গঙ্গাচড়া ও তারাগঞ্জ প্রতিনিধি
গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে সেবাদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
উপজেলার সাধারণ মানুষের চিকিৎসার ভরসাস্থল এই ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে স্বাস্থ্য সহকারীর পদ রয়েছে ৪৩টি। যার মধ্যে ১৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। বাধ্য হয়ে কর্মকর্তারা নিজেরা চাঁদা দিয়ে হাসপাতালে তিনজন আয়া নিয়োগ করেছেন।
উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার ১২ পদের বিপরীতে কর্মরত আছেন পাঁচজন। তাঁদের মধ্যে রেজাউল করিম নামে একজন গত বছরের ৬ জানুয়ারি থেকে বিনা ছুটিতে অনুপস্থিত আছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রেজাউলের বাড়ি রংপুর মহানগরীর উত্তম মনোহর এলাকায়। তিনি এখন নগরীতে একটি বেসরকারি ক্লিনিক চালান। হাসপাতালে বিনা ছুটিতে অনুপস্থিত থাকায় তাঁকে গত বছরের ৮ জানুয়ারি, ২৬ জুন ও সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি কোনো সাড়া দেননি।
রেজাউল এর আগেও দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর ২০১৯ সালের ২৩ ডিসেম্বর হাসপাতালে ফেরেন। তবে মাত্র ১৩ দিন কাজ করার পর বেতন-ভাতা নিয়ে আবার চলে যান। এখন অবদি তিনি হাসপাতালে ফেরেননি।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এখানে চিকিৎসকের পদ আছে ৩১টি। তবে দুজন চিকিৎসা কর্মকর্তা উপজেলার গজঘণ্টা ও বেতগাড়ী ইউনিয়নে উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা দেন। একজন চিকিৎসক রংপুর কারাগার হাসপাতালে এবং তিনজন করোনা হাসপাতালে প্রেষণে রয়েছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকের ১০ পদের বিপরীতে কর্মরত আছেন আটজন। চক্ষু ও হৃদ্রোগের বিশেষজ্ঞ পদে চিকিৎসক নেই। শিশুদের চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে। শিশু বিশেষজ্ঞ সিফাত বিনতে করিম গত ৮ আগস্ট থেকে মাতৃত্বকালীন ৬ মাসের ছুটিতে আছেন।
হাসপাতালে নার্সের পদ আছে ৩২টি। কর্মরত আছেন ২৯ জন। তৃতীয় শ্রেণির ৯৩টি মঞ্জুরি পদের বিপরীতে জনবল আছে ৬২ জন। এখন পর্যন্ত চতুর্থ শ্রেণির দুটি পদ খালি রয়েছে।
আয়ার পদ আছে মাত্র দুটি। এ পদে দুজন কর্মরতও আছেন। তাঁদের কাজ হচ্ছে হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসাসেবায় নার্স ও চিকিৎসকদের সহযোগিতা করা। কিন্তু দুজন আয়াকে দিয়ে কাজ সামাল দেওয়া সম্ভব না হওয়ায় চিকিৎসকেরা নিজেরা চাঁদা দিয়ে বাড়তি আরও তিনজনকে রেখে হাসপাতালে কাজ করাচ্ছেন।
সূত্র আরো জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১১ মাসে অন্তর্বিভাগে ৪ হাজার ৪০০ জন, বহির্বিভাগে ৯০ হাজার ৯০৮ জন ও জরুরি বিভাগে ৮ হাজার ৪৫৫ জন চিকিৎসাসেবা নিয়েছেন। এখানে প্রায় প্রতিদিনই অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার করানো হয়। চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে দিনে গড়ে অন্তত ৫০০ জনকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌস বলেন, ‘হাসপাতালটি এ উপজেলার সাধারণ মানুষের একমাত্র চিকিৎসার ভরসাস্থল। কিন্তু জনবল সংকটে চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে জরুরি জনবল প্রয়োজন। আমরা কম জনবল নিয়েও দিনরাত পরিশ্রম করে এখানে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। জরুরি ভিত্তিতে হাসপাতালটিতে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার জন্য প্রহরী নিয়োগ করা দরকার।’
গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে সেবাদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
উপজেলার সাধারণ মানুষের চিকিৎসার ভরসাস্থল এই ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে স্বাস্থ্য সহকারীর পদ রয়েছে ৪৩টি। যার মধ্যে ১৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। বাধ্য হয়ে কর্মকর্তারা নিজেরা চাঁদা দিয়ে হাসপাতালে তিনজন আয়া নিয়োগ করেছেন।
উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার ১২ পদের বিপরীতে কর্মরত আছেন পাঁচজন। তাঁদের মধ্যে রেজাউল করিম নামে একজন গত বছরের ৬ জানুয়ারি থেকে বিনা ছুটিতে অনুপস্থিত আছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রেজাউলের বাড়ি রংপুর মহানগরীর উত্তম মনোহর এলাকায়। তিনি এখন নগরীতে একটি বেসরকারি ক্লিনিক চালান। হাসপাতালে বিনা ছুটিতে অনুপস্থিত থাকায় তাঁকে গত বছরের ৮ জানুয়ারি, ২৬ জুন ও সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি কোনো সাড়া দেননি।
রেজাউল এর আগেও দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর ২০১৯ সালের ২৩ ডিসেম্বর হাসপাতালে ফেরেন। তবে মাত্র ১৩ দিন কাজ করার পর বেতন-ভাতা নিয়ে আবার চলে যান। এখন অবদি তিনি হাসপাতালে ফেরেননি।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এখানে চিকিৎসকের পদ আছে ৩১টি। তবে দুজন চিকিৎসা কর্মকর্তা উপজেলার গজঘণ্টা ও বেতগাড়ী ইউনিয়নে উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা দেন। একজন চিকিৎসক রংপুর কারাগার হাসপাতালে এবং তিনজন করোনা হাসপাতালে প্রেষণে রয়েছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকের ১০ পদের বিপরীতে কর্মরত আছেন আটজন। চক্ষু ও হৃদ্রোগের বিশেষজ্ঞ পদে চিকিৎসক নেই। শিশুদের চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে। শিশু বিশেষজ্ঞ সিফাত বিনতে করিম গত ৮ আগস্ট থেকে মাতৃত্বকালীন ৬ মাসের ছুটিতে আছেন।
হাসপাতালে নার্সের পদ আছে ৩২টি। কর্মরত আছেন ২৯ জন। তৃতীয় শ্রেণির ৯৩টি মঞ্জুরি পদের বিপরীতে জনবল আছে ৬২ জন। এখন পর্যন্ত চতুর্থ শ্রেণির দুটি পদ খালি রয়েছে।
আয়ার পদ আছে মাত্র দুটি। এ পদে দুজন কর্মরতও আছেন। তাঁদের কাজ হচ্ছে হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসাসেবায় নার্স ও চিকিৎসকদের সহযোগিতা করা। কিন্তু দুজন আয়াকে দিয়ে কাজ সামাল দেওয়া সম্ভব না হওয়ায় চিকিৎসকেরা নিজেরা চাঁদা দিয়ে বাড়তি আরও তিনজনকে রেখে হাসপাতালে কাজ করাচ্ছেন।
সূত্র আরো জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১১ মাসে অন্তর্বিভাগে ৪ হাজার ৪০০ জন, বহির্বিভাগে ৯০ হাজার ৯০৮ জন ও জরুরি বিভাগে ৮ হাজার ৪৫৫ জন চিকিৎসাসেবা নিয়েছেন। এখানে প্রায় প্রতিদিনই অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার করানো হয়। চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে দিনে গড়ে অন্তত ৫০০ জনকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌস বলেন, ‘হাসপাতালটি এ উপজেলার সাধারণ মানুষের একমাত্র চিকিৎসার ভরসাস্থল। কিন্তু জনবল সংকটে চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে জরুরি জনবল প্রয়োজন। আমরা কম জনবল নিয়েও দিনরাত পরিশ্রম করে এখানে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। জরুরি ভিত্তিতে হাসপাতালটিতে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার জন্য প্রহরী নিয়োগ করা দরকার।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে