নোয়াখালী ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আজ নোয়াখালী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে জেলা শহরের মাইজদী প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) থাকা রাজাকারদের প্রধান ঘাঁটি দখলের মধ্য দিয়ে নোয়াখালীর মাটিকে মুক্ত করে লাল-সবুজের বিজয় নিশান উড়িয়েছিলেন মুক্তিসেনারা।
১৯৭১ সালের ২৫ মার্চের পর প্রায় এক মাস ধরে নোয়াখালীকে মুক্ত রাখতে সক্ষম হয়েছিলেন মুক্তিকামী মানুষ ও বীর মুক্তিযোদ্ধারা। কিন্তু পাকিস্তানি সেনারা ২৩ এপ্রিল নোয়াখালী জেলা শহরে ঢুকে পড়ে।
পাকিস্তানি সেনারা কয়েক দফায় জেলা সদরের সোনাপুর, শ্রীপুর, গুপ্তাংক, রামহরিতালুক, বেগমগঞ্জের কুরীপাড়া, গোপালপুর ও আমিশাপাড়ায় নির্বিচারে গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় হানাদার বাহিনী গুলি ও পুড়িয়ে হত্যা করে দেড় শতাধিক নারী-পুরুষ ও শিশুকে। গান পাউডার দিয়ে জ্বালিয়ে দেয় ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। এরপর মুক্তিযোদ্ধারা দেশের অভ্যন্তরে ও ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র হাতে মাঠে নামে পাক-হানাদার ও রাজাকারদের বিরুদ্ধে।
নোয়াখালী মুক্ত দিবসের স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তযুদ্ধকালীন সি-জোন কমান্ডার এবং বর্তমান সেক্টর কমান্ডার্স ফোরামের জেলা সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন বলেন, ৭ ডিসেম্বর ভোর থেকে মুক্তিযোদ্ধারা নোয়াখালীকে শত্রুমুক্ত করার চূড়ান্ত অপারেশন শুরু করেন। সকাল সাড়ে ৮টার মধ্যে মুক্তিযোদ্ধারা একযোগে আক্রমণ চালিয়ে বেগমগঞ্জ চৌরাস্তাসংলগ্ন টেকনিক্যাল হাইস্কুলের রাজাকার ক্যাম্প মুক্ত করে এবং একই দিন সকাল ৯টার মধ্যে জেলা শহর মাইজদী বাজার ভকেশনাল ইনস্টিটিউট, নাহার মঞ্জিল, রৌশনবাণী সিনেমা হল, দত্তেরহাট ও সোনাপুর কোল্ড স্টোরেজের রাজাকাররা আত্মসমর্পণ করে।
নোয়াখালী মুক্ত দিবস উদ্যাপন পরিষদের সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিরন বলেন, দিবসটি উপলক্ষে আগামীকাল (আজ) মাইজদী পিটিআই সংলগ্ন মুক্ত স্কয়ারে বেলা ৩টায় পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের মিত্র দেশ ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিলে এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের মনোবল অনেক বেড়ে যায়। মুক্তিযোদ্ধারা দুটি দলে ভাগ হয়ে কোম্পানীগঞ্জ থানায় আক্রমণ চালান। ওই আক্রমণে পাকিস্তানি বাহিনীর ৯০ জন সদস্যকে অস্ত্রসহ আত্মসমর্পণে বাধ্য করা হয়। এর মাধ্যমে কোম্পানীগঞ্জকে পাকিস্তানি হানাদার মুক্ত করা হয়।
কোম্পানীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বসুরহাট পৌরসভার উদ্যোগে মুজিব কলেজের সামনে সকালে মুক্তিযোদ্ধা স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পরে শোভাযাত্রা, পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, ছয়জন শহীদ মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা এবং দুপুরে মুক্তিযোদ্ধাদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
আজ নোয়াখালী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে জেলা শহরের মাইজদী প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) থাকা রাজাকারদের প্রধান ঘাঁটি দখলের মধ্য দিয়ে নোয়াখালীর মাটিকে মুক্ত করে লাল-সবুজের বিজয় নিশান উড়িয়েছিলেন মুক্তিসেনারা।
১৯৭১ সালের ২৫ মার্চের পর প্রায় এক মাস ধরে নোয়াখালীকে মুক্ত রাখতে সক্ষম হয়েছিলেন মুক্তিকামী মানুষ ও বীর মুক্তিযোদ্ধারা। কিন্তু পাকিস্তানি সেনারা ২৩ এপ্রিল নোয়াখালী জেলা শহরে ঢুকে পড়ে।
পাকিস্তানি সেনারা কয়েক দফায় জেলা সদরের সোনাপুর, শ্রীপুর, গুপ্তাংক, রামহরিতালুক, বেগমগঞ্জের কুরীপাড়া, গোপালপুর ও আমিশাপাড়ায় নির্বিচারে গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় হানাদার বাহিনী গুলি ও পুড়িয়ে হত্যা করে দেড় শতাধিক নারী-পুরুষ ও শিশুকে। গান পাউডার দিয়ে জ্বালিয়ে দেয় ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। এরপর মুক্তিযোদ্ধারা দেশের অভ্যন্তরে ও ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র হাতে মাঠে নামে পাক-হানাদার ও রাজাকারদের বিরুদ্ধে।
নোয়াখালী মুক্ত দিবসের স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তযুদ্ধকালীন সি-জোন কমান্ডার এবং বর্তমান সেক্টর কমান্ডার্স ফোরামের জেলা সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন বলেন, ৭ ডিসেম্বর ভোর থেকে মুক্তিযোদ্ধারা নোয়াখালীকে শত্রুমুক্ত করার চূড়ান্ত অপারেশন শুরু করেন। সকাল সাড়ে ৮টার মধ্যে মুক্তিযোদ্ধারা একযোগে আক্রমণ চালিয়ে বেগমগঞ্জ চৌরাস্তাসংলগ্ন টেকনিক্যাল হাইস্কুলের রাজাকার ক্যাম্প মুক্ত করে এবং একই দিন সকাল ৯টার মধ্যে জেলা শহর মাইজদী বাজার ভকেশনাল ইনস্টিটিউট, নাহার মঞ্জিল, রৌশনবাণী সিনেমা হল, দত্তেরহাট ও সোনাপুর কোল্ড স্টোরেজের রাজাকাররা আত্মসমর্পণ করে।
নোয়াখালী মুক্ত দিবস উদ্যাপন পরিষদের সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিরন বলেন, দিবসটি উপলক্ষে আগামীকাল (আজ) মাইজদী পিটিআই সংলগ্ন মুক্ত স্কয়ারে বেলা ৩টায় পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের মিত্র দেশ ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিলে এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের মনোবল অনেক বেড়ে যায়। মুক্তিযোদ্ধারা দুটি দলে ভাগ হয়ে কোম্পানীগঞ্জ থানায় আক্রমণ চালান। ওই আক্রমণে পাকিস্তানি বাহিনীর ৯০ জন সদস্যকে অস্ত্রসহ আত্মসমর্পণে বাধ্য করা হয়। এর মাধ্যমে কোম্পানীগঞ্জকে পাকিস্তানি হানাদার মুক্ত করা হয়।
কোম্পানীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বসুরহাট পৌরসভার উদ্যোগে মুজিব কলেজের সামনে সকালে মুক্তিযোদ্ধা স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পরে শোভাযাত্রা, পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, ছয়জন শহীদ মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা এবং দুপুরে মুক্তিযোদ্ধাদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে