ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসিকে হারিয়ে গত মৌসুমের শুরুতে বিপর্যস্ত হয়ে পড়েছিল বার্সেলোনা। একপর্যায়ে বার্সার সেরা চারে থাকা নিয়েই তৈরি হয়েছিল সংশয়। তবে লিগটির নাম যখন লা লিগা এবং দলটির নাম যেহেতু বার্সা, তখন আগেই শেষ বলে দেওয়ার সুযোগ নেই। বার্সাও এর মধ্যে বুঝিয়ে দিয়েছে তারা কেন লা লিগার ইতিহাসে অন্যতম সেরা দল। পয়েন্ট তালিকার আটে হাঁসফাঁস করতে থাকা বার্সা একপর্যায়ে শিরোপার দাবিদার হয়ে ওঠে। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে টপকে চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্সআপ হয়েই লিগ শেষ করে তারা।
এত কথা বলার উদ্দেশ্য একটাই, লা লিগায় বার্সার দাপট বোঝানো। স্প্যানিশ ফুটবলে বার্সার সমান্তরালে আরেকটি ক্লাবই দাপট দেখাতে পারে, সেটি রিয়াল মাদ্রিদ। স্পেনের সবচেয়ে সফলও দলও তারা। এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৫ বার লা লিগার শিরোপা জিতেছে ‘লস ব্লাঙ্কোস’রা। আর দুই নম্বরে বার্সার শিরোপা ২৬। এই দুই দলের দাপটে মাঝেমধ্যে কেবল আতলেতিকো মাদ্রিদই কিছুটা বিরতি টানতে পেরেছিল। যাদের শিরোপা ১১টি।
এই তিন দলের অন্য কোনো দলের শিরোপা জয়ের সময়ও ইতিমধ্যে ১৮ বছর পেরিয়ে গেছে। সেই ২০০৩-০৪ সালে ভ্যালেন্সিয়া লিগ শিরোপা জিতেছিল, এরপর এই তিন দলের বাইরে আর কেউ শিরোপা রেসে দাপট দেখাতে পারেনি। তবে আরেকটু গভীরভাবে দেখলে এই লড়াই শুধু রিয়াল-বার্সাতে এসে ঠেকবে। কারণ, শেষ ১৮ শিরোপার ১৬টিই জিতেছে এই দুই দল। বার্সা ১০টি এবং রিয়াল জিতেছে ৬টি। এবার শেষ পর্যন্ত লড়াইটা হতে পারে রিয়াল-বার্সার মধ্যেই।
রিয়াল মাদ্রিদ
লা লিগা তো বটেই ইউরোপেও সবচেয়ে সফল দল রিয়াল। গত মৌসুমে লিগ ও চ্যাম্পিয়নস লিগ—দুটোই জিতে নেয় তারা। শিরোপা ধরে রাখতে এবারও জোর প্রস্তুতি নিচ্ছে মাদ্রিদের ক্লাবটি। বরাবরের মতো এবারও তারকায় ঠাসা দল নিয়ে শিরোপা লড়াইয়ে নামবে রিয়াল। পরীক্ষিত করিম বেনজেমা, টনি ক্রুস কিংবা লুকা মদরিচরা তো আছেনই। তাঁদের সঙ্গে মাঠ মাতাতে প্রস্তুত ভিনিসয়ুস জুনিয়র, রদ্রিগো, এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তরুণেরাও। এ ছাড়া দলের নতুন রিক্রুট অরিলিয়াঁ চুয়ামেনি তো আছেনই। সে সঙ্গে এ মৌসুমে নতুন করে ফিরতে প্রস্তুত হচ্ছেন এডেন হ্যাজার্ডও। তবে রিয়ালের জন্য প্রাক্-মৌসুম প্রস্তুতি ও দলবদলে বড় বার্তা দিয়ে রেখেছে বার্সা। প্রস্তুতিতে বার্সার কাছে হেরেছে রিয়াল। আর দলবদলেও এবার নতুন তারকা দলে টেনেছে কাতালান ক্লাবটি। যা নিয়ে আলাদা করে ভাবতে হবে রিয়ালকে।
বার্সেলোনা
এবারের দলবদলের পুরোটাজুড়ে আলোচনায় বার্সেলোনা। অর্থসংকটের মধ্যেও একের পর এক খেলোয়াড় দলে নিয়ে এসেছে। এর মধ্যে রবার্ট লেভানডফস্কি ও রাফিনহার মতো দুই তারকা খেলোয়াড়কে এনে চমক দিয়ে তারা। সে সঙ্গে কিনেছে জুলস কুন্দের মতো উদীয়মান তারকাকেও। আর নতুনদের সঙ্গে দলের পরীক্ষিত তারকারা তো আছেনই। সব মিলিয়ে শিরোপা পুনরুদ্ধারে এবার বেশ উন্মুখ হয়ে আছে বার্সা। শুধু লিগেই নয়, বার্সার চোখ ইউরোপীয় শ্রেষ্ঠত্বের দিকেও। গত তিন মৌসুমে লিগ শিরোপা জিততে পারেনি তারা, চ্যাম্পিয়নস লিগও জিতেছে সেই ২০১৪-১৫ মৌসুমে। তবে অতীত ভুলে এবার সাফল্য পেতে চায় জাভি হার্নান্দেজের দল।
আতলেতিকো মাদ্রিদ
রিয়াল-বার্সার দাপটে কেউ যদি বাগড়া দিতে পারে সেটি আতলেতিকোই। তবে এবার দলবদলে বড় কোনো খেলোয়াড় দলে টানেনি তারা। উল্টো লুইস সুয়ারেজ আতলেতিকো ছেড়েছেন। মাঝে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে আনার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে অচিরেই সেই গুঞ্জন উড়িয়ে দেয় আতলেতিকো কর্তৃপক্ষ। এবার তাই রিয়াল-বার্সার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৈরির ক্ষেত্রে চ্যালেঞ্জে পড়তে পারে দিয়েগো সিমিওনের দল। মৌসুমে ভালো কিছু করতে হলেও আতলেতিকোকে তাকিয়ে থাকতে হবে কোচের কৌশল ও পরিকল্পনার দিকেই।
লিওনেল মেসিকে হারিয়ে গত মৌসুমের শুরুতে বিপর্যস্ত হয়ে পড়েছিল বার্সেলোনা। একপর্যায়ে বার্সার সেরা চারে থাকা নিয়েই তৈরি হয়েছিল সংশয়। তবে লিগটির নাম যখন লা লিগা এবং দলটির নাম যেহেতু বার্সা, তখন আগেই শেষ বলে দেওয়ার সুযোগ নেই। বার্সাও এর মধ্যে বুঝিয়ে দিয়েছে তারা কেন লা লিগার ইতিহাসে অন্যতম সেরা দল। পয়েন্ট তালিকার আটে হাঁসফাঁস করতে থাকা বার্সা একপর্যায়ে শিরোপার দাবিদার হয়ে ওঠে। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে টপকে চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্সআপ হয়েই লিগ শেষ করে তারা।
এত কথা বলার উদ্দেশ্য একটাই, লা লিগায় বার্সার দাপট বোঝানো। স্প্যানিশ ফুটবলে বার্সার সমান্তরালে আরেকটি ক্লাবই দাপট দেখাতে পারে, সেটি রিয়াল মাদ্রিদ। স্পেনের সবচেয়ে সফলও দলও তারা। এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৫ বার লা লিগার শিরোপা জিতেছে ‘লস ব্লাঙ্কোস’রা। আর দুই নম্বরে বার্সার শিরোপা ২৬। এই দুই দলের দাপটে মাঝেমধ্যে কেবল আতলেতিকো মাদ্রিদই কিছুটা বিরতি টানতে পেরেছিল। যাদের শিরোপা ১১টি।
এই তিন দলের অন্য কোনো দলের শিরোপা জয়ের সময়ও ইতিমধ্যে ১৮ বছর পেরিয়ে গেছে। সেই ২০০৩-০৪ সালে ভ্যালেন্সিয়া লিগ শিরোপা জিতেছিল, এরপর এই তিন দলের বাইরে আর কেউ শিরোপা রেসে দাপট দেখাতে পারেনি। তবে আরেকটু গভীরভাবে দেখলে এই লড়াই শুধু রিয়াল-বার্সাতে এসে ঠেকবে। কারণ, শেষ ১৮ শিরোপার ১৬টিই জিতেছে এই দুই দল। বার্সা ১০টি এবং রিয়াল জিতেছে ৬টি। এবার শেষ পর্যন্ত লড়াইটা হতে পারে রিয়াল-বার্সার মধ্যেই।
রিয়াল মাদ্রিদ
লা লিগা তো বটেই ইউরোপেও সবচেয়ে সফল দল রিয়াল। গত মৌসুমে লিগ ও চ্যাম্পিয়নস লিগ—দুটোই জিতে নেয় তারা। শিরোপা ধরে রাখতে এবারও জোর প্রস্তুতি নিচ্ছে মাদ্রিদের ক্লাবটি। বরাবরের মতো এবারও তারকায় ঠাসা দল নিয়ে শিরোপা লড়াইয়ে নামবে রিয়াল। পরীক্ষিত করিম বেনজেমা, টনি ক্রুস কিংবা লুকা মদরিচরা তো আছেনই। তাঁদের সঙ্গে মাঠ মাতাতে প্রস্তুত ভিনিসয়ুস জুনিয়র, রদ্রিগো, এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তরুণেরাও। এ ছাড়া দলের নতুন রিক্রুট অরিলিয়াঁ চুয়ামেনি তো আছেনই। সে সঙ্গে এ মৌসুমে নতুন করে ফিরতে প্রস্তুত হচ্ছেন এডেন হ্যাজার্ডও। তবে রিয়ালের জন্য প্রাক্-মৌসুম প্রস্তুতি ও দলবদলে বড় বার্তা দিয়ে রেখেছে বার্সা। প্রস্তুতিতে বার্সার কাছে হেরেছে রিয়াল। আর দলবদলেও এবার নতুন তারকা দলে টেনেছে কাতালান ক্লাবটি। যা নিয়ে আলাদা করে ভাবতে হবে রিয়ালকে।
বার্সেলোনা
এবারের দলবদলের পুরোটাজুড়ে আলোচনায় বার্সেলোনা। অর্থসংকটের মধ্যেও একের পর এক খেলোয়াড় দলে নিয়ে এসেছে। এর মধ্যে রবার্ট লেভানডফস্কি ও রাফিনহার মতো দুই তারকা খেলোয়াড়কে এনে চমক দিয়ে তারা। সে সঙ্গে কিনেছে জুলস কুন্দের মতো উদীয়মান তারকাকেও। আর নতুনদের সঙ্গে দলের পরীক্ষিত তারকারা তো আছেনই। সব মিলিয়ে শিরোপা পুনরুদ্ধারে এবার বেশ উন্মুখ হয়ে আছে বার্সা। শুধু লিগেই নয়, বার্সার চোখ ইউরোপীয় শ্রেষ্ঠত্বের দিকেও। গত তিন মৌসুমে লিগ শিরোপা জিততে পারেনি তারা, চ্যাম্পিয়নস লিগও জিতেছে সেই ২০১৪-১৫ মৌসুমে। তবে অতীত ভুলে এবার সাফল্য পেতে চায় জাভি হার্নান্দেজের দল।
আতলেতিকো মাদ্রিদ
রিয়াল-বার্সার দাপটে কেউ যদি বাগড়া দিতে পারে সেটি আতলেতিকোই। তবে এবার দলবদলে বড় কোনো খেলোয়াড় দলে টানেনি তারা। উল্টো লুইস সুয়ারেজ আতলেতিকো ছেড়েছেন। মাঝে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে আনার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে অচিরেই সেই গুঞ্জন উড়িয়ে দেয় আতলেতিকো কর্তৃপক্ষ। এবার তাই রিয়াল-বার্সার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৈরির ক্ষেত্রে চ্যালেঞ্জে পড়তে পারে দিয়েগো সিমিওনের দল। মৌসুমে ভালো কিছু করতে হলেও আতলেতিকোকে তাকিয়ে থাকতে হবে কোচের কৌশল ও পরিকল্পনার দিকেই।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে