বিনোদন ডেস্ক
দক্ষিণ কলকাতায় বড় হয়েছে পর্ণা। পরিবারের সদস্য বলতে মোটে চারজন—মা, বাবা, ভাই আর সে। পর্ণার তাই ইচ্ছা ছিল, কোনো একান্নবর্তী পরিবারে বিয়ে করার। তাই ঘটা করে দেখেশুনে উত্তর কলকাতার এক বনেদি বাড়িতে বিয়ে দেওয়া হয় তার। পর্ণার জীবনসঙ্গী সৃজন বেজায় মা-ভক্ত। মায়ের অনুমতি ছাড়া এক পা-ও ফেলে না সে।
এই পরিবারে গিয়ে প্রথম দিকে মানিয়ে নিতে বেশ সমস্যায় পড়ে পর্ণা। বিয়ের আগে যেমনটা ভেবেছিল, শ্বশুরবাড়িতে সবার ভালোবাসা, সহযোগিতা পাবে; বাস্তবে ঘটে ঠিক উল্টোটা। ফলে প্রচণ্ড হাসি-খুশি চরিত্রের মেয়ে পর্ণা দিন দিন একবারে চুপসে যায়। শ্বশুরবাড়িতে একমাত্র তার কাছের মানুষ হলো ঠাম্মি অর্থাৎ লিলি চক্রবর্তী। তিনি পর্ণাকে নানা সময়ে নানাভাবে উপদেশ-পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। পর্ণাকে বলেন, ‘বিয়ের প্রথম বছর হলো নিম ফুলের মধু। তেতোটুকু পার করলে তবেই না মিঠের হদিস পাবি।’
এমন গল্প নিয়ে সোমবার থেকে জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। এতে পর্ণা চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা। স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা হয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন পল্লবী। এরপর টিভি পর্দায় সেভাবে আর পাওয়া যায়নি তাঁকে। অবশেষে নিম ফুলের মধুর পর্ণা হয়ে আবার ফিরলেন পল্লবী। এ ধারাবাহিকে তাঁর নায়ক রুবেল দাস।
‘মিঠাই’ ধারাবাহিকটি যে সময় প্রচার হতো, অর্থাৎ রাত ৮টা ৩০ মিনিটের স্লটেই (বাংলাদেশ সময়) দেখা যাবে ‘নিম ফুলের মধু’। পল্লবী কি মিঠাইয়ের জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারবেন? অভিনেত্রী বলছেন, ‘অনেক দিন পর টিভির পর্দায় ফিরে খুব আনন্দ লাগছে। এই যে দর্শকদের ঘরে আবার প্রতিদিন সন্ধ্যায় ফেরা, তাঁদের সঙ্গে নতুন করে আবার সম্পর্ক তৈরি হওয়া; সেটা নিয়ে খুব এক্সাইটেড। আর আমরা কিন্তু মিঠাইয়ের জায়গা নিতে আসিনি। নতুনভাবে জায়গা করতে এসেছি।’
দক্ষিণ কলকাতায় বড় হয়েছে পর্ণা। পরিবারের সদস্য বলতে মোটে চারজন—মা, বাবা, ভাই আর সে। পর্ণার তাই ইচ্ছা ছিল, কোনো একান্নবর্তী পরিবারে বিয়ে করার। তাই ঘটা করে দেখেশুনে উত্তর কলকাতার এক বনেদি বাড়িতে বিয়ে দেওয়া হয় তার। পর্ণার জীবনসঙ্গী সৃজন বেজায় মা-ভক্ত। মায়ের অনুমতি ছাড়া এক পা-ও ফেলে না সে।
এই পরিবারে গিয়ে প্রথম দিকে মানিয়ে নিতে বেশ সমস্যায় পড়ে পর্ণা। বিয়ের আগে যেমনটা ভেবেছিল, শ্বশুরবাড়িতে সবার ভালোবাসা, সহযোগিতা পাবে; বাস্তবে ঘটে ঠিক উল্টোটা। ফলে প্রচণ্ড হাসি-খুশি চরিত্রের মেয়ে পর্ণা দিন দিন একবারে চুপসে যায়। শ্বশুরবাড়িতে একমাত্র তার কাছের মানুষ হলো ঠাম্মি অর্থাৎ লিলি চক্রবর্তী। তিনি পর্ণাকে নানা সময়ে নানাভাবে উপদেশ-পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। পর্ণাকে বলেন, ‘বিয়ের প্রথম বছর হলো নিম ফুলের মধু। তেতোটুকু পার করলে তবেই না মিঠের হদিস পাবি।’
এমন গল্প নিয়ে সোমবার থেকে জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। এতে পর্ণা চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা। স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা হয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন পল্লবী। এরপর টিভি পর্দায় সেভাবে আর পাওয়া যায়নি তাঁকে। অবশেষে নিম ফুলের মধুর পর্ণা হয়ে আবার ফিরলেন পল্লবী। এ ধারাবাহিকে তাঁর নায়ক রুবেল দাস।
‘মিঠাই’ ধারাবাহিকটি যে সময় প্রচার হতো, অর্থাৎ রাত ৮টা ৩০ মিনিটের স্লটেই (বাংলাদেশ সময়) দেখা যাবে ‘নিম ফুলের মধু’। পল্লবী কি মিঠাইয়ের জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারবেন? অভিনেত্রী বলছেন, ‘অনেক দিন পর টিভির পর্দায় ফিরে খুব আনন্দ লাগছে। এই যে দর্শকদের ঘরে আবার প্রতিদিন সন্ধ্যায় ফেরা, তাঁদের সঙ্গে নতুন করে আবার সম্পর্ক তৈরি হওয়া; সেটা নিয়ে খুব এক্সাইটেড। আর আমরা কিন্তু মিঠাইয়ের জায়গা নিতে আসিনি। নতুনভাবে জায়গা করতে এসেছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে