চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন সামনে রেখে নজিরবিহীন সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সামিউল হক লিটন। গতকাল সোমবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
লিখিত বক্তব্যে সামিউল হক বলেন, যে পরিস্থিতি বিরাজ করছে, সেটি খুবই ভয়ংকর। প্রতিনিয়ত ঘটছে সহিংসতার ঘটনা। শহরজুড়ে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁর কর্মীদের ওপর হামলা, হুমকি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করছেন অভিযোগ এনে এর প্রতিবাদে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সামিউল হক লিটন বলেন, ‘প্রতীক বরাদ্দের পর সোহেল রানা, রিপন আলী, জাহিদুল দুলাল, মিলন আরী ও দিদার হোসেন নামের আমার ছয় কর্মীর ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ ছাড়া গত ২৬ অক্টোবর নির্বাচন স্থগিত হওয়ার আগে আমার ৯টি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার পর ২০ নভেম্বর শহরের বিদিরপুরে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। গত রোববার রাতে শহরের মসজিদপাড়া, শিবতলামোড়, পুরাতনবাজার ও ধানুর মোড়ের মোট চারটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। এঁরা কারা? এঁদের চিহ্নিত করার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। আমরা দেখতে চাই পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে।’
নির্বাচনের আগে সহিংসতা রোধে যে ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, দৃশ্যতই চাঁপাইনবাবগঞ্জে তা নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন সামিউল হক। তিনি বলেন, ‘আমি রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ দিয়েছি। স্থানীয় প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’
৩০ নভেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে মোট চারজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তাঁরা হলেন নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান, মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শামিউল হক লিটন, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান মুকুল।
এ ছাড়া ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানতে চাইলে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোখলেসুর রহমান অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘সামিউল হক লিটন নিজের পরাজয় নিশ্চিত জেনে অপপ্রচারে লিপ্ত রয়েছেন। তাঁর অফিস নিজেই ভেঙে আমার লোকজনে ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।’
পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের তিনটি অভিযোগ পেয়েছি। প্রতিটি অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছি।’
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন সামনে রেখে নজিরবিহীন সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সামিউল হক লিটন। গতকাল সোমবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
লিখিত বক্তব্যে সামিউল হক বলেন, যে পরিস্থিতি বিরাজ করছে, সেটি খুবই ভয়ংকর। প্রতিনিয়ত ঘটছে সহিংসতার ঘটনা। শহরজুড়ে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁর কর্মীদের ওপর হামলা, হুমকি ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করছেন অভিযোগ এনে এর প্রতিবাদে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সামিউল হক লিটন বলেন, ‘প্রতীক বরাদ্দের পর সোহেল রানা, রিপন আলী, জাহিদুল দুলাল, মিলন আরী ও দিদার হোসেন নামের আমার ছয় কর্মীর ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ ছাড়া গত ২৬ অক্টোবর নির্বাচন স্থগিত হওয়ার আগে আমার ৯টি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার পর ২০ নভেম্বর শহরের বিদিরপুরে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। গত রোববার রাতে শহরের মসজিদপাড়া, শিবতলামোড়, পুরাতনবাজার ও ধানুর মোড়ের মোট চারটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। এঁরা কারা? এঁদের চিহ্নিত করার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। আমরা দেখতে চাই পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে।’
নির্বাচনের আগে সহিংসতা রোধে যে ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, দৃশ্যতই চাঁপাইনবাবগঞ্জে তা নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন সামিউল হক। তিনি বলেন, ‘আমি রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ দিয়েছি। স্থানীয় প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’
৩০ নভেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে মোট চারজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তাঁরা হলেন নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান, মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শামিউল হক লিটন, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান মুকুল।
এ ছাড়া ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানতে চাইলে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোখলেসুর রহমান অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘সামিউল হক লিটন নিজের পরাজয় নিশ্চিত জেনে অপপ্রচারে লিপ্ত রয়েছেন। তাঁর অফিস নিজেই ভেঙে আমার লোকজনে ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।’
পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের তিনটি অভিযোগ পেয়েছি। প্রতিটি অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে