নতুন বছরে নতুন সড়ক

মুলাদী প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০৭: ৪১
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৫: ৫৬

মুলাদীর চরবাহাদুপুর গ্রামের চুন্নু ফকিরের বাড়ি থেকে জামাল ঘরামির বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার নতুন রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে। এত দিন এই এলাকার মানুষ খালের পাড়ের সরু একটি পথ দিয়ে চলাচল করতেন। দীর্ঘ দিন চেষ্টার পর নতুন রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা।

বর্ষা মৌসুমে হাঁটু পানি ও কাঁদা ভেঙে চলাচল করতে হবে না বলে তাঁরা আশা প্রকাশ করেছেন। এখন কাঁচা রাস্তা নির্মাণ হলেও পরবর্তীতে রাস্তাটি পাকা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, কাজিরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবাহাদুর গ্রামে প্রায় ৩ হাজার মানুষ বসবাস করেন। চরবাহাদুরপুর খালের পাশ দিয়ে সরু একটি পথ দিয়ে যাতায়াত করতেন তাঁরা। এই রাস্তায় চলাচল করতে গিয়ে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁদের। বাসিন্দাদের দুর্ভোগ নিরসনে বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় রাস্তা নির্মাণের উদ্যোগ নেন।

প্রকল্প সভাপতি বশির জোমদ্দার বলেন, এই এলাকায় চলাচলের জন্য কোনো রাস্তা ছিল না। গাড়ি চলাচলতো দূরের কথা ভ্যানও ঢুকতে পারত না গ্রামে। তাই স্থানীয় বাসিন্দাদের ধান-চালের বস্তা মাথায় করে নিয়ে যেতে হতো। শুকনো মৌসুমে খালে পাড়ের পথ দিয়ে চলাচল করা গেলেও বর্ষাকালে কষ্ট আরও বেড়ে যেত। কাঁদা পানি ভেঙে যাতায়াত করতে হতো সবাইকে। এখন মাটির রাস্তা হয়েছে। ভবিষ্যতে পাকা রাস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চরবাহাদুরপুর গ্রামের চুন্নু ফকির বলেন, গ্রামের অনেক ছেলে-মেয়ে বিদ্যালয় ও কলেজে লেখাপড়া করে। রাস্তা না থাকায় শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে অনেক কষ্ট করতে হতো। নতুন রাস্তা হওয়ায় এসব শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে।

কাজিরচর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) কাঞ্চন সরদার বলেন, এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল রাস্তা নির্মাণ হবে এবং সেটি পাকা করা হবে। তাঁদের প্রত্যাশা পূরণের প্রথম ধাপ শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শেষ হবে। পরবর্তীতে রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হবে।

কাজিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মন্টু বিশ্বাস বলেন, চরবাহাদুরপুর গ্রামের মানুষের সুবিধায় রাস্তা নির্মাণে অনেক আগেই চাহিদা দেওয়া হয়েছিল। বরাদ্দ না থাকায় নির্মাণ করা যায়নি। কাবিখা প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত