শাহীন রহমান, পাবনা
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচনে এবার পৃথক প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দ্বিবার্ষিক-বার্ষিক এ নির্বাচনে মো. নাসির উদ্দিন চৌধুরী সভাপতি ও কাজী খোরশেদ আলম পল্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। চারটি কেন্দ্রে সিবিএ নির্বাচনের ভোট হয়। গত রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ নির্বাচনে ১৩টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে ৮৪৩ জন ভোটারের মধ্যে ঢাকাসহ ৪টি কেন্দ্রে ৭৮৬ জন ভোট দেন। কেন্দ্রগুলো হলো, ঢাকার সেগুনবাগিচা লিয়াজোঁ অফিস, খুলনা বন্দর কর্তৃপক্ষের মিলনায়তন, বন্দরের হিরণপয়েন্ট রেস্ট হাউস ও মোংলা বন্দর স্কুল অ্যান্ড কলেজ।
নির্বাচনে নাসির-ফিরোজ প্যানেল থেকে নাসির উদ্দিন চৌধুরী ছাতা প্রতীক নিয়ে ৩৮৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন মৃধা চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬২ ভোট।
নাসির মৃধা-পল্টু প্যানেল থেকে মো. খোরশেদ আলম পল্টু গরুর গাড়ি প্রতীক নিয়ে ৩৭৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এস এম ফিরোজ দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৬ ভোট।
কার্যকারী সভাপতি মো. মুসফিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি এ কে এম ফারুকুজ্জামান, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. সরোয়ার হোসেন খোকন ও সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. ওমর ফিরোজ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. নাসির উদ্দিন পাটোয়ারী ও কার্যনির্বাহী সদস্য পদে মো. ফজলুল হক নির্বাচিত হয়েছেন।
এবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন। নির্বাচনে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মাদ মুসা, খুলনা শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. মিজানুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. মাকরুজ্জামান মুন্সী, সদস্য মাসুদ উল্লাহসহ নির্বাচন কমিটির অন্যান্য সদস্য ও বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বন্দরের নিরাপত্তারক্ষীর পাশাপাশি আনসার ও পুলিশ সদস্যরা সকাল থেকেই কেন্দ্র ও এর আশপাশ এলাকাগুলোতে টহল জোরদার করে।
সিবিএ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন বলেন, মোংলা বন্দরের সিবিএ নির্বাচন সুন্দর, অবাধ ও নিরপেক্ষভাবে হয়েছে। ভোট শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রার্থীর কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচনে এবার পৃথক প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দ্বিবার্ষিক-বার্ষিক এ নির্বাচনে মো. নাসির উদ্দিন চৌধুরী সভাপতি ও কাজী খোরশেদ আলম পল্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। চারটি কেন্দ্রে সিবিএ নির্বাচনের ভোট হয়। গত রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ নির্বাচনে ১৩টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে ৮৪৩ জন ভোটারের মধ্যে ঢাকাসহ ৪টি কেন্দ্রে ৭৮৬ জন ভোট দেন। কেন্দ্রগুলো হলো, ঢাকার সেগুনবাগিচা লিয়াজোঁ অফিস, খুলনা বন্দর কর্তৃপক্ষের মিলনায়তন, বন্দরের হিরণপয়েন্ট রেস্ট হাউস ও মোংলা বন্দর স্কুল অ্যান্ড কলেজ।
নির্বাচনে নাসির-ফিরোজ প্যানেল থেকে নাসির উদ্দিন চৌধুরী ছাতা প্রতীক নিয়ে ৩৮৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন মৃধা চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬২ ভোট।
নাসির মৃধা-পল্টু প্যানেল থেকে মো. খোরশেদ আলম পল্টু গরুর গাড়ি প্রতীক নিয়ে ৩৭৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এস এম ফিরোজ দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৬ ভোট।
কার্যকারী সভাপতি মো. মুসফিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি এ কে এম ফারুকুজ্জামান, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. সরোয়ার হোসেন খোকন ও সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. ওমর ফিরোজ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. নাসির উদ্দিন পাটোয়ারী ও কার্যনির্বাহী সদস্য পদে মো. ফজলুল হক নির্বাচিত হয়েছেন।
এবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন। নির্বাচনে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মাদ মুসা, খুলনা শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. মিজানুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. মাকরুজ্জামান মুন্সী, সদস্য মাসুদ উল্লাহসহ নির্বাচন কমিটির অন্যান্য সদস্য ও বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বন্দরের নিরাপত্তারক্ষীর পাশাপাশি আনসার ও পুলিশ সদস্যরা সকাল থেকেই কেন্দ্র ও এর আশপাশ এলাকাগুলোতে টহল জোরদার করে।
সিবিএ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন বলেন, মোংলা বন্দরের সিবিএ নির্বাচন সুন্দর, অবাধ ও নিরপেক্ষভাবে হয়েছে। ভোট শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রার্থীর কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে