ডা. নূরজাহান বেগম
‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে’ কথাটি আমরা বেশ গাম্ভীর্যপূর্ণ মনোভাব নিয়েই বলে থাকি। কিন্তু এই শিশুর পেছনে যে প্রাপ্তবয়স্ক মানুষটি লুকিয়ে আছে, তাকে সব সময় ছোট বলে অবহেলা করে থাকি। তার চিন্তাভাবনার ব্যাপ্তি আমাদের কাছে কেবলই পাঠ্যপুস্তকের বাণী আর আলোচনার বিষয়।
শারীরিক বৃদ্ধির পাশাপাশি শিশুর বুদ্ধি ও চেতনার বিকাশ বলতে আমরা বাবা-মা ও সাধারণ মানুষ যা বুঝি তা হলো, শিশু যেন ভালো করে পড়ালেখা শিখতে পারে। সেই সঙ্গে অর্জন করতে পারে গাণিতিক জ্ঞান।
কিন্তু বুদ্ধিবৃত্তিক চর্চা বিষয়টির পরিধি আসলে ব্যাপক। বেড়ে ওঠার সঙ্গে প্রতিনিয়ত পরিবর্তনশীল চিন্তাভাবনা, পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা এর সঙ্গে যুক্ত। এ ছাড়া সবকিছু আত্মস্থ করার পরিবর্তনশীল ও সাম্প্রতিক কৌশল শেখার মাধ্যমেও ঘটতে থাকে ছোট্ট শিশুর চেতনা ও বুদ্ধির বিকাশ। তৈরি হতে থাকে নিজস্ব আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদাবোধ। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শিশুর চিন্তাভাবনা ও বুদ্ধির বিকাশ হয়ে থাকে।
যেমন:
মায়ের গর্ভ থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর যে বিকাশ ঘটে, তা প্রারম্ভিক বিকাশ। এই স্তরে মস্তিষ্কের ৯০ শতাংশ গঠন সম্পূর্ণ হয়। এরপর শৈশব থেকে কৈশোর, বয়ঃসন্ধিকাল পার করে শিশু হয়ে ওঠে পরিপূর্ণ মানুষ। এ সময় একটি শিশু সবকিছু খুব আগ্রহ নিয়ে দেখে, জানতে চেষ্টা করে, খুঁটিয়ে খুঁটিয়ে অনুসন্ধান করতে পছন্দ করে এবং তার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামঞ্জস্য আনার চেষ্টা করে। এভাবেই চলতে থাকে পারিপার্শ্বিকতা নিয়ে তার ছোট্ট মস্তিষ্কের গবেষণা।
বর্তমান যান্ত্রিক জীবনের কঠিন ছকে আমরা শিশুদের এই অন্বেষণ করার মানসিকতা বুঝতে পারি না বা চাই না। আবার চাইলেও সময় করে উঠতে পারি না। বরং অভিযোগের ঝুড়ি নিয়ে বসি, যা তাদের ভবিষ্যৎ বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়।
তাই শারীরিক বৃদ্ধির পাশাপাশি শিশুর বুদ্ধির বিকাশের দিকেও নজর দিতে হবে।
যা করবেন
লেখক: ডা. নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে’ কথাটি আমরা বেশ গাম্ভীর্যপূর্ণ মনোভাব নিয়েই বলে থাকি। কিন্তু এই শিশুর পেছনে যে প্রাপ্তবয়স্ক মানুষটি লুকিয়ে আছে, তাকে সব সময় ছোট বলে অবহেলা করে থাকি। তার চিন্তাভাবনার ব্যাপ্তি আমাদের কাছে কেবলই পাঠ্যপুস্তকের বাণী আর আলোচনার বিষয়।
শারীরিক বৃদ্ধির পাশাপাশি শিশুর বুদ্ধি ও চেতনার বিকাশ বলতে আমরা বাবা-মা ও সাধারণ মানুষ যা বুঝি তা হলো, শিশু যেন ভালো করে পড়ালেখা শিখতে পারে। সেই সঙ্গে অর্জন করতে পারে গাণিতিক জ্ঞান।
কিন্তু বুদ্ধিবৃত্তিক চর্চা বিষয়টির পরিধি আসলে ব্যাপক। বেড়ে ওঠার সঙ্গে প্রতিনিয়ত পরিবর্তনশীল চিন্তাভাবনা, পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা এর সঙ্গে যুক্ত। এ ছাড়া সবকিছু আত্মস্থ করার পরিবর্তনশীল ও সাম্প্রতিক কৌশল শেখার মাধ্যমেও ঘটতে থাকে ছোট্ট শিশুর চেতনা ও বুদ্ধির বিকাশ। তৈরি হতে থাকে নিজস্ব আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদাবোধ। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শিশুর চিন্তাভাবনা ও বুদ্ধির বিকাশ হয়ে থাকে।
যেমন:
মায়ের গর্ভ থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর যে বিকাশ ঘটে, তা প্রারম্ভিক বিকাশ। এই স্তরে মস্তিষ্কের ৯০ শতাংশ গঠন সম্পূর্ণ হয়। এরপর শৈশব থেকে কৈশোর, বয়ঃসন্ধিকাল পার করে শিশু হয়ে ওঠে পরিপূর্ণ মানুষ। এ সময় একটি শিশু সবকিছু খুব আগ্রহ নিয়ে দেখে, জানতে চেষ্টা করে, খুঁটিয়ে খুঁটিয়ে অনুসন্ধান করতে পছন্দ করে এবং তার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামঞ্জস্য আনার চেষ্টা করে। এভাবেই চলতে থাকে পারিপার্শ্বিকতা নিয়ে তার ছোট্ট মস্তিষ্কের গবেষণা।
বর্তমান যান্ত্রিক জীবনের কঠিন ছকে আমরা শিশুদের এই অন্বেষণ করার মানসিকতা বুঝতে পারি না বা চাই না। আবার চাইলেও সময় করে উঠতে পারি না। বরং অভিযোগের ঝুড়ি নিয়ে বসি, যা তাদের ভবিষ্যৎ বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়।
তাই শারীরিক বৃদ্ধির পাশাপাশি শিশুর বুদ্ধির বিকাশের দিকেও নজর দিতে হবে।
যা করবেন
লেখক: ডা. নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে