পাইকারি ও খুচরায় দামের বিস্তর ফারাক

আয়নাল হোসেন, ঢাকা
Thumbnail image

রাজধানীর কারওয়ান বাজার কাঁচা পণ্যের আড়তে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫-১১৬ টাকা। ২০ গজ দূরে খুচরা ব্যবসায়ীরা সেই পেঁয়াজ বিক্রি করছেন ১৩০ টাকা কেজি। পাইকারিতে যে আলুর দাম ৫০ টাকা, খুচরা বাজারে সেটি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা। 

শুধু পেঁয়াজ কিংবা আলু নয়, নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দামে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে পার্থক্য বেশ বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা এ জন্য পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ী করছেন। তবে ভোক্তারা বলছেন কারফিউর অজুহাতে বেশি দাম নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। 

দুই দিন আগে পাইকারি বাজারে প্রতি পিস ডিম ১১ টাকায় বিক্রি হয়েছিল। গতকাল মঙ্গলবার তা বেড়ে ১১ টাকা ৫০ থেকে ১১ টাকা ৬০ পয়সা দরে বিক্রি হয় বলে জানান তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমানত উল্লাহ। কিন্তু সেই ডিম পাড়া-মহল্লার দোকান থেকে প্রতি পিস ১৪-১৫ টাকা দামে কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। 

বাজারে সবজির দামও বেশ চড়া। গতকাল কারওয়ান বাজারে যে বেগুন ৬০-৭৫ টাকায় বিক্রি হয়েছে, তা রাজধানীর বনশ্রী এলাকায় ১০০-১২০ টাকা দামে বিক্রি হতে দেখা যায়। একইভাবে পাইকারিতে ৪৫-৫৫ টাকার ঢ্যাঁড়স খুচরায় ৭০-৮০ টাকা, ৪৫-৫০ টাকার ধুন্দল ৭০-৭৫ টাকা, ২০০ টাকার কাঁচা মরিচ ২৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। 

বাজারে নিত্যপণ্যের সরবরাহব্যবস্থা কেমন রয়েছে তা সরেজমিন দেখার জন্য গতকাল রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর বাজার পরিদর্শনে যান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।  

বেলা ২টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটে গিয়ে প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হতে দেখেন মন্ত্রী। ব্রয়লার মুরগির দাম এক দোকানে ১৮০ ও আরেকটিতে ১৯০ টাকা দাম দেখেন। এ সময় তিনি বলেন, প্যারাগনের সঙ্গে কথা হয়েছে, তারা কেজিপ্রতি ব্রয়লার ১৫০ টাকায় বিক্রি করছে। মুরগিতে ১০ শতাংশ লাভ করলেই যথেষ্ট। সেখানে কেজিপ্রতি ৩০-৪০ টাকা অনেক বেশি। প্রতিমন্ত্রী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি দেখার নির্দেশনা দেন। 

খুচরা ও পাইকারি বাজারে দামের পার্থক্য সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সহিংতার কারণে সরবরাহে সমস্যা হয়েছিল। পাইকারি বাজারে সরবরাহ বেড়েছে, এখন খুচরা বাজারেও দাম কমে আসবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত