Ajker Patrika

স্বাস্থ্যবিধি মেনেই চলুক ঘরের কাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১২: ০৮
স্বাস্থ্যবিধি মেনেই চলুক ঘরের কাজ

করোনার প্রকোপ বাড়ছে। ফলে নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বাড়ির কাজে সহায়তাকারী গৃহকর্মীকেও কিছু ব্যাপারে সচেতন করে তুলতে হবে, যাতে গৃহকর্মী নিজে ও পরিবারের সবাই নিরাপদে থাকতে পারেন। যা করা যেতে পারে:

  • অতিরিক্ত এক সেট কাপড় বাড়িতে এক সেট কাপড় রাখতে বলুন। গৃহকর্মী বাসায় প্রবেশের পর ভালোভাবে হাত–মুখ ধুয়ে কাপড় পাল্টে তারপর কাজ শুরু করবেন। যে কাপড়টি পাল্টাবেন তা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে পরদিন পরার জন্য রেখে দিতে হবে।
  • আলাদা মাস্ক ও গ্লাভস একটি বাক্সে কাপড়ের মাস্ক ও রাবারের গ্লাভস রাখুন। ঘর মোছা ও আসবাব পরিষ্কার করার সময় গ্লাভস পরে নিতে হবে। কাজ শেষ হওয়ার পর কাপড়ের মাস্ক ও গ্লাভস ডিটারজেন্ট দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করে পরবর্তী দিন ব্যবহারের উপযোগী করে রেখে যেতে হবে।
  • বাড়ির সবাই মাস্ক পরুনগৃহকর্মী বাড়িতে যতক্ষণ কাজ করবেন, ততক্ষণ মাস্ক পরে থাকবেন। পাশাপাশি ঝুঁকি এড়াতে বাড়ির সবাই মাস্ক পরে থাকতে পারলে আরও ভালো। যে মাস্ক পরবেন তা পরিচ্ছন্ন না করে দ্বিতীয়বার পরা যাবে না।

দূরত্ব বজায় রাখুন

গৃহকর্মী কাজ করার সময় সাধারণত গৃহকর্ত্রী তদারকি করেন। অনেক সময় রান্না, বাগান পরিষ্কার ও ঘর গোছানোর কাজগুলো অনেকে গৃহকর্মীকে সঙ্গে নিয়ে করেন। সে ক্ষেত্রে এ সময়ে তাঁর থেকে দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। শিশুর কাপড় পাল্টানো, গোসল ও খেয়াল রাখার কাজটিও নিজে করুন। বাড়ির যে ঘরে শিশু থাকবে, সে ঘরটি গৃহকর্মীর আওতামুক্ত রাখুন।

রাঁধুনি ছুটিতেই থাকুক

ঘর পরিষ্কার ও কাপড় ধোয়ার জন্য গৃহকর্মীকে ডাকতে হলেও বাবুর্চিকে রান্নার জন্য না ডাকাই ভালো হবে। পরিবারের সদস্যদের নিয়ে তরকারি কাটা, ধোয়া ও রান্নার কাজটি নিজেই করুন।

  • দরজার নব ও সুইচ পরিষ্কার করুন গৃহকর্মী কাজ সেরে বেরিয়ে যাওয়ার পর দরজার হ্যান্ডেল ও নবে জীবাণুনাশক স্প্রে করে মুছে নিন। পাশাপাশি লাইট ও ফ্যানের সুইচগুলো, যা গৃহকর্মী স্পর্শ করেছেন, সেসব পরিচ্ছন্ন রাখুন।

বাড়তি সতর্কতা

ছুটি শেষে ফেরার পর গৃহকর্মীর মধ্যে যদি হাঁচি, কাশি, জ্বর ইত্যাদি উপসর্গ দেখা যায়, তাহলে তাঁকে ছুটিতে রাখুন। আইসোলেশনে থেকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলুন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিন। সবচেয়ে ভালো হয় যদি তাঁকে করোনা পরীক্ষা করিয়ে নিতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত