নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
নগরীর সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল শুক্রবার শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ঢাকায় মিরপুরের শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের সমর্থন নিয়ে মাতামাতি থাকলেও এর ছিটেফোঁটাও ছিল না সাগরিকায়। যে কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন তাঁদের প্রায় সকলেই গলা ফাটিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের সমর্থনে।
এই জুটি শতরান করার পর গ্যালারিতে লাল-সবুজ পতাকা হাতে সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন।
এরই মধ্যে স্টেডিয়ামে খেলা দেখতে আসা পাকিস্তানের এক তরুণ সমর্থককে ধাওয়া করে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। ওই তরুণ পরে একটি নালায় নেমে পড়েন। পরে খেলা না দেখেই স্টেডিয়াম ছাড়েন তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত ওই তরুণের নাম জানা যায়নি। তবে তাঁকে ধাওয়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে নালায় তাঁকে কান ধরে ক্ষমা চাইতেও দেখা গেছে। আগে থেকেই ঘোষণা ছিল—জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানি জার্সি পরে এলেই প্রতিহত করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানি জার্সি পরা ওই তরুণ আসতেই তাঁকে আটকান তাঁরা।
এ সময় ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। প্রথমেই তিনি বাংলাদেশ না পাকিস্তানের নাগরিক সেটি জানতে চান তাঁরা। পাকিস্তানি নাগরিক হলে পাসপোর্ট দেখাতে বলেন। এর মধ্যেই অবশ্য তাঁকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেন সবাই। ততক্ষণে তাঁর গা থেকে জার্সি টেনে ছিঁড়ে ফেলতে শুরু করেন কয়েকজন।
সম্ভাব্য পরিণতি বুঝতে পেরে ওই তরুণ সাগরিকার বিটাক মোড়ের দিকে দৌড় দেন। তাঁর পিছু পিছু ধাওয়া করেন ৩০-৪০ জন। একপর্যায়ে আতঙ্কিত ওই তরুণ সড়কের পাশের নালায় নেমে পড়েন। পরে সেখানে গিয়ে ওই তরুণকে হাতে থাকা বাঁশ দিয়ে আঘাত করেন কয়েক তরুণ। এ সময় আর কোনো দিন পাকিস্তানি জার্সি পরবেন না জানিয়ে ক্ষমা চাইতে থাকেন। পরে অবশ্য ওই তরুণকে ছেড়ে দেওয়া হয়।
এরপর এক নারীর সহায়তায় নালা থেকে উঠে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে স্টেডিয়াম এলাকা ছাড়েন ওই তরুণ।
মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি কাজী মো. সাইফুল ইসলাম রাসেল বলেন, ‘ঢাকায় খেলা চলার সময় আমরা ঘোষণা দিয়েছিলাম পাকিস্তানের জার্সি ও পতাকা নিয়ে কোনো বাংলাদেশি মাঠে প্রবেশ করতে পারবেন না।’
সেই ঘোষণা অনুযায়ী গতকাল খেলা শুরুর আগে থেকেই মাঠের প্রবেশপথে তাঁরা অবস্থান নেন। রাসেল আরও বলেন, ‘এক তরুণ পাকিস্তানের জার্সি পরে মাঠে প্রবেশের চেষ্টা করেন। প্রথমে আমরা তাঁকে বোঝাতে চেষ্টা করি। কিন্তু তিনি রাজি হননি। পরে তাঁর শরীর থেকে পাকিস্তানি জার্সি খুলে নেন আমাদের কর্মীরা।’
নগরীর সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল শুক্রবার শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ঢাকায় মিরপুরের শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের সমর্থন নিয়ে মাতামাতি থাকলেও এর ছিটেফোঁটাও ছিল না সাগরিকায়। যে কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন তাঁদের প্রায় সকলেই গলা ফাটিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের সমর্থনে।
এই জুটি শতরান করার পর গ্যালারিতে লাল-সবুজ পতাকা হাতে সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন।
এরই মধ্যে স্টেডিয়ামে খেলা দেখতে আসা পাকিস্তানের এক তরুণ সমর্থককে ধাওয়া করে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। ওই তরুণ পরে একটি নালায় নেমে পড়েন। পরে খেলা না দেখেই স্টেডিয়াম ছাড়েন তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত ওই তরুণের নাম জানা যায়নি। তবে তাঁকে ধাওয়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে নালায় তাঁকে কান ধরে ক্ষমা চাইতেও দেখা গেছে। আগে থেকেই ঘোষণা ছিল—জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানি জার্সি পরে এলেই প্রতিহত করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানি জার্সি পরা ওই তরুণ আসতেই তাঁকে আটকান তাঁরা।
এ সময় ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। প্রথমেই তিনি বাংলাদেশ না পাকিস্তানের নাগরিক সেটি জানতে চান তাঁরা। পাকিস্তানি নাগরিক হলে পাসপোর্ট দেখাতে বলেন। এর মধ্যেই অবশ্য তাঁকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেন সবাই। ততক্ষণে তাঁর গা থেকে জার্সি টেনে ছিঁড়ে ফেলতে শুরু করেন কয়েকজন।
সম্ভাব্য পরিণতি বুঝতে পেরে ওই তরুণ সাগরিকার বিটাক মোড়ের দিকে দৌড় দেন। তাঁর পিছু পিছু ধাওয়া করেন ৩০-৪০ জন। একপর্যায়ে আতঙ্কিত ওই তরুণ সড়কের পাশের নালায় নেমে পড়েন। পরে সেখানে গিয়ে ওই তরুণকে হাতে থাকা বাঁশ দিয়ে আঘাত করেন কয়েক তরুণ। এ সময় আর কোনো দিন পাকিস্তানি জার্সি পরবেন না জানিয়ে ক্ষমা চাইতে থাকেন। পরে অবশ্য ওই তরুণকে ছেড়ে দেওয়া হয়।
এরপর এক নারীর সহায়তায় নালা থেকে উঠে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে স্টেডিয়াম এলাকা ছাড়েন ওই তরুণ।
মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি কাজী মো. সাইফুল ইসলাম রাসেল বলেন, ‘ঢাকায় খেলা চলার সময় আমরা ঘোষণা দিয়েছিলাম পাকিস্তানের জার্সি ও পতাকা নিয়ে কোনো বাংলাদেশি মাঠে প্রবেশ করতে পারবেন না।’
সেই ঘোষণা অনুযায়ী গতকাল খেলা শুরুর আগে থেকেই মাঠের প্রবেশপথে তাঁরা অবস্থান নেন। রাসেল আরও বলেন, ‘এক তরুণ পাকিস্তানের জার্সি পরে মাঠে প্রবেশের চেষ্টা করেন। প্রথমে আমরা তাঁকে বোঝাতে চেষ্টা করি। কিন্তু তিনি রাজি হননি। পরে তাঁর শরীর থেকে পাকিস্তানি জার্সি খুলে নেন আমাদের কর্মীরা।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে