন শুরু হয়।
নগর আওয়ামী লীগের একটি সূত্র জানায়, সংগঠনের ১৩২টি ইউনিটের মধ্যে ১২০টির মতো সম্মেলন শেষ হয়েছে। কিন্তু সেসব সম্মেলন নিয়ে এবারও নানা আপত্তি উঠে। এ পরিস্থিতিতে গত শনিবার সকালে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সার্কিট হাউসে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক এবং ১৫ সাংগঠনিক কমিটির প্রধানদের নিয়ে বৈঠক করেন।
বৈঠকে অংশ নেওয়া দুজন নেতা আজকের পত্রিকাকে জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা করে প্রথম দফায় ১৭ ওয়ার্ডের তারিখ ঘোষণা করা হবে। পরে ১৮ সেপ্টেম্বর আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উপস্থিতিতে চট্টগ্রামে আরেকটি সভা করে বাকি ওয়ার্ডগুলোতে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আমরা নগর আওয়ামী লীগের সম্মেলন করার আগে প্রতিটি ওয়ার্ড ও থানার সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তা সম্পন্ন করা সম্ভব হয়নি। আবার ১ অক্টোবর দুর্গাপূজা শুরু হবে। এ কারণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পুনর্নির্ধারণ করা হবে।
প্রথমে ইঙ্গিত মিলেছিল চলতি বছরের জুনে হতে পারে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন। তবে তিন মাস আগে এক সাংগঠনিক সভায় কেন্দ্রীয় নেতারা ঘোষণা দেন—জুনে নয়, ১ অক্টোবরেই হবে সম্মেলন।
কিন্তু নানা জটিলতায় সে ঘোষণাও বাস্তবায়ন হচ্ছে না।নগর আওয়ামী লীগের দুই ধারার অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব, সব ওয়ার্ড ও থানা ইউনিটের সম্মেলন শেষ না হওয়া এবং দুর্গাপূজা—মোটা দাগে এ তিন কারণেই ঘোষিত সময়ে সম্মেলন করা যাচ্ছে না বলে দলীয় সূত্রে জানা গেছে। এমনকি সব ইউনিটের সম্মেলন অনুষ্ঠান নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে, তাতে কবে নাগাদ নগর আওয়ামী লীগের সম্মেলন হবে, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
জানা গেছে, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগে সারা দেশের সব ইউনিটের সম্মেলন সম্পন্ন করার সাংগঠনিক বাধ্যবাধকতা রয়েছে। এ লক্ষ্যে গত ২৫ মে চট্টগ্রামে সাংগঠনিক সভায় এসে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ঘোষণা দিয়েছিলেন, চলতি বছরের ১ অক্টোবর নগর আওয়ামী লীগের সম্মেলন হবে।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই কেন্দ্রীয় নেতা সেপ্টেম্বরের মধ্যে সব ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন সম্পন্ন করতে বলেছিলেন। কিন্তু নানা অভিযোগ ও দ্বন্দ্বের কারণে এখনো অনেক ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলন শেষ করা যায়নি। সময়স্বল্পতার কারণে চলতি মাসের মধ্যে সব সম্মেলন শেষ করা সম্ভবও হবে না। আবার ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা। সে কারণে ১ অক্টোবর সম্মেলন হচ্ছে না।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগে প্রায় চার দশক ধরে দুটি ধারা বিদ্যমান রয়েছে। এর একটি ধারা প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর এবং আরেকটি ধারা সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের। মহিউদ্দিনের মৃত্যুর পর অনুসারীরা তাঁর ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের হয়ে রাজনীতি করছেন।
২০২১ সালের ১৬ নভেম্বর থেকে চট্টগ্রাম নগরীর ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে ইউনিট সম্মেলন শুরু হলে দুটি ধারার মধ্যে বিরোধ আরও জোরালো হয়। আ জ ম নাছিরের সঙ্গে ভেড়েন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীও। অন্যদিকে ইউনিট সম্মেলনের শুরু থেকেই নওফেলের অনুসারীরা অভিযোগ করতে থাকেন মাহতাব-নাছিরের ইচ্ছায় তৃণমূলে সম্মেলন হচ্ছে।
সম্মেলন নিয়ে সংঘাত ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর কেন্দ্র থেকে গত ২৩ ডিসেম্বর ওয়ার্ড সম্মেলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।পরে বিরোধ নিরসনে গত জানুয়ারিতে কেন্দ্র থেকে পাঁচ সদস্যের একটি ‘রিভিউ কমিটি’ গঠন করে দেওয়া হয়। রিভিউ কমিটি কেন্দ্রের অনুমতি নিয়ে ১৫ সাংগঠনিক থানার জন্য নগর আওয়ামী লীগের একজন করে নেতাকে দায়িত্ব দিয়ে ১৫টি কমিটি গঠন করে। তাদের ইউনিট সম্মেলন নিয়ে অভিযোগ যাচাই-বাছাই ও দ্বন্দ্ব-সংঘাত নিরসন করে সম্মেলন করার দায়িত্ব দেওয়া হয়। এরপর নতুন করে সম্মেলন শুরু হয়।
নগর আওয়ামী লীগের একটি সূত্র জানায়, সংগঠনের ১৩২টি ইউনিটের মধ্যে ১২০টির মতো সম্মেলন শেষ হয়েছে। কিন্তু সেসব সম্মেলন নিয়ে এবারও নানা আপত্তি উঠে। এ পরিস্থিতিতে গত শনিবার সকালে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সার্কিট হাউসে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক এবং ১৫ সাংগঠনিক কমিটির প্রধানদের নিয়ে বৈঠক করেন।
বৈঠকে অংশ নেওয়া দুজন নেতা আজকের পত্রিকাকে জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা করে প্রথম দফায় ১৭ ওয়ার্ডের তারিখ ঘোষণা করা হবে। পরে ১৮ সেপ্টেম্বর আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উপস্থিতিতে চট্টগ্রামে আরেকটি সভা করে বাকি ওয়ার্ডগুলোতে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আমরা নগর আওয়ামী লীগের সম্মেলন করার আগে প্রতিটি ওয়ার্ড ও থানার সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তা সম্পন্ন করা সম্ভব হয়নি। আবার ১ অক্টোবর দুর্গাপূজা শুরু হবে। এ কারণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পুনর্নির্ধারণ করা হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪