সম্পাদকীয়
তিনি পূর্ণিয়া জেলা স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিকা এবং পাটনা সায়েন্স কলেজ থেকে আইএসসি পাস করার পর ওই কলেজ থেকে অর্থনীতিতে অনার্সসহ বিএ পাস করেন। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করেন। প্রবেশিকা পরীক্ষায় ভালো করার জন্য ডিভিশনাল স্কলারশিপ পেয়েছিলেন। এরপর পাটনা ল’ কলেজ থেকে আইনে বিএল ডিগ্রি লাভের পর ১৯৩১ সালে তিনি আইন পেশা শুরু করেন। এ পেশায় তিনি সফলও হন।
কংগ্রেসের রাজনীতিতে যোগ দিয়ে তিনি পূর্ণিয়ার জেলা কংগ্রেসের সেক্রেটারি হন। ১৯৪০-৪১ ও ১৯৪২-৪৫ সালে রাজনৈতিক বন্দী হিসেবে তিনি ভাগলপুর জেলে আটক ছিলেন। পরবর্তী সময়ে রাজনৈতিক মতবিরোধ হওয়ায় তিনি কংগ্রেস ত্যাগ করে সমাজতন্ত্রী দলে যোগ দেন।
একাডেমিক পড়াশোনার বাইরে তাঁর ছিল বিপুল এবং বিস্তৃত অধ্যয়ন। মার্ক্সীয় দ্বন্দ্ব থেকে শুরু করে ফরাসি সাহিত্য, ইতিহাস, পুরাণ, মনস্তত্ত্ব–সবকিছুতেই ছিল তাঁর আগ্রহ।
নিজের লেখার ব্যাপারে অতৃপ্ত, প্রচারবিমুখ, নির্জন, নীরব মানুষটি নিজের ব্যাপারে কখনো মুখ খোলেননি। নিজেকে আড়ালে রেখেছেন জীবনব্যাপী। তাঁকে চিনতে হয় তাঁর লেখার মধ্য দিয়ে এবং রাজনৈতিক, সামাজিক দৃষ্টিভঙ্গির বিচারবোধ থেকে।
জাগরী, চিত্রগুপ্তের ফাইল ও ঢোঁড়াই চরিত মানস হলো তাঁর অন্যতম উপন্যাস। গল্প-উপন্যাস মিলে তাঁর প্রকাশিত লেখার সংখ্যা পনেরোর বেশি নয়। এত কম লেখার কারণ হলো তিনি মাত্র ১৫-১৬ বছর সাহিত্যচর্চা করেছেন। আর একটা কারণ, বেশি লেখার ব্যাপারে তাঁর কোনো উৎসাহ ছিল না, যা লিখেছেন তা নিয়েও কখনো আত্মসন্তুষ্টিতে ভোগেননি। ঢোঁড়াই চরিত মানসের মতো উপন্যাস লেখার পরও তিনি ‘ঢোঁড়াই’ প্রবন্ধে তাঁর অতৃপ্তির কথা বলেছেন।
১৯৬৫ সালের ৩০ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
তিনি পূর্ণিয়া জেলা স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিকা এবং পাটনা সায়েন্স কলেজ থেকে আইএসসি পাস করার পর ওই কলেজ থেকে অর্থনীতিতে অনার্সসহ বিএ পাস করেন। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করেন। প্রবেশিকা পরীক্ষায় ভালো করার জন্য ডিভিশনাল স্কলারশিপ পেয়েছিলেন। এরপর পাটনা ল’ কলেজ থেকে আইনে বিএল ডিগ্রি লাভের পর ১৯৩১ সালে তিনি আইন পেশা শুরু করেন। এ পেশায় তিনি সফলও হন।
কংগ্রেসের রাজনীতিতে যোগ দিয়ে তিনি পূর্ণিয়ার জেলা কংগ্রেসের সেক্রেটারি হন। ১৯৪০-৪১ ও ১৯৪২-৪৫ সালে রাজনৈতিক বন্দী হিসেবে তিনি ভাগলপুর জেলে আটক ছিলেন। পরবর্তী সময়ে রাজনৈতিক মতবিরোধ হওয়ায় তিনি কংগ্রেস ত্যাগ করে সমাজতন্ত্রী দলে যোগ দেন।
একাডেমিক পড়াশোনার বাইরে তাঁর ছিল বিপুল এবং বিস্তৃত অধ্যয়ন। মার্ক্সীয় দ্বন্দ্ব থেকে শুরু করে ফরাসি সাহিত্য, ইতিহাস, পুরাণ, মনস্তত্ত্ব–সবকিছুতেই ছিল তাঁর আগ্রহ।
নিজের লেখার ব্যাপারে অতৃপ্ত, প্রচারবিমুখ, নির্জন, নীরব মানুষটি নিজের ব্যাপারে কখনো মুখ খোলেননি। নিজেকে আড়ালে রেখেছেন জীবনব্যাপী। তাঁকে চিনতে হয় তাঁর লেখার মধ্য দিয়ে এবং রাজনৈতিক, সামাজিক দৃষ্টিভঙ্গির বিচারবোধ থেকে।
জাগরী, চিত্রগুপ্তের ফাইল ও ঢোঁড়াই চরিত মানস হলো তাঁর অন্যতম উপন্যাস। গল্প-উপন্যাস মিলে তাঁর প্রকাশিত লেখার সংখ্যা পনেরোর বেশি নয়। এত কম লেখার কারণ হলো তিনি মাত্র ১৫-১৬ বছর সাহিত্যচর্চা করেছেন। আর একটা কারণ, বেশি লেখার ব্যাপারে তাঁর কোনো উৎসাহ ছিল না, যা লিখেছেন তা নিয়েও কখনো আত্মসন্তুষ্টিতে ভোগেননি। ঢোঁড়াই চরিত মানসের মতো উপন্যাস লেখার পরও তিনি ‘ঢোঁড়াই’ প্রবন্ধে তাঁর অতৃপ্তির কথা বলেছেন।
১৯৬৫ সালের ৩০ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে