নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স প্রতিষ্ঠান থেকে অর্থ পাচার রোধে পদক্ষেপ ও ভ্যাট-ট্যাক্স আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতির বিষয়ে প্রতিবেদন না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ-সংক্রান্ত পৃথক তিনটি রিটের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে উদ্দেশ করে আদালত বলেন, ‘আপনি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে বিষয়টি তাঁকে জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন, যথাযথভাবে প্রতিবেদন দিতে। এসব আমরা টলারেট করব না। নোটিশ জারির পরেও যখন তারা রেসপন্স করবে না, তখন বিষয়টি আমরা সিরিয়াসলি নেব।’
রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ই-কমার্স নিয়ে আদালত তিনটি আদেশ দিয়েছিলেন। এসব কোম্পানি সরকারকে রাজস্ব দেয় কি না, তা এনবিআরকে জানাতে বলা হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছিল তদন্ত কমিটির প্রতিবেদন দিতে। এ ছাড়া মানিলন্ডারিংয়ে জড়িত থাকার বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। সরকারপক্ষ দুবার সময় নিলেও প্রতিবেদন দেয়নি। এ জন্য আদালত ক্ষোভ প্রকাশ করেছেন।
এর আগে ই-কমার্স গ্রাহকদের স্বার্থ ও অধিকার রক্ষায় জাতীয় ডিজিটাল কমার্স পলিসির ম্যান্ডেট অনুসারে স্বাধীন ই-কমার্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী আনোয়ারুল ইসলাম। ই-অরেঞ্জে কয়েক কোটি টাকা আটকে থাকায় ৩৩ জন গ্রাহকের পক্ষে বিশেষজ্ঞ কমিটি গঠন এবং ক্ষতিপূরণ চেয়ে রিট করেন শিশির মনির। এ ছাড়া ইভ্যালি ও ই-অরেঞ্জের দুই গ্রাহকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ূন কবির পল্লব আরও একটি রিট করেন।
ই-কমার্স প্রতিষ্ঠান থেকে অর্থ পাচার রোধে পদক্ষেপ ও ভ্যাট-ট্যাক্স আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতির বিষয়ে প্রতিবেদন না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ-সংক্রান্ত পৃথক তিনটি রিটের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে উদ্দেশ করে আদালত বলেন, ‘আপনি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে বিষয়টি তাঁকে জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন, যথাযথভাবে প্রতিবেদন দিতে। এসব আমরা টলারেট করব না। নোটিশ জারির পরেও যখন তারা রেসপন্স করবে না, তখন বিষয়টি আমরা সিরিয়াসলি নেব।’
রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ই-কমার্স নিয়ে আদালত তিনটি আদেশ দিয়েছিলেন। এসব কোম্পানি সরকারকে রাজস্ব দেয় কি না, তা এনবিআরকে জানাতে বলা হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছিল তদন্ত কমিটির প্রতিবেদন দিতে। এ ছাড়া মানিলন্ডারিংয়ে জড়িত থাকার বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। সরকারপক্ষ দুবার সময় নিলেও প্রতিবেদন দেয়নি। এ জন্য আদালত ক্ষোভ প্রকাশ করেছেন।
এর আগে ই-কমার্স গ্রাহকদের স্বার্থ ও অধিকার রক্ষায় জাতীয় ডিজিটাল কমার্স পলিসির ম্যান্ডেট অনুসারে স্বাধীন ই-কমার্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী আনোয়ারুল ইসলাম। ই-অরেঞ্জে কয়েক কোটি টাকা আটকে থাকায় ৩৩ জন গ্রাহকের পক্ষে বিশেষজ্ঞ কমিটি গঠন এবং ক্ষতিপূরণ চেয়ে রিট করেন শিশির মনির। এ ছাড়া ইভ্যালি ও ই-অরেঞ্জের দুই গ্রাহকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ূন কবির পল্লব আরও একটি রিট করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২০ নভেম্বর ২০২৪